ইমেজ এসইও কি ? কিভাবে ইমেজ এসইও থেকে ফ্রি ভিজিটর পাবেন ?

ইমেজ এসইও কি

Last Updated on: 26th ডিসেম্বর 2020, 02:01 অপরাহ্ন

আপনারা কি ইমেজ এসইও কি তা জানতে চান ?

ওয়েবসাইট এসইও এর মতো ইমেজ এসইও একটি গুরুত্বপূর্ণ অনলাইন মার্কেটিং এর অংশ যার দ্বারা ভালো মানের ভিজিটর পাওয়া যায়। বন্ধুরা আজকের এই পোস্টে আমরা ইমেজ এসইও বা ইমেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সম্পর্কে আলোচনা করবো।

বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর ক্ষেত্রে অনেক সময়ই আমরা ইমেজ এসইও এর গুরুত্ব অতটা জানি না। কিন্তু এটা মনে রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে ইমেজ বা ছবি একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। একটি ভালো ছবি ইমেজ যেকোনো একটি আর্টিকেল এর শুধু শোভাবর্ধন করে শুধু তাই নয় একটি ভালো ইমেজ থেকে ইমেজ সার্চের মাধ্যমে বহু মানুষ আপনার ওয়েবসাইট এ আসতে পারে।

তাই ভালো ইমেজ এসইও করতে পারলে ওয়েবসাইট সার্চ ছাড়াও ইমেজ সার্চ থেকে বহু পরিমাণ অর্গানিক ভিজিটর পাওয়া যায় যা এডসেন্স ইনকাম থেকে শুরু করে affiliate marketing সব ক্ষেত্রে দারুন কার্যকরী।

আসুন শুরু করা যাক।

১. অরিজিনাল ইমেজ ছবি ব্যবহার

ইমেজ এসইও করার প্রথম ধাপ হলো অরিজিনাল ইমেজ ছবি ব্যবহার করা। যদি আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগে ক্ষেত্রে ফ্রী স্টক ইমেজ ব্যবহার করেন তবে প্রথমেই আপনার উচিত হবে স্টক ইমেজ ব্যবহার বন্ধ করে কিছু অরিজিনাল ইমেজ বা ছবি আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য তৈরি করা কারন গুগল সবসময়ই তার সার্চ রেজাল্টে অরিজিনাল ইমেজ বা ছবিকে প্রাধান্য দেয় তাই আপনি যদি আপনার ওয়েবসাইটে কোন স্টক ইমেজ ব্যবহার করেন তো মনে রাখবেন যে আপনি ইমেজ সার্চ থেকে কোন একটি ভালো ফল আশা করতে পারেন না।

তার কারণ আপনি ছাড়াও আরও হাজার হাজার মানুষ ব্যবহার করছে তাই তাদের সাথে আপনার কোন পার্থক্য থাকবে না তাই ইমেজ এসইও করার প্রধান শর্ত হল অরিজিনাল ইমেজ ছবি ব্যবহার।অরিজিনাল ইমেজ পাওয়ার জন্য আপনাকে যে নামি দামি ক্যামেরা ব্যাবহার করতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার মোবাইল ক্যামেরা দিয়েই ইমেজ তুলে সেগুলো ব্যাবহার করতে পারেন।বেসিক ফটো এডিটিং এর জন্য আপনি ক্যানভা এর মতো ফ্রি অনলাইন ইমেজ এডিটর ব্যাবহার করতে পারেন।

২. উপযুক্ত ইমেজ ফরম্যাট ব্যাবহার

ইমেজ এসইও এর জন্য আপনি কোন ইমেজ ফরম্যাট ব্যবহার করছেন সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অধিকাংশ ক্ষেত্রেই ইমেজ এর ক্ষেত্রে জেপিজি বা পিএনজি ফরমেট ব্যবহার করা হয়।

জেপিজি বা পিএনজি ফরম্যাট এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। জেপিজি ফরম্যাট মূলত একটি ছোট সাইজের ইমেজ ফরম্যাট যেগুলি বেশিরভাগ সময় আমরা ওয়েবসাইট এ ব্যাবহার করে থাকি অপরদিকে পিএনজি ইমেজ গুলি হল একটু বড় সাইজের ইমেজ যেখানে ইমেজ কোয়ালিটি ভালো হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সাইজ ছোট হওয়ার জন্য জেপিজি ইমেজ ব্যবহার করা হয় এই জেপিজি ইমেজ অধিক তাড়াতাড়ি লোডিং হয়।

কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এই জেপিজি এবং পিএনজি ইমেজ ছাড়াও আপনি কিছু next-gen ইমেজ ফরম্যাট ব্যবহার করতে পারেন যেগুলো সম্পূর্ণ নতুন ফরম্যাট এর মধ্যে চেপে JPEG 2000, JPEG XR, WebP উল্লেখযোগ্য।

যদিও এই তিনটি নতুন ফরমেট এখনো সব ব্রাউজার সাপোর্ট করে না তবুও আপনি চাইলে WebPফরম্যাটটি ওয়েবসাইটটি ব্যবহার করে দেখতে পারেন কারণ বর্তমানে অধিকাংশ আধুনিক ব্রাউজার এটি সাপোর্ট করা শুরু করেছে। এই নতুন ফরম্যাট ব্যবহার করার সুবিধা হল এটি সাইজে ছোট এবং এর গুণমান ও অন্যান্য ইমেজ ফরম্যাট এর চেয়ে অনেক ভালো।

আপনারা চাইলে আপনার কাছে থাকা জেপিজি এবং পিএনজি ইমেজ গুলি WebP কনভার্ট করে নিতে পারেন।

৩. সঠিক ইমেজ ফাইল নাম দেয়া

ইমেজ আপলোড করার সময় অনেক সময় আমরা ইমেজ ফাইল এর নাম ঠিক থাকে রাখি না। কিন্তু ভালো ইমেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য ইমেজ ফাইল নামটিও একটি মানানসই রাখা উচিত। গুগল ইমেজ ফাইল নাম দেখে ইমেজ সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারে তাই যদি আপনার কি ওয়ার্ড এর সঙ্গে মিলিয়ে আপনার ইমেজ এর ফাইল নাম দেন তাহলে আপনার ইমেজ অপটিমাইজেশন এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়।

৪. ইমেজ অল্ট টেক্সট

আপনার ওয়েবসাইট বা ব্লগে ঠিক কি ইমেজ ব্যবহার হয়েছে সেটি বোঝার জন্য গুগলের সার্চ ইঞ্জিনের বট গুলি ইমেজ অল্ট টেক্সট ব্যবহার করে। তাই সঠিক ইমেজ অল্ট টেক্সট ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটির ইমেজ গুলি গুগল সার্চ ইঞ্জিনে উঠে আসে।

৫.ইমেজ কনটেক্সট

ইমেজ অল্ট টেক্সট এবং ইমেজ ফাইল নাম ছাড়াও আপনার ইমেজটি ঠিক কি কনটেক্সট এ ব্যাবহার করা হচ্ছে সেটিও বোঝানো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর জন্য অনেক সময় ইমেজের তা আশেপাশে থাকা টেক্সটগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে লেখা উচিত যার দ্বারা গুগল বুঝতে পারে আপনার আপলোড করা ইমেজ ঠিক কি বলতে চাইছে।

যদি আপনি আপনার ওয়েবসাইটে একটি বস্তুর ছবি দেন তখন ওই বস্তুটি আসলে কি এবং তার সম্বন্ধে দু-চার লাইন ওই হয়েছে আশেপাশে লিখেন তাহলে গুগল তাই থেকে আপনার ওয়েবসাইটটি ইমেজ সম্পর্কেও ভালো ধারণা পেতে পারে এবং আপনার ওয়েবসাইটটিতে ইমেজকে অনেকটা গুরুত্ব দেয়।

৬. সঠিক ইমেজ ডাইমেনশন যুক্ত করা

যখন কোন ইমেজ ওয়েবসাইট বা ব্লগে আপলোড করবেন তখন সবচেয়ে মনে রাখা উচিত যে ওয়েবসাইটে একটি ইমেজ ডাইমেনশন যুক্ত করা উচিত। কোন ইমেজে কোন ডাইমেনশন এড না থাকে তো সে ক্ষেত্রে ওয়েবসাইটে কোর ভাইটালস এ (Web Core Vitals) এটি একটি নেগেটিভ সংকেত দেয় এবং আপনার পেজ এক্সপেরিয়েন্স ব্যাহত হতে পারে তাই এটি সাজেশন থাকবে ইমেজ আপলোডের জন্য সবসময় সঠিক ইমেজ ডাইমেনশন উল্লেখ করা উচিত এবং সবচেয়ে ভালো হয় যদি এই ডাইমেনশন এইচটিএমএল কোডিং এর মাধ্যমে করা হয়।

