ভিপিএন কি ? সেরা ফ্রি ভিপিএন কোনটি ?ভিপিএন ব্যবহারের নিয়ম

ভিপিএন কি

Last Updated on: 24th অক্টোবর 2022, 08:23 পূর্বাহ্ন

হ্যালো বন্ধুরা আজকে এই পোস্টে আমরা ভিপিএন কি সেই সম্পর্কে আলোচনা করব।

ভিপিএন এর পুরো কথা হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।

ভিপিএন ইন্টারনেট ব্যবহার করার সময় যখন কোন পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেই পাবলিক নেটওয়ার্কের উপর এটি একটি সুরক্ষিত নেটওয়ার্ক কানেকশন তৈরি করে আমাদের সমস্ত ইন্টার্নেট ট্রাফিক এনক্রিপটেড অবস্থায় ব্যবহার করতে সুবিধা দেয় ফলে সাইবার সিকিউরিটি এবং অনলাইন সিকিউরিটি এই দুই ক্ষেত্রেই আমাদের অনেক সুবিধা হয়।

ইন্টারনেটে এমন অনেক থার্ড পার্টি সা নেটওয়াক রয়েছি যেগুলি আপনার অজান্তে আপনাকে নানা উপায়ে অনুসরণ করে যার ফলে আপনার সাইবার সিকিউরিটি অনেকাংশেই বিঘ্নিত হয় তাই এই সমস্ত ক্ষেত্রে সুরক্ষিতভাবে ইন্টারনেট চালানোর করার জন্য এই ভিপিএন বা প্রাইভেট নেটওয়ার্ক এর কাজ।

ভিপিএন কি ভাবে কাজ করে?

যখন আমরা ইন্টারনেটে সংযোগ স্থাপন করি তখন আমাদের প্রত্যেকের মোবাইল কিংবা যে ডিভাইসে ব্যবহার করা হোকনা তার প্রতিটা একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে এই আইপি অ্যাড্রেস এর সূত্র ধরেই আপনার সঠিক লোকেশন আপনার যাবতীয় কার্যাবলী পর্যবেক্ষণ করা সম্ভব ভিপিএন ব্যবহার করলে এই ভিপিএন আমাদের আইপি অ্যাড্রেস গুলিকে বিশেষভাবে এনক্রিপ্ট বা লুকিয়ে ফেলে এবং এটি তার একটি আইপ্যাড রিমোট ভিপিএন সার্ভার থেকে পরিচালনা করা হয় তাই যখন আপনি কোন নেটের ওয়েবসাইট কিংবা ভিডিও ব্যাংকিং কেন আপনার আসল আইপি এড্রেসটি সবসময় সুরক্ষিত থাকে।

ভিপিএন কি ভাবে কাজ করে
ভিপিএন কি ভাবে কাজ করে

আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট গুলো আপনার আসল আইপি ঠিক কোনটি সেগুলো খুঁজে পায়না এছাড়াও ভিপিএন ব্যবহার করার ফলে সমস্ত তথ্যই এনক্রিপটেড অবস্থায় থাকার ফলে যদি কোন হ্যাকার বাস সাইবার অপারেশনের যুক্ত কেউ আপনার গুলি হাতিয়ে নেবার চেষ্টা করেছি ক্ষেত্রগুলি এনক্রিপটেড থাকার ফলে আপনার সুরক্ষা অনেকাংশে বেড়ে যায়।

ভিপিএন ব্যবহারের সুবিধা :

ভিপিএন এর এনক্রিপশন ক্ষমতা

ভিপিএন কি জানার সাথে এবারে আলোচনা করে নিয়ে যায় ভিপিএন ব্যবহারের সুবিধা কি কি। আমরা যেকোনো ভিপিএন ব্যবহার করলে আমাদের সমস্ত ডাটা এনক্রিপটেড অবস্থায় থাকে যেগুলিকে ডিক্ৰিপ্ট করতে গেলে সব কম্পিউটার সিস্টেমের লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে যেতে পারে যার ফলে আপনার ভিপিন এর মধ্যে থাকাটা ডাটা গুলি সুরক্ষা সম্পর্ক আপনি নিশ্চিত হতে পারেন।

যে ভিপিএন এর এনক্রিপশন ক্ষমতা যত বেশি সেই ভিপিএন এর সুরক্ষা ততবেশি আপনি যখন কোনো পাবলিক নেটওয়ার্ক বা পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করেন তখন আপনার এই ভিপিএন আপনাকে সবসময় সুরক্ষিত করে রাখবে।

