১০টি দারুন ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স

ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স

Last Updated on: 20th আগস্ট 2023, 04:14 অপরাহ্ন

হ্যালো বন্ধুরা ,আজ আমরা কিছু দারুন ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স সম্পর্কে আলোচনা করবো। এই ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স সম্পর্ক বলতে গেলে প্রথমেই বলতে হয় শিক্ষা ব্যাবস্থার পরিবর্তন তথা আধুনিক প্রযুক্তি ,ইন্টারনেট এর কথা। আজ আর কোনো কিছুই আপনার নাগালের বাইরে নয়।

মাউস এর একটি ক্লিক এ তাই আপনি ঘরে বসেই পেয়ে যেতে পারেন বিশ্বমানের শিক্ষা একেবারে বিনামূল্যে তাই আর দেরি কেন ?

এই ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স গুলি কেবল আপনার দক্ষতা বাড়ায় না বরং আপনাকে নানা সরকারি ,বেসরকারি ক্ষেত্রে চাকুরী পেতেও অনেক সাহায্য করে।

আজ তাই বিভিন্ন MOOCs (Massive Open Online Courses) যেমন Udemy, Udacity, Coursera, edX এর মতো প্লাটফর্ম থেকে শুরু করে গুগল ,IBM সকলেই এইরকম ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স শুরু করেছে যাতে আপনি ঘরে বসেই এই সব কোর্স গুলি করতে পারেন।

প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোর্স গুলি সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ তৈরী করে থাকেন তাই এর মানের সাথে আপোসের কোনো কারণ নেই।

তাই বাস্তবিক ভাবেই এই রকম যদি প্রয়োজনীয় কিছু কোর্স আপনার কাছে থাকে আপনি চাকরি ক্ষেত্রে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন এটা আর বলার অপেক্ষা রাখে না।

এখানে বলা ভালো বেশীরভাগ কোর্স গুলি নিচের কয়েকটি মূল বিষয়ে হয়ে থাকে :

  • মার্কেটিং
  • সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি
  • ডিসাইন /ফোটোগ্রাফি
  • ডাটা সাইন্স
  • অন্যান্য

তাই যারা উপরের বিষয়গুলির উপর আগ্রহী তাদের জন্য সুযোগের কোনো কমতি নেই।

তো আসুন এবার শুরু করা যাক।

ফ্রি অনলাইন কোর্স উইথ সার্টিফিকেট

১. হার্ভার্ড ইউনিভার্সিটি এর CS50 কোর্স

যদি আপনার আগ্রহ কম্পিউটার সাইন্স এর প্রতি থাকে তবে হার্ভার্ড ইউনিভার্সিটি এর CS50 কোর্স আপনার জন্য বেশ ভালো।কোর্সটি মূলত নতুনদের কথা মাথায় রেখে করা যেখানে আপনি কম্পিউটার সাইন্স এর গোড়ার বিষয় গুলি সম্পর্কে জানতে পারবেন।

CS50 কোর্স এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • ডাটা স্ট্রাকচার,কম্পিউটার এলগোরিদম
  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ( C, Python, SQL, JavaScript, CSS, HTML)
  • অবস্ট্রাক্শন ,এনক্যাপ্সুলেশন ,সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ,ওয়েব ডেভেলপমেন্ট ,লজিকাল থিংকিং

CS50 কোর্স এর বিশেষত্ব :

  • কোর্সটি সম্পূর্ণ আপনি নিজের হিসেবে করতে পারেন নিজের সময় মতো
  • ভিডিও এসাইনমেন্ট
  • কুইজ ,কোর্স ফিডব্যাক
  • প্রিন্ট যোগ্য সার্টিফিকেট
  • কোর্সটি কেবল সম্পূর্ণ ইংরেজি ভাষাতে উপলব্ধ

CS50 কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?

CS50 কোর্সটি করতে আপনার লাগবে মাত্র ১২ সপ্তাহ ,কোর্সটির তত্ত্বাবধায়ক edX.
কোর্সটি করতে পারেন এই লিংক এ গিয়ে .

