Last Updated on: 12th জুন 2021, 02:13 অপরাহ্ন
হ্যালো বন্ধুরা এই পোস্টে আমরা বাংলাদেশের কিছু জনপ্রিয় অ্যাপ সম্পর্কে আলোচনা করব।
বিশ্বয়ান এ অনান্য দেশের মতো গত কয়েক বছরে বাংলদেশ এ ইন্টারনেট এর জনপ্রিয়তাও যথেষ্ট বেড়েছে।
Statista.com এর হিসাব অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশ এ ইন্টারনেট ব্যাবহারকারী ছিল মোট জনসংখ্যার প্রায় ১৩% মানুষ। ২০১০ সালেও যেটি ছিল মাত্র ৩.৭% . এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ইন্টারনেট আর মোবাইল ব্যাবহার।
আমরা সবাই জানি বর্তমান সময়ে মোবাইল অ্যাপস কতটা জনপ্রিয় কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের বাংলাদেশের তৈরি এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলি বাংলাদেশ তো বটেই প্রতিবেশী দেশের বিভিন্ন অংশে বিশেষ করে পশ্চিমবঙ্গেও অনেকে চেনেন।
তো আসুন বাংলাদেশের অ্যাপ সম্পর্কে আজকে আমরা বিশদ আলোচনা করব।
সূচিপত্র
বাংলাদেশের জনপ্রিয় অ্যাপ
Pathao অ্যাপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলির মধ্যে একটি। পাঠাও মূলত একটি on-demand ট্রান্সপোর্টেশন অ্যাপ যার সাহায্যে খাবার ডেলিভারি থেকে শুরু করে এবং লজিস্টিক সার্ভিস ,পেমেন্ট ওয়ালেট হিসাবেও কাজ করে।
এটি অনেকটা ভারতীয় অ্যাপ পেটিএম এর মতো তবে পেটিএম এর থেকেও কিছু ক্ষেত্রে এটি স্বতন্ত্র। আপনি যদি রাস্তায় কোনো ক্যাবের সন্ধান করে থাকেন তার জন্য সহজেই পাঠাও অ্যাপ এর সাহায্যে আপনি আপনার জন্য প্রয়োজনীয় রাইড পেয়ে যাবেন। ডিজিটাল পেমেন্ট,লোকেশন শেয়ার এর মতো অনেক অপশন আপনি এখানে পায়ে যাবেন।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:৫০ লক্ষ এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ:৪.০
বিমান বাংলাদেশ মূলত বাংলাদেশ ন্যাশনাল এয়ারলাইন্সের একটি অ্যাপ। এটি মূলত টিকিট বুকিং থেকে শুরু করে রিজার্ভেশন করা সমস্ত ক্ষেত্রেই মুখে কি ব্যবহার হয়। অ্যাপটির আকর্ষণীয় অংশ হলো এই ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড সার্চ , পার্সোনালাইজড ডিসাইন ,এসএমএসে নিউ নোটিফিকেশন ,টু ফ্যাক্টর সিকিউরিটি এই অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ অংশ।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:১ লক্ষ এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ:৪.৫
৩. হ্যালো টাস্ক
আপনি কি আপনার রান্নার কাজের লোক খুঁজছেন বা আপনার দৈনন্দিন জিনিসপত্র বাবার মাজার লোক খুঁজছেন ? তবে সেক্ষেত্রে আপনার একটি অন্যতম সঙ্গী হতে পারে বাংলাদেশের হ্যালো টাস্ক। হ্যালো টাস্ক অ্যাপটি বাংলাদেশ বিশেষত ঢাকা শহরে খুবই জনপ্রিয়।
এটি একটি মেইড সার্ভিস অ্যাপ। আপনি এখন ঘরে বসে খুব সহজেই আপনার কাজের জন্য, ঘর সাফসুতরো রাখার জন্য কিংবা বাসনপত্র মাজার জন্য মেইড সার্ভিস পেয়ে যাবেন। এই অ্যাপের মাধ্যমে এই অ্যাপটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই অ্যাপটিতে আপনাকে কোন বিল পেমেন্ট করতে হবে না শুধু আপনার মেইড যতক্ষণ কাজ করবে সেই কাজের সময় টুকু জন্যই আপনার কাছে চার্জ করা হবে।
অন্য আকর্ষণীয় বিষয় গুলির মধ্যে উল্লেখযোগ্য হল উপযুক্ত আইডেন্টিটি ভেরিফিকেশন। তাই সুরক্ষার দিক থেকে আপনি অনেকটাই ভরসা করতে পারেন হ্যালো টাস্ক কে।