আপনার ডেমোগ্রাফিক ডাটা অক্ষুন্ন রাখে

যখনই কোন ইন্টারনেট সার্ভিস বা ওয়েবসাইট আপনি অনলাইনে ব্যবহার করেন তখন এই ওয়েবসাইটের মধ্যে থাকা ট্র্যাকার আপনার ডেমোগ্রাফিক সম্পর্কে যাবতীয় তথ্য তাছাড়া ভেতরে রাখতে পারে যেটি তারপরে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের বিজ্ঞাপনী ব্যবস্থায় ব্যবহার হয় তাই আপনাকে বিভিন্ন সময় অবাঞ্ছিত বিজ্ঞাপনের পাল্লায় পরতে হয় এবং আপনার ইচ্ছা না থাকলেও অনেক সময় আপনি এই বিজ্ঞাপনের পাল্লায় পড়ে বিভিন্ন জিনিস নিজের অজান্তেই প্রয়োজন না থাকুক বা না থাকুক আপনি কিনে ফেলেন।

এ সমস্যার সমাধান করতেই ভিপিএন খুব ভালো কাজে দেয় ভিপিএন আপনার আইপি অ্যাড্রেসকে যেহেতু এনক্রিপ্ট করে দেয় সেক্ষেত্রে আপনার ভিপিএন এর হোস্ট করা আইপি অ্যাড্রেসটিকে আসন মনে করে তা ট্র্যাক করে যার আপনার আসল ডেমোগ্রাফিক ডেটা ,আপনি কোন জায়গায় থাকেন ,আপনি কোন ভাষায় কথা বলেন আপনি কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন এই সমস্ত তথ্য গুলি ওই থার্ড পার্টি ট্র্যাকার এর হাতে যায় না ফলে আপনি আপনার তথ্যের সুরক্ষা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হতে পারেন।

আঞ্চলিক কনটেন্ট দেখার জন্য ভিপিএন এর ব্যবহার

অনেক সময় দেখা যায় আপনার অনেক ওয়েবসাইট বা ওয়েব সার্ভিস কোন একটি নির্দিষ্ট লোকেশন বার দেশের মধ্যে হয়ে থাকে আপনি চাইলে অন্য সে বলছে সে সমস্ত কনটেন্ট দেখতে পারেন না। এছাড়া রয়েছে কিছু ওয়েবসাইট যেমন টিক টক বা সোশ্যাল মিডিয়া কিছু ওয়েবসাইট যা বিভিন্ন দেশের রেস্ট্রিক্টেড ওয়েবসাইটগুলি অন্য দেশ থেকে দেখার জন্য এই ভিপিএন ব্যবহার করা হয়।

তবে এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে পিএন ব্যবহার করে অবশ্যই কোনো বেআইনি ওয়েবসাইট ভিজিট করা বা ব্যবহার করা উচিত নয় কারণ ভিপিএন আপনার অনলাইনে সুরক্ষাকে বজায় রাখার জন্যই তৈরি কোন অনৈতিক কাজ বা কোন বেআইনি ওয়েবসাইট ব্যাবহার করার জন্য নয়।

এই বিষয়ে তাই ভিপিএন ব্যবহার সম্পর্কে খুবই সচেতন থাকা দরকার। ভিপিএন সার্ভার এর মধ্যে আপনার কাছে অনেক দেশের সার্ভার লোকেশন এর অপশন থাকে আপনি আপনার পছন্দের সার্ভার লোকেশন বেছে নিয়ে আপনি আপনার ব্রাউজিং বলেন কাজ চালিয়ে দেবেন ভিপিএন ব্যবহার করলে আপনার আইএসপিয় আপনার অনলাইন ডাটা এ সম্পর্কে কোন তথ্যই ভালোভাবে বুঝে উঠতে পারবে না যার ফলে আপনার সুরক্ষা অনেক বেড়ে যাবে এবং আপনার তথ্যগুলো থাট পার্টিতে যাওয়ার হাত থেকেও আপনি বেশি সুরক্ষিত থাকবেন।

একটি ভালো ভিপিএন এর গুন থাকা দরকার ?

