WBSEDCL ইলেকট্রিক বিল পেমেন্ট অনলাইন কিভাবে করবেন ৫ মিনিট এ

WBSEDCL ইলেকট্রিক বিল পেমেন্ট অনলাইন

Last Updated on: 20th জুন 2021, 04:34 অপরাহ্ন

ইলেকট্রিক বিল পেমেন্ট:হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে WBSEDCLএর অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট পদ্বতি সম্পর্কে আলোচনা করবো।

ইলেকট্রিক বা বিদ্যুৎ সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পরিষেবা। তাই আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য প্রতিবার লম্বা লাইন এ দাঁড়াতে হয়।

WBSEDCL(West Bengal State Electricity Board) বা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এর অন্তর্গত পরিষেবা প্রাপ্ত মানুষ প্রায় ২.০৩ কোটি মানুষ সারা পশ্চিমবঙ্গে।

কিন্তু এই বিপুল চাহিদার তুলনাতে WBSEDCL এর কাস্টমার কেয়ার সেন্টার এর সংখ্যা মাত্র ৫৩৪টি। এতো সংখ্যক মানুষের জন্য এটি কম তো বটেই।

কিন্তু এর সহজ সমাধান হলো অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট। আজ WBSEDCL এর অনলাইন বিদ্যুৎ বিল আপনারা ঘরে বসেই কি ভাবে পেমেন্ট করবেন তা জেনে নিন।

আপনারা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই মাত্র ৫ মিনিটেই (WBSEDCL quick pay bill) ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন।

তো আসুন শুরু করি।

স্টেপ ১. প্রথমে গুগল এ যান। সার্চ করুন “online bill payment wbsedcl”


স্টেপ ২. সার্চ রেজাল্ট এ আসা এই লিংক টি কে ক্লিক করুন https://portal.wbsedcl.in/webdynpro/resources/wbsedcl/qonpay/OnlineBillPay#


স্টেপ ৩. এবার আপনি একটি ওয়েবপেজ দেখতে পাবেন যেখানে আপনাকে আপনার Consumer id দিতে হবে। তার সাথে আপনাকে একটি ক্যাপচা দিতে হবে।

wbsedcl quick pay bill


স্টেপ ৪. এর পর আপনার যদি বিল বাকি থাকে আপনি view unpaid bill অপশন এ গিয়ে তা জানতে পারবেন। এরপর আপনি আপনার পছন্দমতো Paytm বা নেটব্যাংকিং এর সাহায্য সহজেই বিল পেমেন্ট করে নিতে পারবেন।

মনে রাখবেন আপনি ইচ্ছা করলে মাসিক ভিত্তিতে বা ৩ মাস এর বিল ও একসাথে দিতে পারবেন।


স্টেপ ৫. বিল পেমেন্ট হবার সাথে সাথে আপনি WBSEDCL(West Bengal State Electricity Board) এর তরফ থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট এর রশিদ পেয়ে যাবেন যা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

ব্যাস এবার আপনার কাজ শেষ। তাহলে দেখলেন তো কি সহজেই আপনি বিদ্যুৎ বিল জামা দিতে পারলেন।

এছাড়া আপনারা Vidyut Sahayogi App এর মাধ্যমেও অনলাইন বিল জামা দিতে পারবেন।সে জন্য আপনাকে এটি Google Play store থেকে ডাউনলোড করে নিতে হবে।

Vidyut Sahayogi App ডাউনলোড লিংক:

https://play.google.com/store/apps/details?id=in.wbsedcl.sahayogi&hl=en_IN&gl=US

Vidyut Sahayogi App ডাউনলোড করুন


এর দ্বারা আপনারা নতুন এপ্লিকেশন,অভিযোগ সব কিছু করতে পারবেন।

এসব ছাড়াও আপনারা চাইলে জনপ্রিয় মোবাইল ওয়ালেট Airtel Money,Vodafone M-pesa,Paytm,PhonePe এর মাধ্যমেও ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন।

WBSEDCLঅনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট এর সুবিধা :

অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট এর কিছু সুবিধা সম্পর্কে এবার আসুন আলোচনা করে নি। অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট এর মূল সুবিধা দুটি।

অনলাইন ইলেকট্রিক বিল পেমেন্ট এর প্রথম সুবিধা হলো আপনাকে লাইন এ দাঁড়াতে হবে না,ঘরে বসেই আপনি আপনার সময়মতো বিল জামা দিতে পারবেন।এই করোনা অতিমারী এর সময় যেটি আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেছে।

তাছাড়া আপনারা অনলাইন e-payment facility (net banking, debit card, credit card, UPI ) ব্যাবহার করলে ১% ছাড় পাবেন বিল পেমেন্ট এর উপর

আরো পডুন :আধার কার্ড সংশোধন কোথায় হয়?জেনে নিন অনলাইন

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।