ইউটিউব গো কি?

ইউটিউব গো কি

Last Updated on: 24th অক্টোবর 2020, 03:17 অপরাহ্ন

হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের এই পোস্টটিতে আমরা ইউটিউব গো সম্পর্কে আলোচনা করব।

ইউটিউব গো  কি?

ইউটিউব গো হলো ইউটিউব এর একটি লাইটওয়েট ভার্সন অ্যাপ যেটি অনেক কম গতির ইন্টারনেট সংযোগেও দারুন কাজ করে।

ইউটিউব গো বর্তমানের সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় হয়েছে। বিশেষত কম গতিসম্পন্ন ইন্টারনেট কানেকশন এ ইউটিউব গো খুবই কার্যকরী।

ইউটিউব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। ইউটিউবে প্রতিমাসে প্রায় ২ বিলিয়ন রেজিস্টার্ড ইউজার ব্যবহার করে থাকে।

কিন্তু আসল বিষয় হলো ভারতবর্ষ এবং এশিয়ান দেশগুলিতে ইউটিউব এর জনপ্রিয়তা দিন দিন যেমন বাড়ছে সেই তুলনায় ইন্টারনেট এর গতি কিন্তু তেমন বাড়েনি। ভারতবর্ষে যত মানুষ ভিডিও দেখেন তার প্রায় ৯৩% মানুষ ইউটিউবকে ভিডিও দেখার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করেন।

এর থেকে সহজেই বোঝা যায় ইউটিউব ভারতে কতটা জনপ্রিয় !

কিন্তু যেহেতু নেটের স্পিড অনেক জায়গাতেই কম থাকে নিজের মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ বা অফিসিয়াল ইউটিউব অ্যাপ এ ভিডিও দেখার জন্য অনেক সময়ই মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয় আর এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ইউটিউব তার একটি লাইট ভার্সন অ্যাপ বাজারে এনেছে ইউটিউব গো ।

যেমন আগেই বলা হয়েছে যে ইউটিউব গো অ্যাপ টি অনেক কম ইন্টারনেট স্পিড ও ভালবাস করে এবং আপনাকে সহজেই ভিডিও দেখতে সাহায্য করে।

বর্তমানে ইউটিউবে যে অফিশিয়াল অ্যাপ টি রয়েছে সেটি অনেক বেশি ইন্টারনেট স্পিড এর সংযোগ এর মাথায় রেখে তৈরী এবং তাই অনেক ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং করার জন্য নানা অসুবিধা এবং বাফারিং এর মতো বিষয় থাকে।

কিন্তু এই ইউটিউব গো অ্যাপটির সেই সমস্যা নেই। ইউটিউব গো অফলাইনে ভিডিও শেয়ারিং এর অপশন দেয়।

যেসব এন্ড্রয়েড মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড গো প্রোগ্রাম রয়েছে যেমন কিছু low end স্যামসাং মোবাইল গুলোতে এই সমস্ত গুগলের লাইটওয়েট অ্যাপ ভার্শন গুলি আগে থেকেই ইনস্টল করা থাকে।

আরো পড়ুন: সেরা ১০টি ইউটিউব ডাউনলোড অ্যাপ

তাই আপনার যদি কোন লো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ফোন থাকে সে ক্ষেত্রে আপনি দেখবেন আপনার মোবাইলের মধ্যে ইউটিউবগো অ্যাপটি আগে থেকেই ইনসেলবার্জ ইনস্টল করা হয়েছে।

এবার আসা যাক ইউটিউব গো সম্পর্কে কিছু তথ্য জেনে নি।

১. ইউটিউব গো শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লাটফর্ম এ উপলব্ধ :

এটাই সত্যি যে ইউটিউব গো এখনো পর্যন্ত শুধুমাত্র অ্যান্ড্রয়েড এর জন্যই উপলব্ধ। এটি আই ও এস মোবাইল সমর্থন করে না এবং এটি আপনিও ওয়েবসাইটে থেকেও খুলতে পারবেন না বা ওয়েব ভাসানো নেই। আসা করা যায় খুব দ্রুতই ইউটিউব গো আই ও এস মোবাইল এর জন্য উপলব্ধ হবে।