এনক্রিপ্ট ব্যাবস্থা

যখন আপনি কোন নদী ভিপিএন ইন্সটল করবেন বা ব্যবহার করতে যাবেন সর্বপ্রথমে দেখে নেবেন আপনার পছন্দের ভিপিএন টির মধ্যে নিচের গুণগুলি আছে কিনা এনক্রিপশন ভিপিএন এর মূল কাজ হলো ইন্ডিয়ান তাই আপনার বিপিডি আপনার আইপি এড্রেসটি কে ভালো করে এনক্রিপ্ট করছে কিনা সেটা দেখে নেবেন সমস্ত ভালো ভিপিএন ইনস্ক্রিপশন ব্যবস্থাটি যথাযথভাবে পালন করে।

কুকি এনক্রিপশন

কুকি এনক্রিপশন কুকিং পিটানো বেশ গুরুত্বপূর্ণ আপনার অনলাইন সমস্ত অ্যাক্টিভিটি কুকিং ফেভের শিপ্রা কে একটি ভালো ভিপিএন আপনার সমস্ত কুকুরগুলোকে ইউটিউব করছে কিনা দেখে নেওয়া হচ্ছে ভালো আপনার তথ্য থার্ড পার্টি থেকে দেওয়া হাত থেকে আমি বেশি জানি।

কিল সুইচ

কিল সুইচ এর ব্যবহার যদি আপনার ভিপিএন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় তখন আমরা সিকিউর কানেকশন দিতে হয় এবং আপনার ডেটা গুলিও একটি ভালো ভিপিএন এই মত অবস্থায় কোন ব্যাকআপ প্রোগ্রাম ব্যবহার করে আপনার তথ্যগুলিকে সুরক্ষিত করে রাখে কিনা সেই সম্পর্কে জেনে নেবেন।

টু ফ্যাক্টর সুরক্ষা

ভিপিএন যেহেতু একটি খুবই সুরক্ষার ব্যবস্থা তাই ভালো ভিপিএন লগইন করার জন্য বা ব্যবহার করার জন্য সবসময়ই two-factor সুরক্ষা ব্যবস্থা থাকা দরকার যার ফলে আপনি যখন ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ইমেজ একটি ওটিপি কোড যাবে একমাত্র সক্রিয় করার ফলেই আপনি বিবাহ করতে পারবেন 52 থেকে সুখী ব্যবস্থা আপনার বিপদের মধ্যে আছে কিনা আপনি কি অবস্থা দেখে নেবেন

ভিপিএন এর সংক্ষিপ্ত ইতিহাস

এবারে চলুন জেনে নি ভিপিএন এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। ভিপিএন কিন্তু আজকে শুরু হয়নি পেনের ইতিহাস আমাকে বলতে গেলে আমাদের কিছুটা পিছিয়ে যেতে হবে প্রথম এই ভিপিএন বাবা নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় ১৯৬০এর দশকে যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর আওতায়। এরপরে ধীরে ধীরে এই ভিপিএন ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন আসে থাকে হাজার ১৯৯৩ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি ও বেল ল্যাবরটরি যৌথভাবে আজকের মর্ডান আধুনিক ভিপিএন এর প্রথম সংস্করণটি তৈরি করেন যেটির নাম ছিল সোয়াইপ বা সফটওয়্যার আইপি এনক্রিপশন প্রোটোকল।

পরবর্তীকালে ১৯৯৬ সালে মাইক্রোসফট এর ভারতীয় এমপ্লয়ী গুরুদেব সিং peer-to-peer ট্রেনিং প্রটোকল বা পিপিটিপি তৈরি করেন। এরপর ২০০০ সাল থেকে ভিপিন প্রধানত কোম্পানি বা ব্যাবসায়িক ভিত্তিতে ব্যবহার করা হতো। এরপর ২০১০ সাল থেকে বিভিন্ন প্রাইভেট ভিপিএন কোম্পানির বাজার শুরু করে এবং আমজনতার জন্য ভিপিএন তৈরি করতে শুরু হয়।

২০০৮ এবং ২০১৬ সালের মধ্যে এই ভিপিএন ব্যবহার সর্বাধিক বেড়ে যায় যে দেশগুলো সবচেয়ে বেশি ব্যাবহার করে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং চীন। যে সব দেশে মূলত ইন্টারনেটের ওপর সেন্সরশিপ রয়েছে সেই সব দেশে ভিপিএন ব্যবহার করার প্রবণতা অনেক বেশি।

বর্তমানকালে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সার্ভিস যেমন আমাজন প্রাইম ,নেটফিক্স এসে যাওয়ার ফলে এমন অনেক কনটেন্ট বা ভিডিও আছে যেগুলি কোনদিন নির্দিষ্ট দেশের জন্যই তৈরি তাই এই সমস্ত ভিডিও গানগুলি একমাত্র ভিপিএন এর সাহায্যে দেখতে পারবেন যার ফলে এই ভিডিও স্ট্রিমিং সার্ভিসগুলো বর্তমানে ভিপিএন এর জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দিয়েছে।

ভিপিএন কিভাবে ব্যবহার করবেন?

