(What is OTT) OTT কি?

OTT কি(What is OTT)

Last Updated on: 14th নভেম্বর 2020, 07:37 পূর্বাহ্ন

হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই পোস্টে আমরা OTT কি (What is OTT) সেই সম্পর্কে আলোচনা করব।

(What is OTT) OTT কি?

OTT এর পুরো কথা হলো ‘Over the Top ‘ এটি মূলত অনলাইন মিডিয়া স্ট্রিমিং সার্ভিস।

বর্তমানে যেসব অনলাইন ইন্টারনেট মিডিয়া স্ট্রিমিং সার্ভিস রয়েছে তাদের OTT মিডিয়া সার্ভিস বলে মনে করা হয়।

OTT প্লাটফর্ম মূলত অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস হলেও, এগুলির মধ্যে অডিও স্ট্রিমিং, মেসেজ সার্ভিস এবং ইন্টারনেট বেস্ট ভয়েস কলিং অন্তর্ভুক্ত থাকে।

ইন্টারনেট based হওয়ায় এটির বচেয়ে বড় সুবিধা হল এটি কোনো লোকাল কেবল অপারেটর বা চ্যানেল কর্তৃপক্ষের উপর নির্ভরশীল নয়।

যতক্ষণ আপনি অনলাইনে ইন্টারনেট access করতে পারছেন ,আপনি যেকোন জায়গা থেকে যে কোন সময়ে এই OTT প্ল্যাটফর্মের সার্ভিস ব্যবহার করতে পারবেন।

একটি তথ্য অনুযায়ী উত্তর আমেরিকার প্রায় ৫০ শতাংশ মানুষ Netfilx সাবস্ক্রিপশন ব্যাবহার করেন। বর্তমান OTT জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

OTT জনপ্রিয় কেন?

বর্তমানে OTT জনপ্রিয় হওয়ার কিছু বিশেষ কারণ রয়েছে যেগুলো নিচে সংক্ষেপে আলোচনা করলাম:

উচ্চ মানের কনটেন্ট :

মূলত OTT সার্ভিস যেমন আমাজন প্রাইম,নেটফ্লিক্স এই সব OTT সার্ভিস গুলি খুবই উচ্চ মানের কনটেন্ট প্রচার করে। মূলত বাস্তবনির্ভর প্লট এবং আকর্ষক কাস্টিং OTT সার্ভিস গুলির একটি গুরুত্বপূর্ণ বিষয়।আপনি কখনো একঘেয়ে বোধ করবেন না.আপনার জন্য নানা বিষয়ের নানা ধরনের কনটেন্ট নিয়ে এরা সব সময় প্রস্তুত।

কম খরচ :

বর্তমানে OTT সার্ভিস গুলি যে মানের কনটেন্ট দেখায়। সেই তুলনায় খরচ কিছুটা হলেও কম। একটা বিষয় মতে রাখতে হবে, মানুষ যদি সত্যি ভালো বিষয় ভিত্তিক কনটেন্ট দেখতে পান তো মানুষ এর জন্য খরচ করতে প্রস্তুত। বর্তমানে প্রচলিত মিডিয়াম এবং অন্যান্য চ্যানেল,রেডিও কেবল অপারেটর দ্বারা পরিচালিত কনটেন্ট থেকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্বাদের।

উদাহরণ হিসাবে আমেরিকা তে একটি নেটফ্লিক্স এইচডি সাবস্ক্রিপশন বর্তমানে প্রতি মাসে ১২.৯৯ ডলার , অন্যদিকে নন-এইচডি প্যাকেজ এর মাসিক মূল্য ৮.৯৯ ডলার। তথ্য বলছে,মানুষ এটুকু খরচ করতে পিছপা নন।

ডিভাইস কম্প্যাটিবিলিটি (OTT সার্ভিস গুলি দেখুন যেকোনো সময়,যেকোনো ডিভাইস এ):

ট্রাডিশনাল মিডিয়া সার্ভিস এর জন্য যেমন আমাদের টেলিভিশন সেট এর দরকার হয়,OTT সার্ভিস গুলি এর ক্ষেত্রে কিন্তু তেমন নয়। OTT সার্ভিসগুলি দেখার জন্য আপনার দরকার শুধু একটি হাই স্পিড ইন্টারনেট কানেকশন,আর যেকোনো OTT compatible ডিভাইস।

এটি আপনার স্মার্টফোনে,ল্যাপটপ,কম্পিউটার পিসি,স্মার্ট টেলিভশন সেট যা কিছু হতে পারে।তাই আপনি এগুলো ব্যাবহার করে যেকোনো জাগায় যেকোনো সময় আপনার ইচ্ছেমতো OTT সার্ভিস গুলি দেখতে পারেন ।

অফিস এ কাজের ফাঁকে বা নিত্য যাতায়াতের পথে সব জাগাতেই OTT সার্ভিস হাজির।এর থেকে সহজ আর কি হতে পারে?

