জেনে নিন ভারতের (ইন্ডিয়ার ) ১০ জন সবথেকে জনপ্রিয় ইউটিউবার কারা

ভারতের ১০ জন সবথেকে জনপ্রিয় ইউটিউবার

Last Updated on: 14th মে 2023, 08:06 পূর্বাহ্ন

ভারতের ১০ জন সবথেকে জনপ্রিয় ইউটিউবার| বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি জানবো ভারতের সবথেকে 10 জন জনপ্রিয় ইউটিউবার সম্বন্ধে|

ইউটিউব হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন|  প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন এর ও বেশি মানুষ ইউটিউব ব্যাবহার করেন|

বিগত কয়েক বছরে প্রায় প্রতিদিনই অজস্র মানুষ ইউটিউবে যোগ দিচ্ছে এবং এই ইউটিউবে যোগ দেয়ার প্রবণতা ধীরে ধীরে বেড়েই চলেছে|

মূলত ইউটিউব  যোগ দেয়ার প্রবণতা বেড়েছে ভারতএ  জিও লঞ্চ হওয়ার পর থেকে|

যে  মানুষরা ইউটিউবে ভিডিও বানিয়ে আয় করে তাদের বলা হয় ইউটিউবার অথবা contributors’.

এই পোস্টে আমরা আলোচনা করব এমন-ই 10 টি জনপ্রিয় ভারতে ইউটিউবার সম্বন্ধে যারা টাকা প্রতি মাসে ইউটিউব থেকে আয় করছে  লাখো  লাখো টাকা|

অনেকে মনে করে ইউটিউব থেকে আয় করা খুবই সহজ ,ব্যাপারটা মোটেই তেমন নয় ইউটিউব থেকে আপনাকে আয় করতে গেলে আপনার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে বক্তা হতে হবে এবং যে বিষয়ের উপর আপনি কথা বলছেন সেই বিষয়ে আপনার  ভালো জ্ঞান থাকতে হবে তবেই  আপনি ইউটিউব থেকে ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন|

তো চলুন শুরু করা যাক ভারতের সব থেকে 10 জন জনপ্রিয় ইউটিউবার এর লিস্ট|

ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার কে জেনে নিন

টেকনিক্যাল গুরুজি

প্রথমেই টেকনিক্যাল গুরুজির নাম নাম দিয়ে শুরু করা যাক! টেকনিক্যাল  গুরুজি কে ভারতের সবচেয়ে বড় ইউটিউবার বলা হয় টেকনিক্যাল গুরুজির আসল নাম হলো গৌরব চৌধুরী|

গৌরব জন্মেছিলেন একানব্বই (1991)সালের 7 মে|

ইউটিউবে তিনি নিয়মিত 2007 সাল থেকে ইউটিউব ভিডিও দেখতে শুরু করেন টেকনিক্যাল গুরুজি ইউটিউব এর যাত্রা শুরু হয় শর্মাজি টেকনিক্যালে  মাধ্যমে |

ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম টেকনিক্যাল গুরুজি নিজের ভিডিও আপলোড করেছিলেন শর্মাজি টেকনিক্যালে তখন শর্মাজীর সাবস্ক্রাইবার ছিল ১৫ হাজার |

18 অক্টোবর,2015 সালে টেকনিক্যাল গুরুজি প্রথম তার নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন এবং তার পর থেকে ইউটিউব চ্যানেল দ্রুতগতিতে বাড়তে থাকে|

গৌরব বা টেকনিক্যাল গুরুজি মূলত হিন্দিতে কি করে থাকেন আনবক্সিং ট্রেন্ডিং টেকনিক্যাল নিয়োগ হাউ টু ভিডিওস ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিওস তিনি হিন্দিতে বানিয়ে থাকেন এবং আপলোড করেন টেকনিক্যাল গুরুজি ইউটিউব কে  একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন|

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ টেকনিক্যাল গুরুজি এবং ওই চ্যানেল দেখে  মোটিভেট হয় ও তারা বিভিন্ন চ্যানেল খুলছে|

বর্তমানে টেকনিক্যাল গুরুজি 519 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে|