ভিপিএন ব্যবহার করতে গেলে প্রথমেই আপনাকে ভিপিন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করতে হবে কিংবা আপনি এটি ব্রাউজার এক্সটেনশন করতে পারেন ব্যবহার করার পরে ভিপিএন টি আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে একটি সিকিউরড কানেকশন তৈরি করে আপনি আপনার পছন্দমত আইপি এড্রেস এবং সার্ভার লোকেশন ব্যবহার করে আপনি ভিপিএন এর ব্যবহার শুরু করতে পারেন।

ভিপিএন কত রকমের হয় ?

ভিপিএন তার কার্যকারিতা হিসাবে অনেক রকম হতে পারে। তবে মূলত এটি কে তিনটি ভাগে ভাগ করা যায়।

  • (SSL-VPN )
  • সাইট টু সাইট ভিপিএন 
  • ক্লায়েন্ট সার্ভার ভিপিএন 

(SSL-VPN )

এস এস এল ভিপিএন (SSL-VPN ) গুলি work-from-home বা বাড়িতে যারা কাজ করেন তাদের জন্য বেশি জনপ্রিয়। এই (SSL-VPN ) গুলি মূলত একটি হার্ডওয়ার বক্সের উপরে ভিত্তি করে তৈরী করা হয়। আপনাকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেয়া হয় যার সাহায্যে আপনি এই কোম্পানির (SSL-VPN ) সলিউশন এ লগইন করে আপনার যাবতীয় কাজ শুরু করতে পারবেন এই রকম ভিপিন দিয়ে।

সাইট টু সাইট ভিপিএন

সাইট টু সাইট ভিপিনগুলি মূলত একটি ভার্চুয়াল নেটওয়ার্ক যেগুলি মূলত ইন্ট্রানেট ব্যবস্থা গুলিকে আরো সুরক্ষিত করার জন্য ব্যবহার করা হয় এই সাইট টু সাইট ভিপিনগুলি মূলত সেই সমস্ত কম্পানি গুলি ব্যবহার করে যাদের দেশের বিভিন্ন শাখায় ইন্টারনেট ব্যবস্থা রয়েছে এবং তাদের নিজস্ব LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে এবং যারা পরস্পর গুলি WAN এর মাধমে ইন্টারনেট এর সাথে সংযুক্ত এছাড়া বিভিন্ন পারস্পারিক ইন্ট্রানেট যুক্ত করার জন্য এই সাইট টু সাইট ভিপিন ব্যাবহার করা হয়।

ক্লায়েন্ট সার্ভার ভিপিএন

ক্লায়েন্ট সার্ভার ভিপিএন খুবই জনপ্রিয়। এই ভিপিএন ওয়ার্ক ফ্রম হোম এর কর্মীরা ক্ষেত্রে অনেক ব্যবহার হয়। কর্মীরা তাদের নিজের নেটওয়ার্কে তাদের বাড়ি কম্পিউটার থেকে সিকিউর কানেকশন এর মাধ্যমে বিভিন্ন লগইন হতে পারে তবে এক্ষেত্রে এই ভিপিএন সফটওয়্যার রিমোট লোকেশনে থাকা কর্মী কম্পিউটারে আগে থেকেই ইনস্টল করা দরকার।

কম্পিউটারের ভিপিএন কিভাবে ইন্সটল করবেন কি ভাবে ?

