টেকনোলজি এর বিস্ময়:পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি কোনটা

পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি কোনটা

Last Updated on: 24th অক্টোবর 2020, 06:33 পূর্বাহ্ন

বন্য পাথরের যুগ থেকে আজ মানুষ আধুনিক কম্পিউটার যুগে পদার্পণ করেছে।
বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ক্রমেই বেড়ে চলেছে মানুষের চাহিদা। স্থপতি, ইঞ্জিনিয়ার এবং বিনিয়োগকারীদের মিলিত প্রয়াসে গড়ে উঠছে বিশাল আকাশছুঁই অট্টালিকা, ভবন এবং নির্মাণ।
এদের কারিগরি, খরচ এবং সৌন্দর্য আপনাকে তাক লাগাতে বাধ্য।
আসুন জেনে নিই এমনই প্রথম দশটি আকাশ চুম্বি অট্টালিকার নাম এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য।

পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি

১০) CITIC Tower, Beijing

এর বিশেষত্ব এর গঠনে। ৫২৭ মিটার লম্বা এই বিল্ডিংটি চীনের তৃতীয়  দীর্ঘতম বিল্ডিং।২০১৮ সালে এর কাজটি সম্পন্ন হয়। উপরের মাত্র ১৪ মিটারে কোন অফিস নেই।
মাটির উপরে ১০৯ তলা ও নিচে আছে আট তলা। ১০০ টি এলিভেটর সারাক্ষণ কাজ করে চলেছে মানুষকে বহন করার উদ্দেশ্যে।
নির্মাতা:Terry Farrell
নির্মাণ সময়: ৫ বছর
নির্মাণ খরচ:  ৩.৮  বিলিয়ন ডলার

৯) Tianjin CTF Finance Centre, Tianjin

২০১৯ সালে সম্পূর্ণ  বিল্ডিংটি চীনের Tianjin শহরের সব থেকে বড় বিল্ডিং। ৫৩০.৪ মিটার লম্বা এই ভবনে মোট ৯৭ টি তলা আছে মাটির উপরে এবং ৪ টি তলা আছে মাটির নিচে।৮০টি এলিভেটর অনবরত কাজ করে চলেছে। বাঁশির মত আকারের এই বিল্ডিংটি সূক্ষ্মভাবে কাঁচ ও লৌহের মিশ্রণে তৈরি যা এটিকে ভূকম্প রোধে সাহায্য করে।
নির্মাতা:Skidmore, Owings & Merrill (with Ronald Lu & Partners)
নির্মাণ সময়: ৬ বছর

৮) Guangzhou CTF Finance Centre, Guangzhou

৫৩০.৪ মিটার লম্বা এই বিল্ডিংটিতে আছে রেস্টুরেন্ট,অফিস এমনকি বাসস্থানের জায়গা। এই বিল্ডিং তৈরি করতে টেরাকোটা অনেকাংশেই ব্যবহৃত হয়েছে।
২১১ টি হোটেল এই মিনারটিতে আছে এবং আছে ১১১টি তলা।
নির্মাতা:Kohn Pedersen Fox Associates
নির্মাণ সময়:৬ বছর
নির্মাণ খরচ:  ১. ৫ বিলিয়ন ডলার

৭) One World Trade Centre, New York

৫৪৬.২ মিটার লম্বা এই বিল্ডিংটি পশ্চিম দেশের সর্বাধি উচু একটি বিল্ডিং।২০০১ সালে এই বিল্ডিং টিতেই জঙ্গি হামলা হয়েছিল। তাই জন্য ২০১৪ সালে এই বিল্ডিং টিকে শহীদ মিনার হিসাবে অন্য করা হয়, এই বছরেই এ পুনর্নির্মাণ শেষ হয় যেটি শুরু হয়েছিল ২০০৫ সালে।
ভি আকৃতির এই বিল্ডিংটিতে আছে অনেক বড় বড় অফিসের কার্যালয়।
২০০১ সালের সেই মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য সবাই টিভিতে দেখেছে, সবচাইতে উঁচু না হলেও এটিই সবচেয়ে স্মরণীয় একটি বিল্ডিং।
নির্মাতা:Skidmore, Owings & Merrill
নির্মাণ সময়:৮ বছর
নির্মাণ খরচ: ৩ . ৮ বিলিয়ন ডলার

