অল্প দামে ১০টি ভালো এসি

অল্প দামে এসি

Last Updated on: 27th মার্চ 2022, 04:20 অপরাহ্ন

গরম পড়ার সাথে সাথে অল্প দামে ভাল এসি এর খোঁজ আমরা করে থাকি । এটাই আজকের আলোচনার বিষয়।দেখতে দেখতেই গরম কালের আগমনের আভাস পাওয়া যাচ্ছে।গরমে, সকলের মনে একটা ই কথা আসছে ,বারংবার ।

কিভাবে কাটবে দিন গুলো। প্রচন্ড গরমে,ফ্যান ও ঠিক ঠাক কাজ করে না। একটা এসি হলে হয়তো, ভাল হয়।কিন্তু বাজেটের মধ্যে বরাদ্দ হচ্ছে না। বর্তমানে এসি আর পাঁচটা জরুরি জিনিসের মতোই প্রচন্ড দরকারি হয়ে পড়েছে।

আজ কে এই পোস্ট এ আমরা এমনি একটি দারুন তালিকার কথা বলবো। আপনি শপিং মল বা চেনাশোনা যেকোনো ইলেকট্রনিক এর দোকান থেকে যেখান থেকেই এসি কিনুন না কেন এই তালিকাটি হাতে থাকলে আপনার আপনার এতে দারুন সুবিধা হবে।

কারণ অনেক সময় দেখা যায় সঠিক মডেলটি সম্পর্কে আগে থেকে জেনে না গেলে অনেক সময় আপনাকে দোকানি বা সেলস এর লোকেরা তাদের সুবিধা বা কমিশন এর কথা ভেবে এসি দিয়ে দেয় যা কখনোই কাম্য নয়।

অল্প দামে ভাল এসি তালিকা:

১. প্রথমে আলোচনা করা যাক ,Lloyd AC এর সমন্ধে এটা একটা নাম করা Brand .Model টা হচ্ছে MX Series GLS12B32WAMX এর স্পেসিফিকেশন বা এতে আপনি কি কি সুবিধা পাবেন দেখে নেয়া যাক।

  • Type হচ্ছে Split.
  • Capacity হচ্ছে এক (One)Ton
  • colour হচ্ছে white
  • Star rating হচ্ছে 3 star
  • cooling এর ক্ষমতা 3410 W
  • একটা রিমোট ও আছে,বসে বসে আপনি এটি off ও on করতে পারবেন।
  • Condenser এর যে তার থাকে, সেটা কপার (copper)এর হয়।
  • 100square feet র মতো ঠান্ডা করার ক্ষমতা আছে।


এছাড়া এই এসি এর মধ্যে অ্যাডভান্সড ক্লিন এয়ার ফিল্টার আছে যা আসে পাশের বাতাস কে পরিছন্ন রেখে কুলিং এ সাহায্য করে। এর Multi Fold Evaporator অপশন এসি কে আরো ভালো ভাবে কাজ করতে সাহায্য করে।
এক বছর এর comprehensive warranty আছে।আর পাঁচ বছরের warranty compressor এর।
দাম 26,990.00/

২. দ্বিতীয় স্থানে যদি ধরা যায়, Carrier company র একটা AC .Brand টা হলো Midea.Model হচ্ছে MAI18SD3R49F0 দাম টা খুব একটা বেশি না। ভারতীয় আবহাওয়া তে এটি দারুন কাজ করে। বিশেষ করে গ্রীষ্ম এর যেময় তাপমাত্রা ৪০ ডিগ্রী এর উপরে চলে যায়। ৫২ degree তে ও খুব ভাল ই কাজ করে.এর মধ্যে আছে ECO ফ্রেন্ডলি R-410A refrigerant যা এর কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে তোলে।

  • ঘরের size 111 থেকে 150 Square.ft এর মধ্যে এটা ভাল ঠান্ডা করে থাকে।
  • Auto cleaning এর ব্যবস্থা আছে।
  • Star rating হচ্ছে 3 star
  • Warranty আছে এক বছরের।
  • AC এর type টা হচ্ছে Split
  • Capacity হচ্ছে 1.5 Ton
  • দাম 27.990.00