ভিপিএন কম্পিউটার এ ব্যাবহার এর জন্য অনেক পদ্ধতি রয়েছে নিচে তারা কয়েকটি উল্লেখ করা হলো।

ডেস্কটপ এর জন্য মূলত ভিপিএন ক্লায়েন্ট ব্যাবহার করা হয়। ভিপিএন ক্লায়েন্ট বা এই ভিপিএন সফটওয়্যার মূলত একটি stand-alone ভিপিএন সফটওয়্যার হিসাবে কাজ করেও কোম্পানি তাদের ইমপ্লোয়ীদের ব্যবহার করার জন্য তাদের কম্পিউটারে ইন্সটল করে দেয়। ইনস্টল করার সময় কোম্পানি এর তরফ থেকে একটি সিকিউরিটি সার্টিফিকেট বা পাসওয়ার্ড লাগে যেগুলি দিয়ে সংশ্লিষ্ট ফায়ারওয়াল গুলি বুঝতে পারে যে এই এই ভিপিএন ব্যবহার কারী কারা।

এবারে আসি ব্রাউজার এক্সটেনশন ভিপিএন গুলি সম্পর্কে। সাধারণত খুবই জনপ্রিয় এবং বেশিরভাগ মানুষই এই ব্রাউজারে এক্সটেনশন গুলি ব্যবহার করে থাকেন বিপিএল গুলি মূলত ক্রোম বা ফায়ারফক্স অপেরা, ইউসি ব্রাউজার সাথে কাজ করে এবং ইন্টারনেটে তথ্য শেয়ার করছেন বা কোন ব্রাউজ করছেন তখন সেই সমস্ত তথ্যগুলিকে এগুলি এনক্রিপ্ট করে রাখে তবে এই সমস্ত ব্রাউজার এক্সটেশনশন ভিপিএন ব্যবহার করার একটি অসুবিধা হলো আপনি যে ব্রাউজারে এটি ইনস্টল করেছেন শুধুমাত্র সেই ব্রাউজার এর জন্যই এই ভিপিন কাজ করে অন্য ব্রাউজার এ এটি কাজ করে না।

রাউটার ভিপিএন

রাউটার ভিপিন আরো একটি দারুন ব্যাবস্থা। আপনার একটি রাউটার থেকে অনেকগুলি ডিভাইস কানেক্ট করা হয়ে থাকে তখন সমস্ত ডিভাইস দিয়ে একটি একটি করে ভিপিএন ইন্সটল করার পরিবর্তে যদি রাউটারের মধ্যে ভিপিএন করা হয়ে থাকে তখন এটি দারুন ভাবে কাজ করে।

স্মার্ট টিভি ,ওয়াইফাই কানেকশন এই সমস্ত ডিভাইসগুলোতে ব্যবহার করা হয় এই রাউটার ভিপিএন। রাউটার ভিপিএন গুলি ইন্সটল করা খুব সহজ এবং আপনি একসাথে একবার রাউটার ভিপিএন ইনস্টল করে দিলে আপনার নেটওয়ার্কে সমস্ত ট্রাফিক সুরক্ষিত থাকে।

বিশেষ কোম্পানি ভিপিএন

অনেক সময়ে অনেক বড়ো কোম্পানির নিজস্ব ভিপিএন থাকে যার প্রোগ্রাম ,ইউসার ইন্টারফেস,হার্ডওয়্যার সব প্রয়োজন মতো ব্যাবহার করা হয়ে থাকে যার ফলে এগুলি খুবই সুরক্ষিত থাকে। তবে এই রকম ভিপিএন বেশ জটিল আর ব্যয়সাপেক্ষ হতে পারে।

আপনি আপনার মোবাইল ফোনে কি করে ভিপিএন ইন্সটল করবেন?

ডেক্সটপ এর মতই মোবাইল ফোনেও এই ভিপিএন ব্যবহার করা অনেক সহজ। গুগল প্লে স্টোর বা আপেল স্টোরে আপনি আপনার পছন্দের ভিপিএন বেশিরভাগই পেয়ে যাবেন যা মোবাইল ইন্সটল হয়ে যায়। ভিপিএন অ্যাপগুলি মোবাইলে ইন্সটল করে যাওয়ার পরে আপনি আপনার পছন্দের লোকেশন বেশি নিয়ে ইন্টারনেট ব্যবহার করতে শুরু করতে পারেন।

সেরা ফাস্ট ফ্রি ভিপিএন

এবারে কিছু সেরা ভিপিএন এ কথা আলোচনা করব। নিচে যে ভিপিএন সার্ভিস এর কথা বলবো সেগুলো প্রত্যেকে বিশ্বমানের এবং সম্পূর্ণ ফ্রি নিখরচায় সহজেই বিশ্বমানের ভিপিএন ব্যবহার করতে পারবেন।

