টিভি দেখার ভালো মন্দ দিক

টিভি দেখার ভালো মন্দ দিক

Last Updated on: 26th মার্চ 2022, 04:23 অপরাহ্ন

হ্যালো বন্ধুরা আজ আমরা এই পোস্ট এ টিভি দেখার ভালো মন্দ দিক অর্থাৎ টিভি দেখার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আলোচনা করবো।অনেকেই আছেন যারা টেলিভিশন বা টিভি ছাড়া ভাবতেই পারেন না। বর্তমানে টিভি অত্যন্ত প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইস হিসাবে প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। Statista এর তথ্য অনুযায়ী ২০২০ সালে ভারতে প্রায় প্রতি মানুষ গড়ে ৩ ঘন্টা করে টিভি দেখে সময় কাটিয়েছে যেটি ২০২২ সাল নাগাদ প্রায় ৩.৫ ঘন্টা হবে বলে অনুমান।

বাংলাদেশ এ ২০১৯ সালের হিসাব অনুযায়ীই প্রায় ৮৪% বাড়িতে টিভি সেট আছে। তাই এহেন বিষয় থেকেই বোঝা যাচ্ছে টিভি কতটা ভূমিকা আজ রেখছে মানুষের কাছে। বিনোদন,নাচ গান,সিনেমা ,খবর থেকে শুরু করে রান্নার টিপস সব কিছুই আপনার ঘরের টিভি তে ধরা দিচ্ছে আজ। এককথায় বলতে গেলে সারা বিশ্বের দর্পন হয়ে উঠেছে টিভি।

কিন্তু শুধুই কি টিভি সব সময় ভালো না এর কিছু মন্দ দিকও আছে সেই সম্পর্কেই আজকের পোস্ট।

সূচিপত্র

টেলিভিশন এর সুবিধা অসুবিধা

Advantage of Television:টেলিভিশন দেখার সুবিধা

১. টিভি ভাল জ্ঞান অর্জন এর মাধ্যম

TV আমাদের সহায়তা করে,Information একত্রিত করার জন্য। পৃথিবীর অতি আধুনিক খবরাখবর,TV মাধ্যম আমরা পেয়ে থাকি।আজকের যুগে,TV অতি বৃহৎ একটি দূরত্বের সঙ্গে আমাদের বেঁধে রেখেছে,নানা রূপ তত্ত্ব ও মূল্যবান মতামত এর মাধ্যমে।আমরা TVএর মাধ্যমে,অনেক উপকারী বিষয় এর সমন্ধে বিস্তারিত তথ্য পেয়ে থাকি।

আমাদের নিজস্ব দুনিয়ার বাইরে, সমগ্র পৃথিবীর সাথে আমাদের পরিচয় করিয়ে থাকে অবিরত।

২. ব্যাবহার এর সহজতা

যে কেউ ঘরে বসে, পরিবারের সাথে, একই সাথে খবর,সিনেমা,খেলা,গান, পারিবারিক অনুষ্ঠান দেখার সুযোগ পায় TVএর মাধ্যমেই।সমস্ত কাজ সেরে সবই মিলে টিভি দেখার আনন্দ আলাদা।

৩. মানসিক তৃপ্তি আর আনন্দ উপভোগ

বাচ্চাদের কাছে TV খুব পছন্দের ও প্রশংসার বিষয়।এর মাধ্যমে এরা অনেক কিছুই জানতে পারে।Discovery channel,ন্যাশনাল জিওগ্রাফিক এর মতো চ্যানেল বাচ্চাদের প্রচুর তথ্য দিয়ে থাকে। একটা ছোট বাচ্চার কাছে, TV যথার্থ শিক্ষক। নানারকমের অনুষ্ঠান বাচ্চাদের ঘরে বসেই TV র মাধ্যমেই দেখার সুযোগ হয়।বিভিন্ন ভাষার ও অনুষ্ঠান দেখার সুযোগ TV র মাধ্যমে বাচ্চাদের হয়ে থাকে।Carton, movie,music এই সব আজকের যুগে ঘরে বসে মন ভাল রাখার শ্রেষ্ঠ মাধ্যম।

৪. পৃথিবীর তথ্য সংগ্রহ দুনিয়া আপানার ড্রয়িং রুম এ

TV আমাদের সমগ্র পৃথিবীর নানাধরনের মানুষ জীবন শৈলি,খাবার দাবার,ঐতিহ্য সমন্ধে, নানারূপ তথ্য দিয়ে থাকে।ছবি ও নানা ধরনের মন রঞ্জন এর মাধ্যমে ছোট দের অনেক কিছু শিক্ষিয়ে থাকে,