২. The Complete iOS 10 Developer কোর্স

যারা iOS ডেভেলপার হতে চান তাদের জন্য এই কোর্সটি দারুন উপযোগী। এখানে আপনারা iOS APP তৈরী করতে শিখবেন Swift 3 ,প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যাবহার করে।

এই কোর্স টি আপনাকে শুধু একজন সফল ডেভেলপার হতেই শেখায় না এর সাথে আপনাকে শেখায় কি ভাবে একটি সফল স্টার্টআপ থেকে ভালো মানের কোম্পানি আপনি তৈরী করতে পারবেন যা প্রফেশনাল থেকে শুরু করে ফ্রীলান্সার সবার কাছেই দারুন কাজের বিষয়।

The Complete iOS 10 Developer কোর্স এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • iOS apps ডেভেলপমেন্ট
  • Swift 3 ,প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  • GPS ম্যাপ তৈরী
  • transcription apps, calculator apps, and converter apps তৈরী
  • JSON apps তৈরী , অ্যানিমেশন তৈরী

The Complete iOS 10 Developer কোর্স এর বিশেষত্ব :

  • ইন্সট্রাক্টর এর সাথে ডাইরেক্ট ম্যাসেজ
  • প্রশ্ন-উত্তর বিভাগ
  • ভিডিও টিউটোরিয়াল
  • অনলাইন সার্টিফিকেট

The Complete iOS 10 Developer কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?

কোর্সটি করতে আপনার সময় লাগবে প্রায় ৪৬ ঘন্টা ,এটির প্রোভাইডার Udemy আর আপনি করতে পারবেন এই লিংক থেকে .

৩. Google IT Automation with Python Professional Certificate কোর্স

Google IT Automation কোর্সটি মূলত প্রোগ্রামিং প্রফেশনালদের কথা মাথায় রেখে তৈরী। বর্তমানে পাইথন(Python) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রগ্রামিং ল্যাংগুয়েজ যেটি ডাটা এনালাইসিস থেকে শুরু করে ডাটা সাইন্স,ডিজিটাল মার্কেটিং সব ক্ষেত্রেই ব্যাবহার হচ্ছে।

এই কোর্স টি তে মূলত পাইথন(Python) এর উপর ভিত্তি করে যে সব দৈনিক অটোমেশন এর কাজ হয় সেগুলির উপর করানো হয়ে থাকে। এছাড়া পাইথন,ক্লাউড কম্পিউটিং এর কিছু বিষয় এখানে শেখানো হয়ে থাকে। জুনিয়র সিস্টেম এডমিনিস্ট্রেটর এ IT সাপোর্ট স্পেশালিস্ট হিসাবে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য এটি বেশ ভালো একটি কোর্স।

 

Google IT Automation কোর্স এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • পাইথন স্ক্রিপ্ট ও অটোমেশন
  • Git ও GitHub ব্যাবহার করে ভার্সন কন্ট্রোল
  • ভার্চুয়াল কম্পিউটিং ও ক্লাউড কম্পিউটিং

Google IT Automation কোর্স এর বিশেষত্ব :

  • কোর্সটি ১০০% অনলাইন
  • ভিডিও টিউটোরিয়াল
  • প্রোগ্রামিং এসাইনমেন্ট ও ফিডব্যাক
  • কুইজ ও নানা সমস্যা সমাধান

Google IT Automation কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?


কোর্সটি করতে মোটামুটি লাগে ৮ মাস , কোর্স প্রোভাইডার হলো Coursera.কোর্সটি করতে পারবেন লিংক থেকে

আরো পড়ুন :১২ টি দারুন অনলাইন ফটোগ্রাফি কোর্স

৪. The Science of Well-Being কোর্স

এটি একটি অন্যরকম কোর্স।আপনি জীবনে কি ভাবে সুখী হবেন তারই নানা খুঁটিনাটি বিষয় নিয়ে এই কোর্স।এটি মূলত মোটিভেশনাল একটি কোর্স বলতে পারেন। মনোবিজ্ঞান নিয়ে উৎসাহী হলে এটি আপনার ভালো লাগবে।

The Science of Well-Being কোর্স এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • কিভাবে খুশি থাকবেন
  • নিজের ও পরের ব্যাবহার এর পরিবর্তন কি ভাবে হয়
  • নিজের খুশি থাকা নিয়ে নানান টিপস আর ভুল ধারণার বিশ্লেষণ আর তার প্রয়োগ

The Science of Well-Being কোর্স এর বিশেষত্ব :

  •  
  • কোর্সটি ১০০% অনলাইন
  • ভিডিও টিউটোরিয়াল
  • কুইজ ও প্রোগ্রামিং এসাইনমেন্ট

The Science of Well-Being কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?