১.Proton VPN Free প্রোটন ফ্রি ভিপিএন

ফ্রী তালিকাতে প্রথম পৃথিবী নাম হলো প্রোটন ফ্রি ভিপিএন। প্রোটন ফ্রি ভিপিএন এটির মূল বিষয় গুলি হল আনলিমিটেড ডাটা ব্যান্ডউইথ, সুন্দর ডেস্কটপ অ্যাপ এবং পি ২ পি ব্যবস্থা। স্পিডে দিক থেকে দেখতে গেলে এটি সবচেয়ে ফাস্ট ভিপিএন গুলির মধ্যে অন্যতম এবং এটি আপনাকে প্রায় ৩৮০মেগাবাইট পার সেকেন্ড টেস্ট নেটওয়ার্ক স্পিড দিয়ে থাকে

বিনামূল্যে প্রোটন ফ্রি ভিপিএন ভার্সনটিতে আপনি তিনটি লোকেশন এর সার্ভার যেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং জাপান ফ্রী ব্যাবহার করতে পারেন। তবে আপনি এক সময় মাত্র একটি ডিভাইস ব্যাবহার করতে পারবেন।

২.Privado VPN

এরপরে তালিকায় এল Privado VPN ভিপিএন। এটি মূলত নটি দেশের উপলব্ধ। বারোটি সার্ভার লোকেশন সাপোর্ট করে মাসিক ১০ জিবি ডেটার সুবিধা দেয়। যারা ফ্রি স্ট্রিমিং ভিপিএন খুঁজছেন তাদের জন্য ফ্রিতে নেটফ্লিক্স, ডিজনি প্লাস বিবিসি আই প্লেয়ার এই ভিপিএন এ ব্যাবহার করতে পারবেন।

৩. Windscribe ভিপিএন

এরপরের ভিপিএন টির নাম হল Windscribe ভিপিএন। এটি সার্ভার লোকেশন ১৪ টি দেশে আছে।এটি আপনি অগণিত ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এবং এটি ডাটা লিমিট ১০জিবি প্রতিমাসে। স্পিড এর দিক থেকে দেখতে গেলে এটি বেশ ভালো স্পিড দেয়। স্ট্রিমিং স্পিড এক্ষেত্রে ২৪৪ মেগাবাইট পার সেকেন্ড। সাপোর্ট সিস্টেম হিসেবে এদের ইমেইল বেশ কার্যকরী।

৪.Atlas VPN

এর পর আমাদের তালিকার শেষ নাম হলো এটলাস ভিপিএন। এটলাস ভিপিএন যারা ম্যাক ব্যবহার করেন তাদের জন্যই বিশেষ কার্যকরী। ডাটা লিমিট প্রতিমাসে ১০ জিবি আর ম্যাক এর জন্য ২ জিবি প্রতিদিন। সার্ভার লোকেশন আছে ৩ জায়গাতে।

ভিপিএন এর সম্পর্কে কিছু প্রশ্নোত্তর

১. ভিপিএন কি ব্যাবহার করা নিরাপদ ?

ভিপিএন কি ব্যাবহার সম্পূর্ণ নিরাপদ। আপনার অনলাইন পরিচয় গোপন রাখে এই ভিপিএন যার ফলে নানা সাইবার ক্রাইম ,জালিয়াতি অনেকদূর ঠেকানো যায়। যতক্ষণ না আপনি কোনো অনৈতিক বা বেআইনী কোনো কিছু অনলাইন এ করছেন ততক্ষন ভিপিএন ব্যাবহার সম্পূর্ণ নিরাপদ। তবে এর জন্য সব সময় ভালো কোম্পানি এর ভিপিএন ব্যাবহার করা উচিত।

২. ফ্রি ভিপিএন না পেইড ভিপিএন কোনটা ব্যাবহার করা ভালো ?

আপনি যদি ইন্টারনেট এ শুধু ব্রাউসিং,স্ট্রিমিং এর কথা ভেবে ভিপিএন চান তবে ফ্রি বব্রাউজার এক্সটেনশন ভিপিএন আপনার জন্য অনেক।তবে আপনি যদি কোনো ভাবে ব্যাঙ্ক,আর্থিক লেনদেন,বা কর্পোরেট নেটওয়ার্ক এর কথা ভাবেন তবে সবসময় পেইড ভিপিএন ভালো ইটা শিকার করতে হবে।

শেষ কথা : আশা করি আজকে ভিপিএন কি এই সম্পর্কে পোস্ট আপনার ভালো লাগলো। পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।