হ্যাশট্যাগ কি,হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম,হ্যাশট্যাগ এর উপকারিতা কি ?

হ্যাশট্যাগ

Last Updated on: 24th এপ্রিল 2022, 06:18 পূর্বাহ্ন

হ্যালো বন্ধুরা আজ এই পোস্ট এ আমরা হ্যাশট্যাগ কি,হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম সেই সম্পর্কে বিশদে আলোচনা করবো।

  হ্যাশট্যাগ কি ?

হ্যাশট্যাগ হলো মূলত হলো  একপ্রকার মেটাডাটা যেটিকে # চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। হ্যাশট্যাগ আসলে নানারকম মাইক্রোব্লগ্গিং প্লাটফর্ম যেমন টুইটার,টাম্বলার এ অনেক ব্যাবহৃত হয়। এছাড়া নানারকম সোশাল মিডিয়া প্লাটফর্ম যেমন ফেইসবুক ,YouTube এ প্রচুর ব্যাবহার হচ্ছে।


তবে ইনস্টাগ্রাম আসার পর আসল হ্যাশট্যাগ তার জনপ্রিয়তার শিখরে এসেছে।

হ্যাশট্যাগ কে আসলে কীওয়ার্ড এর বিকল্প বা সমতুল্য মনে করা যেতে পারে। একটি  হ্যাশট্যাগ একটি বিষয় কে আলাদা করে প্রকাশ করে.যেমন ইনস্টাগ্রাম এ যদি আপনি #bollywood হ্যাশট্যাগ এ সার্চ করেন তবে ইনস্টাগ্রাম আপনাকে বলিউড সম্পর্কে ইনস্টাগ্রাম এ পোস্ট করা জনপ্রিয়  সমস্ত বিষয় যেমন ছবি,ইনস্টাগ্রাম ভিডিও রীল একে একে দেখিয়ে দেবে। হ্যাশট্যাগ এ #সিম্বল এর পরে যেকোনো সংখ্যা ,আন্ডারস্কোর ,লেটার বসতে পারে।

হ্যাশট্যাগ এর ইতিহাস :

হ্যাশট্যাগ এর একটি চমকপ্রদ ইতিহাস আছে। হ্যাশট্যাগ তথ্য প্রযুক্তি এর দুনিয়াতে ১৯৭০ এর দশক থেকেই ব্যাবহার করা হচ্ছে। বিশেষ করে Brian Kernighan আর  Dennis Ritchie এটি C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ ব্যাবহার করতেন।  তবে  ২০০৭ সালে সর্বপ্রথম মার্কিন ব্লগার Chris Messina একটি টুইট এ হ্যাশট্যাগ এর কথা বলেন।

Chris তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। ওই সময়েই তিনি ডিসেন্ট্রালাইজেড ইন্টারনেট এর কথা বলেছিলেন যা এখন ওয়েব ৩.০ বলে অনেকে জানেন।  কিন্তু ওই সময় বিখ্যাত ওয়ালস্ট্রিট জার্নাল এই হ্যাশট্যাগ এর বিষয়টি নেহাতই বালখিল্য বলে মনে  করেছিল আর বলেছিলো হ্যাশট্যাগ এর তেমন কোনো ভবিষৎ নেই..

Chris Messina এর প্রথম হ্যাশট্যাগ করা টুইট টি ছিল :

How do you feel about using # (pound) for groups. As in #barcamp [msg]?

— Chris Messina, (“factoryjoe”), August 23, 2007[3]

কিন্তু পৃথিবীতে অনেক কিছুই আগে থেকে অনুমান করা যায় না। ওয়ালস্ট্রিট এর ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমান করে আজ হ্যাশট্যাগ সোশাল মিডিয়া এর জগতে আলোড়ন তৈরী করেছে। এমনকি অক্সফোর্ড ডিকশেনারী তে আজ হ্যাশট্যাগ একটি নিজস্ব শব্দ বলে মর্যাদা পেয়েছে।

হ্যাশট্যাগ এর জনপ্রিয়তার পথ খুব মসৃন ছিল না। তবে ২০০৭ সালে সানদিয়েগো যে দাবানল ছড়িয়ে পড়েছিল সেখান থেকেই হ্যাশট্যাগ তার আসল জমপ্রিয়তা লাভ করে. মানুষ বুঝতে পারে এই হ্যাশট্যাগ কি করে আসল সময়ে কাজ করে। এর পর নানা সময়ে নানা ক্ষেত্রে তা সে কোনো জনপ্রিয় অনুষ্ঠান হোক কিংবা কোনো রাজনৈতিক ,সামাজিক প্রতিবাদ (হ্যাশট্যাগ প্রতিবাদ)হোক হ্যাশট্যাগ নানা সময়ে খুবই কার্যকরী হয়ে ওঠে।