শর্মাজী টেকনিক্যাল

দ্বিতীয় নম্বর এ নাম করা যেতে পারে বর্ষীয়ান শর্মাজী টেকনিক্যাল এর  আসল নাম প্রবাল শর্মা হিন্দিতে টেকনিক্যাল ভিডিও তৈরি করেন এবং চ্যানেলে আপলোড করেন|

ভারতে ইউটিউবে যিনি প্রথম থেকে ইউটিউবে করেছেন তার নাম হল শর্মাজী টেকনিক্যাল

তার ইউটিউব ভিডিওর মধ্যে আপনি সুন্দর ব্যাখ্যা পাবেন তার ভিডিওতে আপনি প্রতিটি জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাবেন  খুবই সহজ সরলভাবে|

মূলত স্মার্টফোন এবং গ্যাজেট বিষয়ে তিনি ভিডিও বানান শর্মাজী টেকনিক্যাল এর একটি ওয়েবসাইট রয়েছে https://sharmajiinfinity.com/

এখানে আপনি গেলেই আপনি শর্মাজী টেকনিক্যাল সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন|

নিশা মধুলিকা

তিন নম্বরে রয়েছেন নিশা মধুলিকা | নিশা মধুলিকা একজন জনপ্রিয় ব্লগার মূলত রান্নাবান্নার ভিডিও আপলোড করেন|

আপনার যদি মনে হয় যে বয়সের কারণেই ইউটিউব এটি সম্ভব নয় তো আপনি ভুল ভাবছেন|

56 বছর বয়সে তার প্রথম ইউটিউব শুরু করেন 2007 থেকে |

সেখান থেকেই তিনি আজ ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ঘরে ঘরে যখন রান্নার কথা হয় তখন নিশা মধুলিকা নাম অনিবার্য হয়ে ওঠে|

তার ভিডিওর মূল কথা হলো তিনি এমন হবে তার ভিডিও গুলো কি প্রস্তুত করেন এবং  ভিডিওগুলোকে উপস্থাপন করেন যে আপনি যদি রান্নাবান্নার ব্যাপারে কোন কিছু নাও জেনে থাকেন তা হলেও সহজেই আপনি তার ভিডিও দেখে আপনি রান্না করতে শিখে যাবেন|

নিশা মধুলিকা  বলেন যে ইউটিউব যে আগামীদিনে একটা শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে তা তিনি আগেই বুঝে ছিলেন|

ইউটিউব চ্যানেল তৈরির নিজের একটা রান্নার ব্লগ ও ছিল.কিন্তু ইউটুবে যে মানুষ কে আরো ভালো করে টানবে তা তিনি আগেই ধরতে পেরেছিলেন।

বর্তমানে তার একটা নিজস্ব টিম রয়েছে যারা তাকে ইউটিউব এ সাহায্য করে.শুরুতে যদিও নিশাজি এই ব্যাপারে তার স্বামী এবং তার সন্তান এই বিষয়ে তাকে সাহায্য করতেন|

বড় ইউটিউবার হওয়ার পরেও তিনি একটি বিষয়ে খুবই সৎ ।  প্রতিদিন তিনি প্রচুর ব্র্যান্ড এনডোর্সমেন্ট পান কিন্তু সেইগুলিই তিনি ভিডিওতে দেখান যেগুলো সত্যি মনে করেন কোন ভ্যালু রয়েছে শুধু টাকার জন্য ভিডিও তিনি বানান না এটি একটি ইন্টারভিউ তিনি বলেছিলেন|

বর্তমানে ১০ মিলিয়ন এর ও বেশি সাবস্ক্রাইবার হয়েছে  তার|

আরো পড়ুন : ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

মাই স্মার্ট সাপোর্ট

মাই স্মার্ট সাপোর্ট ধর্মেন্দ্র কুমারের একটি টেক ইউটিউবচ্যানেল ধর্মেন্দ্র কুমার খুবই গরীব অবস্থা থেকে আজকে একজন ভারতের বিখ্যাত ইউটিউবার  হয়েছেন|

তিনি বিহারের একটি ছোট গ্রাম  থেকে উঠে আসেন|

অনেক সময় তারকাছে কোনো টাকা থাকতো না। এমন কি তার বাবা ও খুব গরিব ছিলেন তাই তাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারেন নি তার কোনো দামি ইকুইপমেন্ট ছিল না শুরুরদিকে তিনি একটি সাইবার কাফে তে মাসিক মাত্র ২ হাজার টাকার চাকরি তে যুক্ত ছিলেন।কিন্তু তার মনে ছিল অনেক বড়ো স্বপ্ন যে বড়ো হয়ে তিনি একদিন বড়ো ইউটিউবার  হবেন তা তিনি আজ পুরো করেছেন|

আরো পড়ুন: ইউটিউব প্লে বটন কি?

