বেকার ভাতা অনলাইন আবেদন কিভাবে করবেন মাত্র ১০ মিনিট এ

বেকার ভাতা অনলাইন আবেদন কিভাবে করবেন মাত্র ১০ মিনিট এ.

Last Updated on: 8th মে 2022, 06:36 পূর্বাহ্ন

হ্যালো বন্ধুরা আজকের এই পোস্ট এ কি ভাবে বেকার ভাতা অনলাইন আবেদন করতে পারবেন।বতমান পরিস্থিতিতে বেকারত্ব একটি বড় সমস্যা। সারা দেশে মোট জনসংখ্যার প্রায় ৮.১%.পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে সংখ্যাটা প্রায় ২২% যেটি বেশ চিন্তাজনক।

Covid-১৯ অতিমারীর দাপটে যেটি আরো খারাপ হয়েছে। এমত অবস্থায় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর ২০১৩ সালে শুরু করা যুবশ্রী প্রকল্পের অধীনে থাকা বেকার ভাতা প্রকল্পটি খুবই উৎসাহব্যাঞ্জক।

এই বেকার ভাতা অনুযায়ী আপনি যদি বিবেচিত হন তবে প্রতিমাসে আপনি আপনার একাউন্ট এ ১৫০০ টাকা করে পেয়ে যাবেন ঘরে বসে যা আপনাকে প্রাথমিকভাবে কিছুটা হলেও সাহায্য করবে আপনার কর্মসংস্থান এর জন্য।

আজ এই পোস্ট এ বেকার ভাতা অনলাইন আবেদন সম্পর্কে জানাবো আপনাদের।

বেকার ভাতা অনলাইন আবেদন অনলাইন এ কিভাবে করবেন?

. প্রথমেই আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট(এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ) https://employmentbankwb.gov.in/ তে

২. দ্বিতীয় ধাপে আপনাকে ওয়েবসাইট এর একেবারে বামদিকের সাইডবার এ মেনু এর মধ্যে ‘Job Seeker ‘ তে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনাকে ‘New Enrolment ‘ option এ ক্লিক করতে হবে.

৪. এরপর আপনাকে ‘Accept & Continue ‘ অপশন এ ক্লিক করতে হবে.

৫. এর পরের ধাপে আপনার সামনে আসল ফর্ম খুলে যাবে যেখানে আপনাকে আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে. এই সব তথ্য এর মধ্যে আপনার ব্যাক্তিগত পরিচয়,শিক্ষাগত যোগ্যতা,শারীরিক মাপজোক ,ভাষাজ্ঞান সম্পর্কে বিষয় জানতে চাওয়া হয়।

বেকার ভাতা অনলাইন আবেদন অনলাইন
বেকার ভাতা অনলাইন আবেদন অনলাইন

৬.এই ফর্ম ফপূর্ণ করার পর আপনার কাছে একটি ‘Temporary Enrolment No ‘ আসবে যেটিকে আপনাকে ২-৩ কপি প্রিন্ট করে রেখে দিতে হবে।

এর পর ৬০ দিনের মধ্যে আপনাকে এই ‘Temporary Enrolment No ‘ এর প্রিন্টআউট,আর যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনাকে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস এ যোগাযোগ করতে হবে। আপনার সমস্ত তথ্য যাচাই করে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এ এর পর এক্সচেঞ্জ অফিস,আপনার id ,পাসওয়ার্ড দিয়ে দেবে এটি ব্যাবহার করে আপনি আপনার বেকার ভাতার যাবতীয় বিষয় দেখতে পারবেন।

বেকার ভাতা আবেদনের শর্ত :

আপনাকে বেকার ভাতা পেতে গেলে নিচের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে:

  • আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
  • বয়স হতে হবে ৪৫ এর কম
  • কোনো সরকারি চাকরি করলে হবে না
  • কোনো সরকারি লোন বা অন্য সরকারি লোন প্রকল্প এর সাথে যুক্ত থাকলে চলবে না
  • আপনার ন্যূনতম যোগ্যতা অষ্টমশ্রেণী উত্তীর্ণ হতে হবে

শেষ কথা :আশা করি আপনার এই পোস্ট ভালো লাগলো। বেকার ভাতা সম্পর্কে আরো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করতে পারেন আর পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

আরো পড়ুন :কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম

আরো পড়ুন :নষ্ট সিম কার্ড ঠিক করার উপায় জেনে নিন

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।