তাছাড়া TV Live telecast এর মাধ্যমে, খবর,খেলা, নানারূপ বিষয় দেখিয়ে থাকে।

৫. নানা স্বাদের :বিভিন্ন তথ্য এর সম্পূর্ণ ভান্ডার সব তাজা খবর একসাথেই

TV একটা খুব ভাল একটা মাধ্যম, যে খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত পৃথিবীর প্রতিটি খবর, খুব অল্প সময়ের মধ্যেই মানুষ এর কাছে পৌঁছয়।
পৃথিবীর সমস্ত দেশের খবর, আমরা এক মিনিট বা এক সেকেন্ডের মধ্যেই TV মাধ্যমে পেয়ে থাকি।

৬. বিনোদন এর সস্তা একটি মনোরঞ্জন এর মাধ্যম

আমাদের এত costly জীবনে TV বলা যায়, সবচেয়ে সস্তা একটি মাধ্যম, সমস্ত কিছু অজানা কে জানার জন্য। সমস্ত ভাষার মাধ্যমেই TV আমাদের সমগ্র পৃথিবীর তথ্য দিয়ে থাকে,প্রতিদিন প্রতিনিয়ত।

ভারতে একটি স্থানীয় ক্যাবল টিভি বা সেট টপ বাক্স টিভি এর মাসিক খরচ ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায় যা অনেক সস্তা তুলনামুলক ভাবে। এছাড়া DD FREE DISH ডিশ পরিষেবাও পাওয়া যায় যেটি একবার বাড়িতে লাগিয়ে নিলে আপনি ফ্রি স্যাটেলাইট চ্যানেল দেখতে পড়েন কোনো মাসিক খরচ ছাড়াই।

এর ইনস্টলটেন খরচ মাত্র ২০০০ টাকার মধ্যে যা আপনাকে একবারই দিতে হবে। এর পর পুরোটাই ফ্রি পরিষেবা। ২০০৪ সালে প্রসার ভারতী এই পরিষেবা প্রথম শুরু করে। এখানে সরকারি ডিডি নিউজ ,ডিডি ন্যাশনাল ,ডিডি কিষান এই সব ছাড়াও প্রাইভেট চ্যানেল যেমন MTV Beats ,জি আনমোল সিনেমা এই সব জনপ্রিয় চ্যানেল ও দেখতে পারবেন।

যোগাযোগ :DD Free Dish হেল্পলাইন 1800114554 (Toll Free),011-25806200

৭. Variety of information:নানারূপ তথ্য এর ভান্ডার ইনফোটেনমেন্ট

নিছক বিনোদন নয় টিভি এখন ইনফোটেনমেন্ট এর দারুন মাধ্যম। TV নানা রূপে, নানা মাধ্যমে, রান্না- বান্না,খেলা ও টাকা পয়সা saving নিয়ে আলোচনা করে আমাদের সচেতন করে তোলে।এছাড়া টেলিভিশন এর মাধ্যমে ইংলিশ কথা বলা আর ওই ভাষা সম্পর্কে অনেক সড়গড় হয় যায়। যেহেতু টিভি তে অনেক ইংলিশ ভাষার চ্যানেল আছে তাই তা অনুসরণ করলেও ইংলিশ ভাষা সম্পর্কে জড়তা কেটে যায়। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে যারা আগ্রহী তাদের জন্য রয়েছে NDTV এর মতো চ্যানেল।

এছাড়া বর্তমান স্মার্ট টিভি এর যোগে এসে গেছে নানা রকম অনলাইন ওয়েব সিরিজ ,ডকুমেন্টরি ,অনলাইন স্ট্রিমিং টেলিভিশন শো যা সম্পূর্ণ এক নতুন জগৎ। নানা বাস্তবিক আর রোমহর্ষক নানা কাহিনী নিয়ে এই শোন্ অনলাইন স্ট্রিমিংটেলিভিশন শো ব্যাবস্থা একেবারে জমজমাট।

Disadvantage of Television টেলিভিশন দেখার অসুবিধা

১. বাচ্চাদের পড়াশোনার পরিবেশ এর ক্ষতিকর প্রভাব

বাচ্চাদের প্রচুর কার্টুন চলে TV তে,ছোট ছোট বাচ্চারা অভিভূত হয়ে এইগুলো দেখে,পড়াশোনার প্রতি আগ্রহ কম হতে শুরু করে।প্রায় দিনের বেশিরভাগ টাই TV এর সামনে বসে তারা দিন কাটায়। তাই টেলিভিশন দেখার সময় তাদের নিয়ন্ত্রণ করা একান্ত জরুরি।