হ্যাশট্যাগ এই জনপ্রিয়তার কারণে টুইটার ২০০৯ থেকে সমস্ত হ্যাশট্যাগকে  হাইপারলিংক করতে শুরু করে। তারপর ২০১০ থেকে টুইটার তার ফ্রন্ট পেজ এ ট্রেন্ডিং টপিক এ জনপ্রিয় হ্যাশট্যাগ গুলি  দেখাতে  শুরু করে।

এর পর আর হ্যাশট্যাগ এর পিছনে তাকায়নি।

টুইটার এর পর YouTube আর Gawkner মিডিয়া হ্যাশট্যাগ ব্যাবহার শুরু করে। এর পর গুগল তার রিয়েল টাইম সার্চ এ হ্যাশট্যাগ এর ব্যাবহার শুরু করে।

ইনস্টাগ্রাম-হ্যাশট্যাগ কি ?

ইনস্টাগ্রাম-হ্যাশট্যাগ হলো ইনস্টাগ্রাম এ ব্যাবহৃত হ্যাশট্যাগ তা কোনো বিষয় বা টপিক কে সূচিত করে. ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য এই হ্যাশট্যাগ খুবই জরুরি। ইনস্টাগ্রাম-হ্যাশট্যাগ গুলি ক্লিক কোরকে ওই হ্যাশট্যাগ বিষয়ক সমস্ত ট্যাগ করা পোস্ট আপনি দেখতে পারবেন।

ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ অডিয়েন্স তরীর জন্য অনেক কার্যকরী। আপনি যদি কোনো হ্যাশট্যাগ আপনার পোস্ট বা স্টোরি তে ব্যাবহার করেন তবে আপনার পোস্ট যে ওই হ্যাশট্যাগ ফলো করছে তাদের কাছে নিউজফীড এ পৌঁছে যেতে পারে  .আপনিও ওই রকম ভাবে জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যাবহার করতে পারেন। ইনস্টাগ্রাম এর জন্য ২০টি হ্যাশট্যাগ ব্যাবহার করা উচিত একটি স্টোরি বা পোস্ট এ।  যদিও ইনস্টাগ্রাম এ একসাথে ৩০টি হ্যাশট্যাগ ব্যাবহার করা যেতে পারে।

ইনস্টাগ্রাম এর হ্যাশট্যাগ এর প্রকার

ইনস্টাগ্রাম এ মোট নয় রকম হ্যাশট্যাগ ব্যাবহার করা হয়। নিচে এর সম্পর্কে বিশদে বলা হলো

১.প্রোডাক্ট হ্যাশট্যাগ

প্রোডাক্ট হ্যাশট্যাগ মূলত ইনস্টাগ্রাম এ ব্যাবহার করা একটি খুব প্রচলিত হ্যাশট্যাগ। কোনো প্রোডাক্ট বা সার্ভিস পরিষেবা বোঝাতে এটি ব্যাবহার করা হয় যেমন #toy #cake #bag ইত্যাদি।

২.নিচ হ্যাশট্যাগ

নিচ হ্যাশট্যাগ মূলত কোনো ইন্ডাস্ট্রি বা বিষয় সম্পর্কে নির্দিষ্ট বিষয় বোঝাতে ব্যাবহার করা হয় যেমন #techblogger #travelmaniac  ইত্যাদি।

৩.কমিউনিটি হ্যাশট্যাগ

ইনস্টাগ্রাম এ অনেক কমিউনিটি বা দল গোষ্ঠী তাকে যাদের চিন্তাধারা একই বিষয় এর উপর কেন্দ্রীভূত থাকে।ঠিক অনেকটা অনলাইন ফোরাম এর মতোই এটি কাজ করে। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে এই কমিউনিটি হ্যাশট্যাগ গুলি নির্দেশ করে। উদহারণ হিসাবে #gardenersofinstagram or #craftersofinstgram এই হ্যাশট্যাগ গুলি অনেকে ইন্ডাস্ট্রি হ্যাশট্যাগ ও বলে থাকেন।