তিনি তার চ্যানেল এ প্রথম দিন প্রিন্টার সম্পর্কে একটি ভিডিও আপলোড করেন।হয়তো কোয়ালিটি বেশি ভালো ছিল না কিন্তু সেই যে তিনি শুরু করলেন তার পর আর পিছনে ফায়ার তাকাতে হয়নি|

মূল বৈশিষ্ট্য হলো চ্যানেলের তার ভিডিও গুলো  খুবই সহজ ভাবে বোঝা যায় যে কেউ সেটি বুঝতে পারবে আপনি যদি টেকনোলজি বিষয়ে কিছু না জানেন তো তার ভিডিও দেখে  সহজেই সে বিষয়টি বুঝতে পারবেন|

তার  অন্যতম জনপ্রিয় ভিডিও হল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর সিরিজ যেখানে তিনি পর্যায়ক্রমে বুঝেছিলেন কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় এবং একটা ভালো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হওয়া যায় তিনি এই ভিডিও ছাড়া কিছু মোটিভেশনাল ভিডিও আপলোড করেন যার সাহায্যে অবশ্য নতুন ইউটিউবার প্রেরণা খুঁজে পায় ইউটিউব যোগ দেয়ার জন্য|

বর্তমান মাই স্মার্ট সাপোর্ট এর সাবস্ক্রাইবার প্রায় ১.২ মিলিয়ন|

বিবি কি ভাইনস

ভিভিভি কি vines ভুবন বাম এর মূলত দিল্লী বেসড একদিন  একটি কমেডি চ্যানেল|

ভারতবর্ষের একটি অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল|

ভুবন বাম কমিক ভিডিও তিনি আপলোড করেছে চ্যানেলে তিনি একই সাথে বিভিন্ন ক্যারেক্টার রোল প্লে করেন তাতে ফানি ফানি ভিডিও থাকে এবং ফানি সেন্টিমেন্টাল ভিডিও থাকে|

এর মধ্যে অন্যতম হলো অ্যাংরি মাস্টার জি আমি একজন রাগী মাস্টার এর  অভিনয় করেন এবং অনেক সময় এ তার চ্যানেল এ কিছু বড়ো দের উপযোগী ভিডিও থাকে|

বিবি কি ভাইনস এর সাবস্ক্রাইব সংখ্যা 19 মিলিয়নেরও বেশি|

গিকি রণজিৎ

এটিও একটি টেক চ্যানেল  গিকি রণজিৎ ধর্মেন্দ্র কুমার ,টেকনিক্যাল গুরুজির মতো ইউটিউব এ তার  দুটি চ্যানেল রয়েছে |

একটি হিন্দিতে একটি ইংরেজিতে ইংরেজি চ্যানেলটি মূলত তার প্রধান চ্যানেল  গিকি রণজিৎ টেকনো গ্যাজেট রিভিউ মোবাইল আনবক্সিং ইত্যাদি ভিডিও আপলোড করে থাকে তার বিডিও অন্যতম প্লাস পয়েন্ট হল তার এবং সরল উপস্থাপনা|

বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়নের বেশি|

টেকনিক্যাল সাগর

সাগর দত্ত আসল নাম অভিষেক সাগর এবং ভারতের অন্যতম একজন বিখ্যাত ইউটিউবার ইউটিউব ভিডিওতে ইতিকাল হ্যাকিং টেকনোলজি আনবক্সিং ভিডিওস ওয়েব সিকিউরিটি বিষয় আলোচিত হয়|