আবার আসুন জেনে নেয়া যাক কিছু জনপ্রিয় OTT সার্ভিস সম্পর্কে:
OTT সার্ভিস যদিও ভারতে ইদানিং জনপ্রিয়তা লাভ করেছে,কিন্তু বিদেশে এটি অনেক দিন ধরেই জনপ্রিয়।

প্রথম ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মটি ছিল BIGFlix, যেটি ২০০৮ সালে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট দ্বারা চালু হয়েছিল। এর পর ধীরে ধীরে OTT সার্ভিস গুলির জনপ্রিয়তা বাড়তে থেকে বিশেষ করে জিও এর ৪জি সার্ভিস ভারতে আসার পর।

কিছু জনপ্রিয় OTT সার্ভিস

১. নেটফিক্স :

Reed Hastings ও Marc Randolph in Scotts এর দ্বারা প্রতিষ্ঠা করা নেটফিক্স একটি মার্কিন OTT সার্ভিস। ভারতে এটি অত্যন্ত জনপ্রিয়। ভারতে এটি ২০১৬ সালে প্রথম আত্মপ্রকাশ করে. এটি ভারতীয় ভাষাতে দারুন সব জনপ্রিয় কনটেন্ট এবং webseries বাজার এ এনেছে। কিছু উল্লেখযোগ্য webseries গুলি হলো:

  • Sacred Games
  • She
  • Delhi Crime
  • Taj Mahal 1989
  • Jamtara
  • Selection Day
  • Little Things

সাবস্ক্রিপশন প্যাকেজ:

  • প্রতি মাসে মোবাইল প্ল্যান ১৯৯ টাকা
  • স্ট্যান্ডার্ড প্ল্যানের জন্য মাসে মাসে 649 টাকা
  • প্রিমিয়াম প্ল্যানের প্রতি মাসে 799 টাকা

২. আমাজন প্রাইম :

আমাজন প্রাইম ,নেটফিক্স এর মতোই একটি জনপ্রিয় OTT সার্ভিস। ২০১৬ সালে প্রথম ভারতে এটি আসে। ক্রিকেট ,সিনেমা,সাইন্স ফিক্শন ইত্যাদি সব বিষয় আপনি এখানে পেয়ে যাবেন।কিছু জনপ্রিয় webseries হলো :

  • Mirzapur(মির্জাপুর একটি ক্রাইম থ্রিলার ও আমাজন প্রাইম এ প্রচারিত সবচেয়ে জনপ্রিয় webseries )
  • Breathe
  • Inside Edge
  • Made in Heaven
  • The Forgotten Army.
  • The Family Man
  • Laakhon Mein Ek
  • Pushpavalli

সাবস্ক্রিপশন প্যাকেজ:

  • প্রতি মাসে বেসিক প্ল্যান ১২৯ টাকা
  • ১ বছরের প্ল্যান এর জন্য খরচ ৬৪৯ টাকা

৩.  Disney +Hotstar

Disney +Hotstar ও একটি জনপ্রিয় OTT সার্ভিস। Disney +Hotstar এর দাবী তাদের একটিভ ইউসার এর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন। এদের মধ্যে পে ৮ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার। তবে বিশদে এ সম্পর্কে এর বেশি কিছু জানা যায় না। Disney +Hotstar এর মূল আকর্ষণ হলো আইপিএল ক্রিকেট লীগ।

সাবস্ক্রিপশন প্যাকেজ:

প্রিমিয়াম প্ল্যান প্রতি মাসে ২৯৯ টাকা

৪. Hoichoi

Hoichoi একটি ভারতীয় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। Hoichoi বাঙ্গলী দর্শকের কাছে খুবই জনপ্রিয় একটি OTT সার্ভিস।Hoichoi এর কনটেন্ট মূলত বাংলা সিনেমা আর বাংলা বিষয় ভিত্তিক। Damayanti,Eken Babu,Byomkesh এদের জনপ্ৰিয় webseries এর মধ্যে অন্যতম। Hoichoi এর viewership প্রায় ২৫ মিলিয়ন।

সাবস্ক্রিপশন প্যাকেজ:

প্রিমিয়াম প্ল্যান প্রতি বছর ৪৯৯ টাকা

OTT সার্ভিস এর ভবিষৎ কি?

নিঃসন্দেহে OTT সার্ভিস আধুনিক বিনোদনের দারুন একটি মাধ্যম। ইন্টারনেট এর উন্নতির সাথে সাথে OTT সার্ভিস আরো এগিয়ে যাবে ইটা বলাই যায়.তবে অনেকে মনে করেন যে OTT সার্ভিস বর্তমানে চলা ট্রাডিশনাল মিডিয়া কে পিছনে ফেলে দেবে যেটি অযৌক্তিক নয়।

এছাড়া OTT সার্ভিস monetization এর জন্য একটি বিকল্প উপায় হতে পারে।এখন যখন সাবি অনলাইন এ কেনাকাটা তে অভ্ভস্টো সেখানে OTT সার্ভিস গুলিও যথেষ্ট ভূমিকা পালন করছে।

২০১৮ সালের হিসাব অনুযায়ী, ২০% সাবস্ক্রাইবার OTT সার্ভিস এর মাধ্যমে in-app purchase করেছে।

শুধু উত্তর আমেরিকাতে OTT সার্ভিস এর adoption রেট ৫১% যেটি যথেষ্ট আশাব্যাঞ্জক। ধীরে ধীরে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও এর গুরুত্ব বাড়ছে।

শেষ বক্তব্য :

আশা করি,OTT কি?(What is OTT) এই সম্পর্কে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন।

আরো কিছু জানার থাকলে আমাদের কন্টাক্ট করতে ভুলবেন না। এছাড়া আপনার মূল্যবান কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারে।

ভালো লাগলে পোস্ট টি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

 

 

 

 

 

 

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১২ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা।

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।