৭. ইমেজ কম্প্রেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে দ্রুত লোডিং স্পীড একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ওয়েবসাইটের স্পিড দ্রুত করার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি হচ্ছে সেগুলি হল ছোট্ট ইমেজ সাইজ এবং জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস কম্প্রেশন। তাই কোন ইমেজ আপলোড করার আগে সেই ইমেজগুলো যথা সম্ভব কম্প্রেস করে নেয়া উচিত যাতে ইমেজ সাইজ অনেক কম থাকে।

অনলাইন অনেক ইমেজ কম্প্রেশন টুল পাওয়া যায় যার সাহায্যে আপনি এই ইমেজ গুলিকে কমপ্রেস করে নিতে পারেন এছাড়াও যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করলে তো সে ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডপ্রেস প্লাগিন রয়েছে যার সাহায্যে আমরা সহজেই আপলোড করে ইমেজ গুলিকে কম্প্রেস করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য একটি আলাদা মাত্রা যোগ করতে পারেন।

৮. স্ট্রাকচার ডেটা ব্যাবহার

ইমেজ এসইও এর জন্য আপনারা স্ট্রাকচার্ড ডাটা করতে পারেন। বর্তমান ক্ষেত্রে প্রোডাক্ট, ভিডিও ,রেসিপি এই তিনটি ক্ষেত্রে যদি আপনার উপযুক্ত স্ট্রাকচার্ড ডাটা ব্যাবহার করেন সেক্ষেত্রে ইমেজ এসইও এর ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হয়।

৯. ইমেজ সাইটম্যাপ ব্যাবহার

এক্সএমএল সাইটম্যাপ এর মত ইমেজ সাইটম্যাপ ইমেজ এসইও এর জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনার যদি কোন ই-কমার্স ওয়েবসাইট যেখানে প্রচুর ইমেজ আছে কিংবা আপনার কোন ব্লগসাইট হয় কিংবা কোনো ফটোগ্রাফি গ্যালারি ওয়েবসাইট হয় আপনার ক্ষেত্রে ইমেজ সাইটম্যাপ একটি অন্যতম বিষয় হতে পারে। ইমেজ সাইটম্যাপ এ মূলত ইমেজ ইউআরএল গুলি সুন্দরভাবে লিস্ট করা থাকে যাতে সহজেই ইমেজ গুলিকে গুগল ক্রল করতে পারে।

১০. CDN ব্যাবহার

ইমেজ এসইও এর জন্য CDN ব্যাবহার একটি উল্লেখযোগ্য বিষয়। CDN(Content Delivery Network ) ব্যাবহার আপনার ওয়েবসাইটের স্পিড অনেকটা বাড়াতে পারে। মূলত এই CDN সার্ভার গুলো পৃথিবীর নানা প্রান্তে ছড়ানো থাকে তাই পৃথিবীর যে কোনো অংশ থেকেই আপনার ভিজিটর আসুক না কেন আপনার ওয়েবসাইট এর ইমেজ আর কনটেন্ট গুলো দ্রুত লোড করে দেয়।

শেষ কথা:

আশা করি ইমেজ এসইও সম্পর্কে আমার এই পোস্ট ভালো লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।

শুভ্রজ্যোতি ঘোষ

About শুভ্রজ্যোতি ঘোষ

শুভ্রজ্যোতি ঘোষ একজন স্টুডেন্ট এবং টেক লাভার। গণিতে সে বি. এস. সি স্নাতক। পড়াশোনা ছাড়াও বাংলা কবিতা,গান শুনতে সে ভালোবাসে। তাছাড়াও ব্লগ লিখতে সে ভালোবাসে বিশেষত বাংলাতে।

View all posts by শুভ্রজ্যোতি ঘোষ →

3 Comments on “ইমেজ এসইও কি ? কিভাবে ইমেজ এসইও থেকে ফ্রি ভিজিটর পাবেন ?”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।