তার ভিডিও অন্যান্য  ভিডিও  থেকে অনেকটা আলাদা কারণ তার ভিডিও যদি আপনি দেখেন তো আপনি খুবই গভীর ভাবে নেটওয়ার্ক এবং সিকিউরিটি সম্বন্ধে শিখতে পারবেন  যা অন্য কোথাও এতো সহজ এ আপনি পাবেন না|

রেগুলার ট্যাকটিকস আনবক্সিং মোবাইল গেজেট এর থেকেও তার ফলোয়ার মূলত সাইবার সিকিউরিটি ভক্ত টেকনিক্যাল সাগর ছাড়াও তাঁর আরেকটি চ্যানেলের নাম তার নাম সাগর কি  বাণী এটি মূলত হিন্দি চ্যানেল মজার ভিডিও আপলোড দিন আগে টেকনিক্যাল গুরুজির সঙ্গে টেকনিক্যাল সাগরের একটি বড়  ঝামেলা হয়েছিল যেখানে টেকনিক্যাল গুরুজি টেকনিক্যাল সাগর একে অপরের প্রতি দোষারোপ করতে দেখা গিয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই ঝামেলা মিটে যায়

বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 25 লাখেরও বেশি|


আরো জানুন:ইউটিউব গো কি ?


এক্টার বরুণ ত্রিপাঠী

এরপরের নাম হল এক্টার বরুণ ত্রিপাঠী বউন্টি বাটি মোটিভেশনাল এবং ভিডিও ইউটিউবে আপলোড করেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন তিনি কীভাবে দুঃস্থ অসহায়দের পাশে এসে দাঁড়ান টাকা আয় করেন তার অধিকাংশই প্রায়ই তিনি দুষ্ট গরিবদের দান করেন|

এছাড়াও তিনি বিভিন্ন তার ভিডিওতে সোশ্যাল এক্সপেরিমেন্ট জটিল সম্পর্ক মানবিক মূল্যবোধ এইসবের ওপরে ভিডিও তৈরি করেন|

বর্তমানে এক্টার বরুণ টিভি চ্যানেলের সাবস্ক্রাইবার
44 লাখেরও বেশি|

C4ETech

C4ETech  তার আসল নাম অশ্বিন গণেশ |

তিনিও গীকি রাঞ্জিত এর মত একজন টেক ইউটিউবার মূলত তিনি বিভিন্ন টেকনোলজি হাউ টু ভিডিও আপলোড করেন এটি একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল ভারতের এবং বর্তমানে তার স্বাভাবিক সংখ্যা দশ লক্ষেরও বেশি|

গ্যাজেটস টু ইউজ

এরপরের নাম বলতে হবে গেজেট টু ইউজ |

গেজেট টু ইউজ মূলত অভিষেক ভাটনাগর এর একটি চ্যানেল এটি একটি টেক চ্যানেল সেক ভিডিও দেন |

তার চ্যানেল এর মূল বিশেষত্ব হলো যে, নিজে ছাড়াও তার কাছে ১০ জনের টেক টীম রয়েছে  যারা সব সময় বিভিন্ন টেকনোলজি খবর সংগ্রহ করে চ্যানেলে আপলোড করতে থাকে তো আপনি যদি লেটেস্ট টেকনোলজি নিউজ পেতে চান তোকে টু ইউজ কে ফলো করতে ভুলবেন না বর্তমানে গেজেট টু ইউজেস সংস্কারের সংখ্যা দশ লক্ষেরও বেশি|

তো বন্ধুরা আপনাদের এই ১০ জন ভারতের সবথেকে জনপ্রিয় ইউটিউবার পোস্টটি কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন|

আপনারা কি নিজে ইউটিউব ভালবাসেন?

যদি আপনারা নিজেরাই এটি ভালোবাসেন আর ইউটিউবে আসতে চান তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা যথাসাধ্য সাহায্য করবো চ্যানেলটিকে ভালোভাবে অপটিমাইজ করার জন্য আর যদি এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মনে করে শেয়ার করবেন আপনার বন্ধু-বান্ধবের সাথে আপনার যদি আরো কিছু প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট  বক্সে জানান|

ধন্যবাদ|

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

2 Comments on “জেনে নিন ভারতের (ইন্ডিয়ার ) ১০ জন সবথেকে জনপ্রিয় ইউটিউবার কারা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।