৬) Lotte World Tower, Seoul

নির্মাতা:Kohn Pedersen Fox Associates
৫৫৫.৭ মিটার লম্বা এই বিল্ডিংটি কোরিয়ার সবচাইতে লম্বা বিল্ডিং।১২৩ তলা মাটির উপরে এবং ৬ তলা মাটির নিচে অবস্থিত।
চিনামাটি, মাতৃ শিল্প ও দেশীয় শিল্পের ভারী প্রভাব রয়েছে এর নকশাতে।
একেবারে উপর তলা গুলিতে রয়েছে বিনোদন স্থান, কফি হাউজ আরো অনেক কিছু। একটি ৭ ষ্টার হোটেল ও রয়েছে এই বিল্ডিং টিতে।
নির্মাণ সময়:৬ বছর
নির্মাণ খরচ:  ৩.৪  বিলিয়ন ডলার

৫) Ping An Finance Centre, Shenzhen

নির্মাতা:Kohn Pedersen Fox Associates
৫৯৯.১ মিটার লম্বায় বিল্ডিংটি চীনের দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং। ১৭০০ টন লোহা এই বিল্ডিং টি  তৈরি করতে লেগেছে। অদ্ভুত আকৃতি এটিকে হাওয়ার বিরুদ্ধে যাতে ঘর্ষণ কম হয় তার বন্দোবস্ত করেছে।১১৫ টি তলা মাটির উপরে ও নিচে আছে ৫ তলা।
নির্মাণ সময়:৬ বছর
নির্মাণ খরচ:  ১.৫  বিলিয়ন ডলার

৪) Makkah Royal Clock Tower, Mecca

৬০১ মিটার লম্বা এই বিল্ডিংটি ইসলাম ধর্মের পবিত্র শহর সৌদি আরবিয়া মক্কা শহরে অবস্থিত। মোট ৮৫৮ টি হোটেল ঘর রয়েছে এই হোটেলটিতে। ১১৫ তলা এই বিল্ডিংটিতে প্রচুর মানুষের আগমন ঘটে। এর পাশে অবস্থিত মসজিদে প্রতিবছর ব্যস্ত সময় প্রায় ২  মিলিয়ন দর্শনার্থী এই মসজিদ ভ্রমণে আসেন।
এর চূড়ায় রয়েছে একটি বিশাল ঘড়ি যা সন্ধ্যের পরে প্রায়১ মিলিয়ন লেড আলো দ্বারা আলোকিত হয়ে ওঠে। এই ঘড়িটি বিশ্বের সবচাইতে উঁচুতে অবস্থিত একটি ঘড়ি।
নির্মাতা:Dar al-Handasah Shair & Partners
নির্মাণ সময়:১০ বছর
নির্মাণ খরচ: ১৫ বিলিয়ন ডলার

৩) Shanghai Tower, Shanghai

চীনের সাংহাইএ অবস্থিত এই বিল্ডিংটি আধুনিক চীনের ভিত্তিপ্রস্তর। ৬৩২ মিটার লম্বা এই বিল্ডিংটি চীনের শিল্প কেন্দ্র অবস্থিত। মাটির উপরে আছে ১২৮ তলা ও নিচে ৫ তলা। ২০.৫ মিটার/সেকেন্ড বেগে এর এলিভেটর গুলি যাতায়াত করে যা বিশ্বের দ্রুতগামী এলিভেটর গুলির মধ্যে অন্যতম।
নির্মাতা:Arthur Gensler
নির্মাণ সময়: ৬ বছর
নির্মাণ খরচ: ২ .২  বিলিয়ন ডলার

২) Burj Khalifa, Dubai

দুবাই এর ঘনবসতিপূর্ণ শহরে এই বিল্ডিংটি অবস্থিত।৮২৯.৮ মিটার দীর্ঘ এই ভবনটি প্রায় এক দশক ধরে বিশ্বের দীর্ঘতম বিল্ডিং এর অধিকারী ছিল।১৬৩ মহলা  এই বিল্ডিংটি আলুমুনিউম, স্টিল ইত্যাদির  মিশ্রনে এটি গঠিত।উষ্ণতা সহন করার ক্ষমতা এর মারাত্মক।
নির্মাতা:Skidmore, Owings & Merrill
নির্মাণ সময়: ৬ বছর
নির্মাণ খরচ: ১ . ৫ বিলিয়ন ডলার