আরো পড়ুন: ইলেকট্রিক সাইকেল কি? সেরা দশ ইলেকট্রিক সাইকেল এর দাম

৩. এর পর Whirlpool এর AC কথা আলোচনা করা যাক।Model হচ্ছে Magicool Elite Pro (R-32) Whirlpool একটি বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক ব্র্যান্ড যার অভিজ্ঞতা প্রায় ১০০ বছর। এবার এই মডেল এর স্পেসিফিকেশন এর কথাই আসি। এই মডেল এর মধ্যে আছে টার্বো কুল ফীচার আর MFSI টেকনোলজি যার সাহায্যে এটি ৫৫ ডিগ্রী তেও দারুন কাজ করে। এছাড়া আছে R-32 refrigerant যা কম গ্রিনহাউস গ্যাস নির্গত করে আর দারুন পরিবেশ বান্ধব।

  • Capacity হচ্ছে 1 Ton
  • এই Ac এর Type হচ্ছে Split AC .
  • Star rating যদি ধরা হয় তবে সেটা 3 Star.
  • দাম টা সব Tax নিয়ে 25,990 মতো।
  • ঠান্ডা করার ক্ষমতা এই AC এর 3500 watts
  • এক বছর product আর পাঁচ বছরের compressor warranty আছে।
  • AC এর Condenser টা কপারের ( copper)
  • সাত দিনের ভিতরে আপনি জিনিস টি ফেরত করতে পারেন।
  • ৪.এর পর আসা যাক,আর একটি Voltas হলো Brand টার নাম AC এর সমন্ধে বিস্তারিত বিবরণ জানতে ।9) Model টা হচ্ছে 123ZZY-IMR(R-32) এর দাম হচ্ছে 27, 990টাকা
  • পাঁছ বছরের সম্পূর্ণ protection planআছে inverter এর জন্য।
  • 8 বছরের Annual Maintenance.
  • AC Type হচ্ছে Split AC
  • Star rating দেখতে গেলে দেখা যায় 3 Star.
  • Capacity হচ্ছে one Ton
  • তার গুলো কপারের হয়ে থাকে।
  • লাল রঙের হয়।

৫. Daikin Brandএর AC সম্পর্কে কথা বলা গেলে, দেখা যায় এর দাম। Model হচ্ছে FTL28TV16×2(R-32) এই এসি মডেল এর সবচেয়ে বড় গুণ হলো এর বিদ্যুৎ সাশ্রয়ী ক্ষমতা। এটি Econo Mode ব্যাবহার করে বিদ্যুৎ বাঁচায়। তাছাড়া এটি পাওয়ার কাট থেকেও এসি কে বাচাতে অনেক নিরাপত্তা দেয়। মডেল টির সেলফ ডায়াগনস্টিক ফীচার বেশ ভালো। কোনো প্রব্লেম হলে মডেলটি সরাসরি বাইরে থাকে এলসিডি তে এরর কোড দেখিয়ে দেয় ফলে দ্রুত সারাই এর কাজ হয়ে যায়।

  • 25,490 সমস্ত Tax নিয়েই।
  • Capacity হচ্ছে এই AC টার 0.8 Ton
  • Copper এর তার দিয়ে ই তৈরি।
  • এই AC টার Type টা হচ্ছে Split AC
  • রঙের কথা উল্লেখ করলে বলা হয়, এটা সাদা রঙের।
  • Star rating হচ্ছে 3 star
  • সাত দিনের মধ্যে আপনি জিনিস টা ফেরত দিতে পারেন।
  • বেশ অনেক পুরান ও নাম করা company.

৬. এরপর উল্লেখ করা যাক Brand of Blue Star.10)Model টা হচ্ছে IC309RBTU(R-32).এই মডেল এর আর একটি বৈশিষ্ট হলো অটো মোড আর মেমরি ফীচার।

  • Capacity এই AC টার হচ্ছে, 0.8 Ton
  • Type হচ্ছে এই AC টার Split ( Its a Split AC)
  • Approximate coverage জায়গা বলা যায় ,90 Square ft,
  • এটা ঠান্ডা করে থাকে।
  • দাম হবে 26,490/
  • ঠান্ডা করার ক্ষমতা রাখে,2640 Watts
  • Condenser টা কপারের (Copper) হয়ে থাকে।
  • বারো মাসের মানে এক বছরের warranty আছে।
  • Star rating হবে 3 star
  • colour টা সাদা (White)