৪.ইভেন্ট হ্যাশট্যাগ

কোনো একটি নির্দিষ্ট দিনের বিশেষ সময় কে চিহ্নিত করতে এই ইভেন্ট হ্যাশট্যাগ এর জুড়ি মেলা ভার। ব্ল্যাক ফ্রাইডে ,সাইবার মনডে এই প্রকার হ্যাশট্যাগ এর ভালো উদহারণ।

৫.লোকেশন হ্যাশট্যাগ

লোকাল মার্কেটিং এর জন্য এই লোকেশন হ্যাশট্যাগ বিশেষ ভাবে ব্যাবহার করা হয়.জিও ট্যাগ করা থাকলেও এই লোকেশন থাকলে বেশ ভালো লোকাল ট্রাফিক ইনস্টাগ্রাম থেকে পাওয়া যায়। কিছু লোকেশন ইনস্টাগ্রাম ট্যাগ এর উদহারণ হলো #vancouvercraftbeer

৬.ডেইলি হ্যাশট্যাগ

ডেইলি হ্যাশট্যাগ হলো এমন সব হ্যাশট্যাগ যা আমরা  প্রতিদিন ব্যাবহার করি নানা কাজে। যেমন #MondayBlues ,#SundayFunday

৭.ইমোজি হ্যাশট্যাগ

অনেকে ইমোজি হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম এ ব্যাবহার করেন।

সবচেয়ে বেশি ব্যবহৃত হ্যাশট্যাগ কোনগুলি ?

ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহৃত হ্যাশট্যাগ

এবার আসি সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগ কোনগুলি। ইনস্টাগ্রাম এ ২০২১ সালে সবচেয়ে জনপ্রিয় পাঁচটি হলো :

#love ১.৮৩ বিলিয়ন
#instagood  ১.১৪ বিলিয়ন
#fashion  ৮১২ মিলিয়ন
#photooftheday ৭৯৭ মিলিয়ন
#beautiful  ৬৬১ মিলিয়ন

ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম

ইনস্টাগ্রাম এ সাধারণ পোস্ট এ ৩০টি আর ইনস্টাগ্রাম স্টোরি হলে ২০ টি হ্যাশট্যাগ সর্বাধিক ব্যাবহার করা যেতে পারে। তবে উভয় ক্ষেত্রেই হ্যাশট্যাগ এর সংখ্যা ১০ এর মধ্যে রাখা ভালো। নইলে ইনস্টাগ্রাম পোস্ট শুধুমাত্র হ্যাশট্যাগ প্রধান হয়ে যাবে আর স্প্যাম হতে সময় লাগবে না.তাই একটি রিসার্চ আর প্রতিযোগী পোস্ট এর হ্যাশট্যাগগুলি একটি বিশ্লেষণ করে নিজের হ্যাশট্যাগ ব্যাবহার করা উচিত।

 ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এ ট্রেন্ডিং হ্যাশট্যাগ পাবেন কি করে ?

ইনস্টাগ্রাম এ হ্যাশট্যাগ এর গুরুত্ব প্রায় কীওয়ার্ড এর মতো তাই সঠি করে সার্চ করে হ্যাশট্যাগ ব্যাবহার না করলে ইনস্টাগ্রাম এর পোস্ট বা স্টোরি এর জনপ্রিয় হয় কিন্তু বেশ চাপের। তাই এর জন্য আপনাকে ইনস্টাগ্রাম এর সার্চ বাক্স এর সাজেশন বাক্স ব্যাবহার করতে হবে..দেখতে হবে আপনার বিষয়ে ইনস্টাগ্রাম এর সার্চ বাক্স ঠিক কি কি সাজেশন দিচ্ছে।

যেমন ধরা যাক যদি আমরা #fashion দিয়ে সার্চ করি তবে ইনস্টাগ্রাম আমাদের ৫-৬ টি জনপ্রিয় #fashion এর সম্পর্কিত কিছু হ্যাশট্যাগ সাজেশন  যেমন #fahiondesigner #fashionstyle যা আমরা আমাদের  পোস্ট বা ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যাবহার করতে পারি।

ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ
ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ

এছাড়া কিছু ভালো অনলাইন ইনস্টাগ্রাম এর হ্যাশট্যাগ জেনারেটার টুল আছে যেমন hashtagify ,Systrix জেউলি আমরা ব্যাবহার করে কোন হ্যাশট্যাগ এর ব্যাবহার করা যেতে পারে তা বিচার করতে পারি।এছাড়াও হ্যাশট্যাগ এর এনালিটিক্স এর বিষয়ে অনেক জানতে পারি।

ফেসবুকে হ্যাশট্যাগ কিভাবে করতে হয় ?