১) Kingdom Tower, Jeddah

হাজার মিটারের বেশি দীর্ঘ এই মিনারটি সৌদি আরবিয়ার জেদ্দা শহরে অবস্থিত। বর্তমানে নির্মাণ কাজ এখনো চলছে, এর নির্মাণ এই বছরের শেষেই অর্থাৎ২০২০ সালে শেষ হবার সম্ভাবনা আছে। নির্মাণ শেষে এই মিনারটি পৃথিবীতে মানুষের হাতে তৈরি হওয়া দীর্ঘতম মিনারের শিরোপা পেতে চলেছে যা এক কথায় অকল্পনীয় এবং অভাবনীয়।
১৬৭ তলা এই এই মিনারটি সেই দেশের উন্নতি ও অগ্রগতির প্রতীক হয়ে উঠবে। এদিকে থাকবে বিশ্বের সবচাইতে বড় পেইন্টহাউস।
নির্মাতা:Arthur Gensler
নির্মাণ সময়:সাত বছর
নির্মাণ খরচ : ১.২ বিলিয়ন ডলার

আসুন জেনে নিই কলকাতা সবচাইতে দীর্ঘ বিল্ডিং এর নাম

The 42(কলকাতা)

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ব্যবসায়িক কেন্দ্র চৌরঙ্গীতে এই বিল্ডিং এর অবস্থান।

২০০৮ সালে কাজ শুরু হলেও অনভিপ্রেত কারণে এটির নির্মাণ শুরু হয় ২০১০ এবং ২০১৯ সালে যখন এর নির্মাণ শেষ হয় তখন এটি ভারতের দীর্ঘতম বিল্ডিং এর শিরোপা পেয়েছিল।

৬২ তলা এই বিল্ডিংটার নির্মাণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে  মামলা চলছে।
এর দৈর্ঘ্য মাটি থেকে ২৬৮ মিটার এর মতো।
নির্মাতা: Mani group,Diamond group and Alcove reality
নির্মাণ সময় : ১১ বছর।

বাংলাদেশের দীর্ঘতম বিল্ডিং

City Centre Dhaka

এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মতিঝিল নামক এলাকায় এই গগনচুম্বী বিল্ডিংটি অবস্থিত। এটির উচ্চতা প্রায় ১৭১ মিটার।২০১২ সালে এটি বাংলাদেশর উচ্চতম। বিল্ডিং  এর  শিরোপা পায় । ৩৭ তলা লম্বা এই বিল্ডিংটির  প্রথম ১০ টি তলা গাড়ির পার্কিং এর জন্য ব্যবহৃত হয়।

এবার জেনে নিন ভারতের সবচাইতে দীর্ঘ বিল্ডিং এর নাম

The park 

মহারাষ্ট্রের মুম্বাইতে লোদী গ্রুপ দ্বারা এই আবাসিক বিল্ডিংটা গঠিত হয়েছে। ২৬৮ মিটার লম্বা এই বিল্ডিংটি ভারতের দীর্ঘতম বিল্ডিং। ৭৮ তলার এই বিল্ডিংটি ২০১২ সালে নির্মিত হয়েছে । এই অপূর্ব বিল্ডিংটি  কংক্রিট দিয়ে তৈরী।
নির্মাতা: lodhi group
নির্মাণ সময় : ৭ বছর
এবার চটজলদি কিছু বিশেষ তথ্য আপনাদের দেয়া যাক

১)বিশ্বের উচ্চতম স্থানে অবস্থিত দেশ : ভুটান(৩২৮০ মিটার)
২) বিশ্বের দীর্ঘতম প্রাণী : জিরাফ
৩) উচ্চতম স্থানে অবস্থিত রাজধানীর নাম
: লা  পাজ
৪) উচ্চতম মূর্তি :  স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট,ভারতবর্ষ (১৮২ মিটার)
৫)উচ্চতম জলপ্রপাত : সালটো এঞ্জেল(ভেনেজুয়েলা)

শুভ্রজ্যোতি ঘোষ

About শুভ্রজ্যোতি ঘোষ

শুভ্রজ্যোতি ঘোষ একজন স্টুডেন্ট এবং টেক লাভার। গণিতে সে বি. এস. সি স্নাতক। পড়াশোনা ছাড়াও বাংলা কবিতা,গান শুনতে সে ভালোবাসে। তাছাড়াও ব্লগ লিখতে সে ভালোবাসে বিশেষত বাংলাতে।

View all posts by শুভ্রজ্যোতি ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।