৭. এরপর আলোচনা করা যাক Croma Brand এর AC র সমন্ধে।এটা একটি নাম করা Brand আলোচিত অন্য গুলোর মতোই। Model Number CRAC7722. এই মডেলটির ঠান্ডা করার জন্য ৪টি বিশেষ মোড কাছে Turbo, Dry, Auto, Sleep, Cool যা আপনি ঘরের তাপমাত্রা আর প্রয়োজনমতো ঠিক করে নিতে পারেন। এর Blue Fins টেকনোলজি তাপমাত্রা আরো কার্যকরী রূপে নিয়ন্ত্রণ রাখে।

  • Capacity কথা উল্লেখ করতেই বলা বাহুল্য এটা 1.5 Tonএর
  • Star rating এই Company এর AC টা কে দেওয়া হয়েছে, 3 Star.
  • Condenser অন্য Company এর AC এর মতন ই কপারের (Copper)
  • Colour হবে এই Company এর AC এর দুটো, সাদা (white)
  • আর ধূসর রঙের। (Cool Grey)
  • ঠান্ডা করার ক্ষমতা রাখে,170 Square ft এর মতো জায়গা।
  • Type of AC (মানে কি ধরনের AC) হচ্ছে Split AC
  • ঠান্ডা করার ক্ষমতা 5050 watts
  • দাম হবে 28,990/

আমাদের আলোচনার মাধ্যমে আমরা এতক্ষণে বেশ কিছু ভাল Company এর AC এর সমন্ধে কথা বলে ফেলেছি।

এবার আসা যাক

৮. এবার বলি Carrier Campiro brand এর AC সমন্ধে। 5) Model টা হবে 18K CAMIPRO IDU

  • দাম হবে 1200/ সমস্ত কিছুTax দিয়ে
  • Capacity হবে 1.5 Ton
  • ঠান্ডা করার ক্ষমতা রাখে 18000Btu/h
  • Colour টা নীল রঙের (Blue)

৯. এরপর আলোচনা করবো Livpure (Smart) Brand এর AC সম্পর্কে। Model টা হচ্ছে, HKS-IN18K5S19A কোম্পানি এর দাবি মডেল টি অ্যাডভান্স HEKA টেকনোলজি দিয়ে কম করলেও ৪০% বিদ্যুৎ সাশ্রয় করে।

  • Capacity এই AC হবে 1.5 Ton
  • এটার সবচেয়ে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো voice control with Alexa and Goggle Home.
  • সাত দিনের মধ্যে আপনি ফেরত দিতে পারবেন।
  • Star rating এর হচ্ছে 5 star
  • দাম হবে 17,499.00/
  • colour হবে এই Company এর AC সাদা ( white)
  • Type হচ্ছে এই AC এর Split AC
  • ঠান্ডা করার ক্ষমতা 5100 w
  • Condenser এর তার কপারের হয়ে থাকে (Copper)

১০. সবচেয়ে শেষে আসা যাক ,AZE Model হলো 15SA02 .এই মডেল এর বৈশিষ্ট হলো এর Gold Fin Evaporator টেকনোলজি যা ধুলা ময়লা আর জং থেকে এসি কে বাঁচায়।

  • Capacity হবে এই AC র 1.5 Ton
  • Company হচ্ছে Reliance
  • Star rating হচ্ছে এই AZE Brand
  • এর AC 3Star
  • Type হবে এই Brand এর AC র Split AC
  • দাম হবে 25,990/
  • Condenser এর coil ( তার) কপারের (Copper)
  • দুইবছরের Warranty আছে।
  • colour হবে সাদা (White)

শেষ কথা:আশা করি পোস্ট আপনার ভালো লাগলো।আশা করা যায় আজকের আলোচনার মাধ্যমে আপনাদের কিছুটা সুবিধা হবে, AC কেনার ক্ষেত্রে বিচার ও বিবেচনার করার। পোস্ট ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ।

ডালিয়া ঘোষ

About ডালিয়া ঘোষ

ডালিয়া একজন গৃহবধূ। তবে টেকনোলজি বিষয়ে তার যথেষ্ট আগ্রহ আছে। তিনি মূলত ইউটিউব,এডসেন্স বিষয়ে লিখে থাকেন।

View all posts by ডালিয়া ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।