ইনস্টাগ্রাম এর মতো ফেইসবুক এও  হ্যাশট্যাগ অনেক জনপ্রিয়। ফেইসবুক এ হ্যাশট্যাগ কোনো কীওয়ার্ড বা টপিকে ক্লিক সক্ষম করে তোলে। হ্যাশট্যাগ এ কোনো স্পেশাল সিম্বল নি দিতেই ফেইসবুক বলে।

তবে কোনো সংখ্যা ব্যাবহার করা যেতে পারে। আপনার হ্যাশট্যাগ পোস্ট আপনি আপনার ফ্রেন্ডস বা যাদের সাথে শেয়ার করেছেন  তারা তাদের হ্যাশট্যাগ ফিড এ দেখতে পাবে। আপনার পোস্ট পাবলিক হলে যেকেউ ওই বিষয়ে সার্চ করলে তাদের নিউস ফিড এ দেখতে পাবে।

টুইটার এ হ্যাশট্যাগ ব্যাবহার কি ভাবে করতে হয় ?

টুইটার ও হ্যাশট্যাগ বেশ জনপ্রিয়। কোনো বিষয় বা কীওয়ার্ড এর আগে # লাগিয়ে ওটা হ্যাশট্যাগ এ রূপান্তরিত করা যেতে পারে। তবে টুইটার এ কোনো টুইট এ একসাথে ২ থেকে ৩ টের বেশি হ্যাশট্যাগ ব্যাবহার না করার পরপর্স টুইটার দিয়ে থাকে তবে এর কোনো নির্দিষ্ট লিমিট নেই। টুইটার এ অনেক সময় কোনো হ্যাশট্যাগ জনপ্রিয় হতে তাহলে তা টুইটার ট্রেন্ডিং টপিক হিসাবে দেখায় যা আগেই আলোচনা করেছি।

টুইটার হ্যাশট্যাগ
টুইটার হ্যাশট্যাগ

তাছাড়া Ritetag ক্রোম এক্সটেনশন ব্যাবহার করে নিমেষের মধ্যে টুইটার এ ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজে তা ব্যাবহার করা যেতে পারে।সত্যি টেকনোলজি আজ সব কাজ কত সহজ করে দিয়েছে।

Ritetag ক্রোম এক্সটেনশন
Ritetag ক্রোম এক্সটেনশন

 YouTube এ হ্যাশট্যাগ কি ভাবে ব্যাবহার করতে হয় ?

YouTube এ হ্যাশট্যাগ ও অনেক ব্যাবহার হচ্ছে আজকাল ভিডিও প্রোমোশন এর জন্য। YouTube এ হ্যাশট্যাগ মূলত তার টাইটেল,বা ডেসক্রিপশন এ দিতে পারেন।কোন হ্যাশট্যাগ ব্যাবহার করতে হবে তা জানার জন্য ওই বিষয়ের ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যাবহার করলে ভালো ফল মেলে।

এর জন্য Tubebuddy ক্রোম এক্সটেনশন বেশ কাজের। Tubebuddy  থেকে আপনি সহজেই কোনো ভিডিও এর হ্যাশট্যাগ সম্পকে জানতে পারবেন আর তা আপনার ভিডিও তে চাইলে ব্যাবহার করতে পারবেন। হ্যাশট্যাগ ব্যাবহার করলে YouTube এ কেউ যখন ওই টপিক বা হ্যাশট্যাগ এ কোনো ভিডিও খোকে তাদেরকাছে আপনার ভিডিও পৌঁছে যাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

YouTube এ হ্যাশট্যাগ
YouTube এ হ্যাশট্যাগ

অনেকের মনে প্রশ্ন থেকে থাকে হ্যাশট্যাগ কিভাবে কপি করতে হয় তার উত্তরে বলতে হয় আপনি Tubebuddy বা Keyword Everywhere ক্রোম এক্সটেনশন বাবহার করে সহজেই যেকোনো ভিডিও এর ব্যাবহার করা হ্যাশট্যাগ দেখতে আর কপি করতে পারেন চাইলে।

শেষ কথা :আশা করি আজকের পোস্ট এ হ্যাশট্যাগ কি এই  নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর এর কিছুটা হলে দিতে পারলাম।এই সম্পর্কে ওর কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আরো পড়ুন :মোবাইলে আবহাওয়ার খবর জানার ৫টি সেরা অ্যাপ

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।