২. ভিডিওটি প্রিভিউ:

ভিডিওটি প্রিভিউ ইউটিউব গো এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট। বর্তমানে ইউটিউব এর মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে যেগুলোর ডিসক্রিপশন ,টাইটেল খুবই অস্পষ্ট।

আপনি ওই ভিডিওগুলি টাইটেল এবং ডেসক্রিপশন কিংবা ট্যাগ দেখে বুঝতে পারবেন না এই ভিডিওটির মধ্যে আসলে কি কন্টেন্ট রয়েছে।ইটা একটা বড় সমস্যা। যদিও ইউটিউব এ বিষয়ে যথেষ্ট কাজ করছে তবু এখনো এবিষয়ে ১০০% perfection আসেনি।

কিন্তু ইউটিউব গো আপনাকে ওই ভিডিওটির একটি ছোট ভিডিওটি প্রিভিউ আগেই থেকে দেখিয়ে দেয় যখন আপনি তাতে ট্যাপ করেন।

তাই দেখে আপনি বুঝতে পারেন যে আপনার ভিডিওটি আপনি খুঁজছেন সেই বিষয়বস্তু ওই ভিডিওর মধ্যে আছে কিনা। সেই হিসেবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি ভিডিওটি ডাউনলোড করবেন কিংবা দেখবেন কিনা।

এটি একটি দারুন ব্যাপার। এতে আপনার সময় আর ডাটা দুই এর ই সাশ্রয় হয়। এটি কিন্তু বর্তমানে নর্মাল ইউটিউব অ্যাপ এ নেই।

৩. অফলাইন ভিডিও ডাউনলোড :

অফলাইন ভিডিও ডাউনলোড ইউটিউব গো এর একটি উল্লেখযোগ্য বিষয়।

ইউটিউব গো অ্যাপস ভিডিও ডাউনলোড কি ভাবে করবেন
ইউটিউব গো অ্যাপস ভিডিও ডাউনলোড কি ভাবে করবেন

Image Source :YouTube Go

আপনি আপনার দেখা সমস্ত ভিডিও গুলি কে অফলাইনে আপনার এন্ড্রয়েড ডিভাইসের মধ্যে ডাউনলোড করতে পারবেন এবং আপনি যত খুশি যতবার ইচ্ছে আপনি ওই ডাউনলোড করা ভিডিও গুলো কী আপনার মোবাইলে দেখতে পারবেন।

বর্তমানে নর্মাল ইউটিউব অ্যাপ এ কিন্তু এটি নেই। মজার বিষয় হলো যে ডাউনলোড করা ভিডিও গুলি আপনি কিন্তু শুধুমাত্র ইউটিউব গো অ্যাপ এর মাধ্যমে দেখতে পারবেন।

অন্য কোনোভাবে এটি দেখা সম্ভব নয় কারণ ইউটিউব এই ভিডিওগুলি কে এনক্রিপশন করে রাখে।

আরো পড়ুন :ইউটিউব প্লে বটন কি?

৪. লিমিটেড ডাটা ইউসেজ:

যেহেতু ইউটিউব গো একটি লাইট ওয়েট অ্যাপ , তাই ইউটিউব অ্যাপটি সবসময় আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের স্টোরেজ এবং ডাটা ইউসেজ এ উপর সতর্ক নজর রাখে। তাই আপনি যখন কোন ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে চান তখন ইউটিউব গো আপনাকে দেখিয়ে দেয় ঠিক কত ডাটা প্রয়োজন ওই ভিডিওটি দেখা বা ডাউনলোড করার জন্য।

আপনার প্রয়োজন হিসাবে সমস্ত ডেটা দেখে আপনি বুঝতে পারেন যে ওই ভিডিওটি দেখার জন্য আপনার কাছে উপযুক্ত ডাটা রয়েছে কিনা বা ডিভাইস স্টোরেজ আছে কিনা। এটা কিন্তু অন্য কোনো সাধারণ অ্যাপ এ নেই।

৫. ভাষা নির্বাচন:

সঠিক ভাষা নির্বাচন ইউটিউব গো এর মধ্যে থাকা একটি দারুন অপশন। ইউটিউব গো র মধ্যে থাকা থাকা ল্যাংগুয়েজ সেটিং ভাষা নির্বাচনের মাধ্যমে আপনি সহজেই আপনার ইউটিউব গো এর ভাষা পরিবর্তন করতে পারেন। হিন্দিতে বা আপনার পছন্দের যেকোনো ভাষা আপনি বাছতে পারেন।

অন্য কোনো অ্যাপ এ এইরকম করতে গেলে আপনাকে ডিভাইস সেটিং এর মধ্যে গিয়ে ল্যাংগুয়েজে চেঞ্জ করতে হয়। এক্ষেত্রে কিন্তু ইউটিউব গো এর মধ্যেই শুধুমাত্র ইউটিউব এর ভাষা পরিবর্তন করার সুযোগ রয়েছে।

৬. ইউটিউব গো নোটিফিকেশন:

ইউটিউব গো নোটিফিকেশন এর মধ্যেও আপনি পাবেন রেগুলার নোটিফিকেশন। ইউটিউব চ্যানেল গুলি আপনি দেখেন, আপনার সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলগুলি তে যদি কোন আপডেট থাকে বা নতুন কোনো ভিডিও আপলোড হয়েছে সে ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই কখনোই আপনি আপনার প্রিয় ভিডিও মিস করবেন না।

ইউটিউব গো অডিও ফাইল ডাউনলোড সমৰ্থন করে না :

এ ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে ইউটিউবে গো আগেই আমরা আগেই বলেছি যে যদিও ইউটিউব গো এর দ্বারা অফলাইনে ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু কিন্তু ইউটিউবে গো এর মাধ্যমে কোন অডিও ফাইল ,mp3 ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন না। এটি শুধু ভিডিও ফাইল এর ক্ষেত্রে প্রযোজ্য।

৭. লিংকস ইন ইউটিউব গো :

আপনার মোবাইলে যদি ইউটিউব এবং ইউটিউব গো দুটো ইন্সটল করা থাকে এবং কোন সাপোর্টেড ভিডিও ফাইল যদি আপনি প্রথমে খুলতে যান তবে প্রথমে ইউটিউব গো এর সাহায্যেই ওই লিংকটি খুলবে।

আপনি যদি আপনার রেগুলার ইউটিউব অ্যাপটির সাহায্যে ওই সমস্ত লিঙ্কগুলি খুলতে চান সেক্ষেত্রে আপনার সেটিংস অপশনে গিয়ে ওপেন বাই-ডিফল্ট অপশন হিসেবে সিলেক্ট করতে হবে ইউটিউব নরমাল অ্যাপ কে।

৮. ইউটিউব গো অ্যাপস ডাউনলোড কি ভাবে করবেন?

ইউটিউব গো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে শুধু ইউটিউব গো এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। তাছাড়া আপনি  এই লিংক টি ব্যাবহার করেও ইউটিউব গো ডাউনলোড করে নিতে পারেন।

শেষ বক্তব্য :

ইউটিউব গো আসলে একটি দারুন অ্যাপস যেখানে আপনি নরমাল ইউটিউব অ্যাপস এর সব সুবিধা পাবেন অনেক কম ডাটা ব্যাবহার করে।

আশা করি ইউটিউব গো সম্পর্কে এই পোস্টটি ভালো লেগেছে।

যদি ইউটিউব গো সম্পর্কে আরও কিছু জানতে চান তো, নিচের কমেন্ট বক্সে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সাহায্য করবেন।

ধন্যবাদ।

শুভ্রজ্যোতি ঘোষ

About শুভ্রজ্যোতি ঘোষ

শুভ্রজ্যোতি ঘোষ একজন স্টুডেন্ট এবং টেক লাভার। গণিতে সে বি. এস. সি স্নাতক। পড়াশোনা ছাড়াও বাংলা কবিতা,গান শুনতে সে ভালোবাসে। তাছাড়াও ব্লগ লিখতে সে ভালোবাসে বিশেষত বাংলাতে।

View all posts by শুভ্রজ্যোতি ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।