কোর্সটি সম্পূর্ণ করতে লাগবে ১৯ ঘন্টা। কোর্সটি পরিচালনাতে আছে Coursera.আপনি এই লিংক থেকে কোর্সটি করতে পারেন।

 

৫. IBM Data Science প্রফেশনাল সার্টিফিকেট

ডাটা সাইন্স আর ডাটা এনালিটিক্স নিয়ে উৎসাহী হলে আপনার জন্য IBM Data Science কোর্সটি বেশ ভালো।বর্তমানে ডাটা এনালিটিক্স,ডাটা সাইন্স আর মেশিন লার্নিং এর চাহিদা তুঙ্গে। তাই এই কোর্স আপনার জন্য সোনায় সোহাগ হতে পারে। কোর্সটিতে নানা ওপেনসোর্স টুলস ,SQL, data visualization, predictive modeling, and machine learning algorithms সম্পর্কে ভালো করে শেখানো হয়..

IBM Data Science প্রফেশনাল সার্টিফিকেট কোর্স এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • Data Science কি?
  • Data Science মেথডোলজি
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও পাইথন

IBM Data Science প্রফেশনাল সার্টিফিকেট কোর্স এর বিশেষত্ব :

  • কোর্সটি ১০০% অনলাইন
  • ভিডিও টিউটোরিয়াল ও টেক্সট কনটেন্ট
  • কুইজ ও প্রোগ্রামিং এসাইনমেন্ট
  • কোর্সটি ইংলিশ,রাশিয়ান,ফরাসি ভাষায় উপলব্ধ

IBM Data Science প্রফেশনাল সার্টিফিকেট কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?
কোর্সটি করতে লাগবে ১০ মাস। কোর্স প্রোভাইডার Coursera.কোর্স লিংক

৬. মেশিন লার্নিং কোর্স

মেশিন লার্নিং কোর্স আপনাকে শেখাবে ডাটা মাইনিং ,স্টাটিস্টিক্যাল এনালাইসিস ও প্যাটার্ন। এই কোর্স র শেখা বিষয় গুলি আপনি পরে নানা বাস্তবিক সমস্যা ও রোবোটিক্স ,মেডিকেল সাইন্স ও নানা ডাটাবেস এর জন্য ব্যাবহার করতে পারবেন।

মেশিন লার্নিং কোর্স এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • লিনিয়ার রিগ্রেশন
  • মেশিন লার্নিং এর কনসেপ্ট
  • ডাটা মাইনিং,ডাটা এনালাইসিস
  • পাইথন এর প্রয়োগ
  • নিউরাল নেটওয়ার্ক

মেশিন লার্নিং কোর্স এর বিশেষত্ব :

  • ভিডিও টিউটোরিয়াল ও টেক্সট কনটেন্ট
  • গ্রেড ভিত্তিক কুইজ ও প্রোগ্রামিং এসাইনমেন্ট
  • কোর্সটি ১০০% অনলাইন

মেশিন লার্নিং কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?
মেশিন লার্নিং কোর্সটি করতে লাগবে ৬০ ঘন্টা । কোর্স প্রোভাইডার Coursera.কোর্স লিংক

৭. Python for Everybody Specialization কোর্স

Python সম্পর্কে যারা অনেক আগ্রহী তাদের জন্য আদর্শ এটি। Python কি,কেন Python এতো বেশি জনপ্রিয়,নানা প্রাকটিক্যাল প্রজেক্ট ,প্রোগ্রাম সম্পর্কে এখানে বিশদে শিখতে পারেন।

.Python for Everybody Specialization এর মূল বিষয় যেগুলো আপনি শিখবেন :

  • Python ইনস্টল ও তাতে প্রোগ্রাম লেখা
  • Python programming এর বেসিক
  • ভ্যারিয়েবল এর ব্যাবহার
  • function ও loop এর ব্যাবহার

Python for Everybody Specialization কোর্স এর বিশেষত্ব :

  • ১০০% প্রাকটিক্যাল ,হাতে কলমে পাইথন শিক্ষা
  • গ্রেড ভিত্তিক কুইজ ও প্রোগ্রামিং এসাইনমেন্ট
  • কোর্সটি ইংলিশ, আরবি , চীনা , জার্মান , ফরাসি , রুশ ভাষাতে উপলব্ধ

Python for Everybody Specialization কোর্স করতে কত সময় লাগবে? কোথায় করবেন ?