২. অযাচিত বা বাচ্চাদের উপযোগী নয় এমন বিষয়

বাচ্চাদের জন্য নয় এমন চিত্র ও অনুষ্ঠান বাচ্চারা দেখে , কিছু এইরকম TV channels এর মাধ্যম। বাচ্চাদের জন্য উপযুক্ত নয় এমন কিছু কনটেন্ট TV মাধ্যমে মাঝে মাঝে প্রচারিত হয় ,সেই গুলো অতি সহজে, বাচ্চাদের কাছে এসে পৌঁছয়।তাই এই বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকা প্রয়োজন।

৩.সময়ের অপচয় করা

বর্তমানে স্যাটেলাইট চ্যানেল এর কারণে সেখানে সব সময় নানা অনুষ্ঠান চলতেই থাকে তা রিয়ালিটি শো এই হোক বা নানা চলতি সিরিয়াল বা ধারাবাহিক আমারা সকলে TVএর সামনে বসে, সিনেমা,সিরিয়াল,দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে থাকি।যে গুলো আমাদের কোন কাজে ই লাগে না।এই অভ্যাস একদমই ভালো নয়।

অনেক সময়ই এটা আমাদের কাজের ক্ষতি করে থাকে।

৪. বৈদ্যুতিক খরচ বৃদ্ধি

অতিরিক্ত TV দেখার ফলে,বৈদ্যুতিক খরচ বৃদ্ধির সম্ভবনা থাকে।আমরা আজকের খবর এর সাথে সাথে প্রতি মুহূর্তের, পৃথিবীর চারিদিকে ঘটে চলছে, তার ও খোঁজ নিতে থাকি।প্রায় প্রতিটি ঘরে,TV সারাদিন ই চলে।এটি বৈদ্যুতিক খবর বৃদ্ধির একটা মূল কারণ।

৫. স্বাস্থ্য এর ক্ষতি

বেশিক্ষন টিভি দেখলে নানা রকম শারীরিক অসুবিধা হতে পারে। নানা সমীক্ষা থেকে দেখা গেছে যে দিনে ৩ ঘন্টার বেশ একটানা টিভি দেখলে মেদবহুলতা বেড়ে যায়। দেখা গেছে অতিরিক্ত TV দেখার জন্য আমাদের চোখ, শিরদারা, ও রক্ত চাপ বৃদ্ধি পায়। TV দেখা টা নেশায় পরিনত হলে,আমারা অসুস্থ হয়ে পড়তে পারি।

৬ . সামাজিক মেলামেশা কমে যায়

TV দেখার জন্য আমরা সমাজের অনেক কিছু থেকে নিজেদের দূরে করে নিয়েছি।বন্ধুত্ব ও পরিবার এর অনেক সামাজিক কাজকর্ম থেকে নিজেদের সরিয়ে নিয়েছি।

৭. অতিরিক্ত বিজ্ঞাপন এর ফলে আমাদের কেনাকাটার অভ্যেস খারাপ হয়ে যায়

সারা বিশ্বজুড়ে টিভি এর জনপ্রিয়তার কারণে এখন টিভি বিজ্ঞাপন এর একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রাইম টাইম বা কোনো জনপ্রিয় সিরিয়াল এর মাঝে মাত্র ১০ সেকেন্ড এর একটি বিজ্ঞাপন প্রতি কোম্পানি রা এখন কোটি টাকা দিতেও প্রস্তুত।তাই আপনি চান বা না চান বিজ্ঞাপন আপনাকে দেখতেই হবে। ডিজিটাল মার্কেটিং অনেক বেড়ে গেলেও টিভি এডভার্টাইসিং কিন্তু এখন ভারতে সিংহভাগ যখন করে রেখেছে।

২০২১ এর হিসাব অনুযায়ী টিভি এডভার্টাইসিং এ খরচ ছিল প্রায় ৩০০০০ কোটি টাকা যা সব বিজ্ঞাপন খরচ এর প্রায় ৪২%.তাই এতো বিজ্ঞাপন এর মাঝে ভালো ব্র্যান্ড কোনটি সেই সম্পর্কে অনেক আমরা খেই হারিয়ে ফেলি আর যার ফলে বাজে খরচ অনেক বেড়ে যায়।

আশা করি আজকের আলোচনার বিষয় আপনাদের সাহায্য করেছে, TV দেখার ভাল ও মন্দ দিক গুলো বুঝতে।এই সম্পর্কে আরো কোনো কিছু জানতে চাইলে নিচের কমেন্ট বাক্স এ কমেন্ট করে জানাবেন আর ইমেইল করতে ভুলবেন না আপনাদের মতামত। ধন্যবাদ।

ডালিয়া ঘোষ

About ডালিয়া ঘোষ

ডালিয়া একজন গৃহবধূ। তবে টেকনোলজি বিষয়ে তার যথেষ্ট আগ্রহ আছে। তিনি মূলত ইউটিউব,এডসেন্স বিষয়ে লিখে থাকেন।

View all posts by ডালিয়া ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।