কি ভাবে করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন (Pradhan Mantri Awas Yojana (PMAY) ঘরে বসেই

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন (Pradhan Mantri Awas Yojana (PMAY) ঘরে বসেই

Last Updated on: 5th সেপ্টেম্বর 2021, 04:01 অপরাহ্ন

হ্যালো বন্ধুরা আজকের পোস্ট এ আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন (Pradhan Mantri Awas Yojana (PMAY)সম্পর্কে বিশদে জানবো। প্রধানমন্ত্রী আবাস যোজনা মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর দ্বারা চালু করা একটি পরিকল্পনা যেটি প্রত্যেক ভারতবাসীর সুলভে বাসস্থান পাবার জন্য তৈরী। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম চালু হয় ২০১৫ সালে ও যেটি পর্যায়ক্রমে সারা দেশে কাজ করবে।

বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ভর্তুকি হোম লোন  প্রকল্পটি তে যোগদান করার  শেষ তারিখ হলো ৩১শে মার্চ ২০২২।

তো র দেরি না করে জেনে নিন কি ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা তে অনলাইন এপ্লিকেশন করবেন।

(Pradhan Mantri Awas Yojana প্রধানমন্ত্রী আবাস যোজনা লোন(PMAY) ৫সহজ ধাপে এপ্লিকেশন

ধাপ ১. প্রথমে আপনাকে যেতে হবে pmaymis.gov.in ওয়েবসাইট এ.

ধাপ ২. এর পর আপনাকে  ‘Citizen Assessment’ ক্লিক করতে হবে  ,এর পর আপনার সঠিক প্রয়োজন মতো  “In-situ slum redevelopment” বা  “affordable housing in partnership ”.বেছে নিতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন
প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন

ধাপ ৩: এর পরে আপনাকে আপনার আধার কার্ড এর নম্বর,নাম  দিতে হবে।

আধার কার্ড এর নম্বর,নাম  দিতে হবে

ধাপ ৪: এর পরে আপনার কাছে একটি এপ্লিকেশন ফর্ম খুলে যাবে যেখানে আপনার যাবতীয় তথ্য সঠিক ভাবে পূরণ করে দিতে হবে ।

ধাপ ৫: এর পরে আপনাকে সঠিক ক্যাপচা দিলে ফরমটি সাবমিট করে দিতে হবে  ।

এর পর আপনি সাবমিট করা ফর্মটির প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারেন।

এর পর চলুন দেখে নিয়ে আপনার ফর্ম ফিলাপ করার পর আপনার লোন এপ্লিকেশন টি কোন পর্যায়ে আছে তা আপনি ঘরে বসেই কিভাবে জানবেন।

এর জন্য আপনাকে নিচের স্টেপ গুলি করতে হবে।

স্টেপ ১:আপনাকে আবার যেতে হবে  pmaymis.gov.in ওয়েবসাইট এ..

স্টেপ ২:আপনাকে  http://pmaymis.gov.in/Track_Application_Status.aspx লিংক এ ক্লিক করতে হবে অথবা আপনি pmaymis.gov.in  ওয়েবসাইট এ ‘Track Your Assessment Status’ অপসন এ ক্লিক করেও এখানে আসতে পারেন। এখানে আপনি দুইটি বিকল্প পাবেন,By Name, Father’s Name & Mobile No’ and ‘By Assessment ID’.আপনি যেকোনো একটি বাছতে পারেন।

আপনার  প্রধানমন্ত্রী আবাস যোজনা লোন এপ্লিকেশন টি কোন পর্যায়ে আছে
আপনার  প্রধানমন্ত্রী আবাস যোজনা লোন এপ্লিকেশন টি কোন পর্যায়ে আছে

স্টেপ ৩:এর পর আপনাকে আপনার Assessment id বা মোবাইল নম্বর,বাবা বা মার  নাম দিয়ে আপনার সব তথ্য যেমন জেলা,রাজ্য সব দিয়ে সাবমিট করে দিতে হবে ও তারপর আপনি জেনে যাবেন আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা কোন পর্যায়ে আছে।

এবার জেনে নি কি কি ডকুমেন্ট লাগবে  প্রধানমন্ত্রী আবাস যোজনা তে এপ্লিকেশন করার জন্য।

১. আধার  কার্ড (এত ছাড়া এপ্লিকেশন করা যাবে না )
২. প্যান কার্ড ,ভোটার কার্ড ,ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট  লাগবে আইডেন্টিটি বা পরিচয় পত্র হিসাবে.
৩. Economically Weaker Section certificate লাগবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া গ্রুপ এর জন্য।
৪. IT রিটার্ন সার্টিফিকেট
৫.প্রপার্টি ভালুয়েশন সার্টিফিকেট
৬. ব্যাঙ্ক ডিটেলস
৭. আপনার যে কোনো পাকা বাড়ি নেই তার সার্টিফিকেট বা প্রমান

আরো বিশদে আপনি জেনে নিতে পারেন এই বিষয়ে pmaymis.gov.in লিংক এ গিয়ে।

এবার আসুন একনজরে নিচের টেবিল এ দেখে নি  প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন (Pradhan Mantri Awas Yojana (PMAY) তে কোন স্কিম এ কত লোন পাবেন,তার ভর্তুকি ,মেয়াদ।

EWSLIGMIG IMIG II
PMAY ইনকাম সীমা৩ লক্ষ পর্যন্ত৩-৬ লক্ষ পর্যন্ত৬ -১২ লক্ষ পর্যন্ত১২-১৮ লক্ষ পর্যন্ত
সর্বাধিক লোন সীমা৬ লক্ষ৬ লক্ষ৯ লক্ষ১২ লক্ষ
ভর্তুকির পরিমান৬.৫%৬.৫%৪%৩%
কার্পেট এরিয়া৩০ sq. m.৬০ sq. m.১৬০ sq. m.২০০ sq. m.
(Pradhan Mantri Awas Yojana (PMAY) তে কোন স্কিম এ কত লোন পাবেন,তার ভর্তুকি ,মেয়াদ)

শেষ কথা : আশা করি আপনাদের পোস্ট ভালো লাগলো।PMAY সম্পকে আরো জানতে হলে কমেন্ট করুন আর পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না।

আরো পড়ুন :রেশন কার্ড আধার লিঙ্ক কিভাবে করবেন অনলাইন এ বাড়ি বসেই

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

2 Comments on “কি ভাবে করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন (Pradhan Mantri Awas Yojana (PMAY) ঘরে বসেই”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।