কোর্স করতে সময় লাগে ৮ মাস। কোর্স করায় Coursera.কোর্স লিংক

৮. গুগল এর Fundamentals of digital marketing কোর্স

আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহী হন তবে গুগল এর Fundamentals of digital marketing কোর্স জন্য আদর্শ। কোর্স টি গুগল এর দ্বারা তৈরি ও ডিজিটাল মার্কেটিং এর জন্য হাতেকলমে অসাধারণ বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত কাছে। কোর্সটি ১০০% অনলাইন ও ২৬টি মডিউলে এ বিভক্ত।

আমার ব্যাক্তিগত অভিজ্ঞত্ত্বা থেকে বলতে পারি এই কোর্সটির প্রতি মডিউলে বেশ গুরুত্বপূর্ণ।আপনার ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি কি কবে ,সার্চ,ডিসপ্লে এড ,অর্গানিক সার্চ,এনালিটিক্স ,লোকাল SEO,সোশ্যাল মিডিয়া,মোবাইল SEO,YouTube ads থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর প্রায় সবকিছুই কোর্স এ বলা আছে।

কোর্স টি প্রায় ৪০ ঘন্টার। প্রতি মডিউলে এর শেষ এ কুইজ হিসাবে কিছু প্রশ্ন উত্তর তাকে যেগুলো ঠিক ভাবে জবাব দিলে পরবর্তী মডিউলে এ যাবার ছাড়পত্র মিলবে।

শেষ এ ৪০ টি প্রশ্নের একটি ফাইনাল এসেসমেন্ট আসে যেটি সঠিক ভাবে উত্তর করতে পারলে আমি পাস করে যাবেন আর ফ্রি তে গুগল এর Fundamentals of digital marketing কোর্স এর সার্টিফিকেটে ডাউনলোড করতে পারবেন। কোর্স লিংক

৯. Become an Android Developer from Scratch কোর্স

আজকাল এন্ড্রোইড মোবাইল অনেক জনপ্রিয়। statcounter.com এর হিসাব অনুযায়ী মে ২০২১ সালের হিসাব অনুযায়ী প্যার ৭২% মোবাইল মার্কেট এন্ড্রোইড এর দখল এ তাই পাল্লা দিয়ে বাড়ছে এন্ড্রোইড ডেভেলপার এর চাহিদা। এই সব মাথায় রেখে তাই Udemy এর Android Developer from Scratch কোর্স বেশ ভালো। কোর্সটি তে এন্ড্রোইড app ডেভেলপমেন্ট এর সব কিছু শেখানো হয়। এর সাথে ইন্টারভিউ প্রিপারেশন বা প্রস্তুতি করিয়ে থাকে। কোর্স লিংক

১০. ডিপ্লোমা ওয়েব design

যদি আপনি ফ্রি তে ওয়েব ডিসাইন কোর্স করতে চান তবে Alison এর এই কোর্স আপনার জন্য। এই কোর্স এর মধ্যে আপনি ওয়েব design এর যাবতীয় বিষয় যেমন HTML ,CSS ,Adobe Dreamweaver CS ভারশন ৩ ,ফন্ট স্টাইল,ব্যাকগ্রাউন্ড স্টাইল, ওয়েব ইতর সম্পর্কে জানতে পারবেন। কোর্স লিংক

শেষ কথা :আশা করি ফ্রি অনলাইন সার্টিফিকেট কোর্স পোস্ট আপনার ভালো লাগলো। আপনি যদি এরকম কিছু কোর্স এর কথা জানেন তো নিচের কমেন্ট বাক্স এ জানাতে ভুলবেন না। এছাড়া পোস্ট ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। ধন্যবাদ।

শুভ্রজ্যোতি ঘোষ

About শুভ্রজ্যোতি ঘোষ

শুভ্রজ্যোতি ঘোষ একজন স্টুডেন্ট এবং টেক লাভার। গণিতে সে বি. এস. সি স্নাতক। পড়াশোনা ছাড়াও বাংলা কবিতা,গান শুনতে সে ভালোবাসে। তাছাড়াও ব্লগ লিখতে সে ভালোবাসে বিশেষত বাংলাতে।

View all posts by শুভ্রজ্যোতি ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।