এছাড়াও আপনি আপনার বাসার সবচেয়ে কাছের লোকেশনের মেইড এই অ্যাপটির মাধ্যমে পেয়ে যাবেন আপনার বাজেট এবং পছন্দ হিসেবে। এছাড়া হ্যালো টাস্ক এর ডিসকাউন্ট প্রোমো,রিফান্ড পলিসি বেশ ভালো।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:৫০ হাজার এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ:৩.৫
৪. চালডাল
চালডাল বাংলাদেশ বিশেষত ঢাকাতে একটি অন্যতম জনপ্রিয় অনলাইন গ্রোসারি অ্যাপ। অনলাইন গ্রোসারি বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে।
করোনা পরিস্থিতি তে এই জাতীয় গ্রোসারি অ্যাপ এর ব্যাবহার এক ধাক্কাতে অনেকটা বাড়িয়ে দিয়েছে। বাইরে না গিয়ে আপনি ঘর থেকে শুধুমাত্র একটি মোবাইল ফোনের সাহায্যে আপনার নিত্যদিনের দৈনন্দিন জিনিসপত্র চাল ডাল ইত্যাদি সহজেই কিনতে পারেন।
চালডাল অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য হলো এটির একঘন্টার ডেলিভারি সার্ভিস। আপনি যদি ঢাকাতে থাকেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন যে ডেলিভারি দেওয়া মাল মাত্র এক ঘণ্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে এটি এক থেকে চার ঘণ্টার মধ্যে ডেলিভারি দেয় বলে দাবি করে।
বর্তমানে মূলত ঢাকার মধ্যে সীমাবদ্ধ হলেও ভবিষ্যতে ঢাকার বাইরে অন্য জায়গাতে পরিষেবার জন্য চালডাল অ্যাপ টি তৈরি হচ্ছে। অ্যাপটির অসাধারণ কাস্টমার সার্ভিস আপনার মন জয় করবে নিশ্চিত। আপনার অর্ডার করা জিনিসপত্র যদি আপনার পছন্দ না হয় তো সহজেই আপনাদের কাস্টমার কেয়ার যোগাযোগ করে আপনার রিফান্ড পেতে পারেন অনায়াসে।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:৫ লক্ষ এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ: ৪
আরো পড়ুন :৮টি বাংলাদেশের সেরা অনলাইন শপিং সাইট
৫. মুক্তপাঠ
মুক্তপাথ সাধারণত বাংলাদেশের একটি জনপ্রিয় ই-লার্নিং প্লাটফর্ম /অ্যাপ। অ্যাপটির সাহায্যে বিভিন্ন শিক্ষক ,বেকার যুবক যুবতী ,সাংবাদিক ,সরকারি কর্মকর্তা, এনজিও সহ যে কেউ যা বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণ বা কোর্স করতে পারেন। ইউজাররা মূলত এসাইনমেন্ট ,কুইজ এর সাহায্যে এই ইন্টারনেট ই-লার্নিং অ্যাপ থেকে শিখতে পারেন।
প্রতিটি কোর্স শেষে এর পর আপনি ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন তাই শিক্ষাক্ষেত্রে ই-লার্নিং প্রার্থী হিসেবে মুক্তপাঠের আজ বাংলাদেশের অনেক জনপ্রিয় উঠেছে। বর্তমান মুক্তপাঠে ফ্রিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১০ লক্ষ। মোট কোর্স ১৮৭।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:১ লক্ষ এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ: ৩.২
এটি মূলত একটি অনলাইন অভিধান বা ডিকশনারি অ্যাপ। এটির জন্যপ্রিয়তার উল্লেযোগ্য অনেক কারণ রয়েছে। অ্যাপ মাত্র ৩ মেগাবাইট সাইজও,খুবই লাইটওয়েট।
অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করতে পারে এর জন্য কোন ইন্টারকানেকশন লাগে না.আপনি বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা অভিধান হিসাবে ব্যাবহার করতে পারবেন। টেক্সট টু স্পিচ সাপোর্ট, মিডিয়াম কালেকশন ইত্যাদি সবকিছুই আপনি এই ডিকশনারি অ্যাপ টির মধ্যে পেয়ে যাবেন। অ্যাপটি সম্পূর্ণ ad-free তাই আপনার ব্যবহারের জন্য খুবই সাবলীল একটি ডিকশনারি অ্যাপ।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:১০ হাজার এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ: ৪.৩
৭. কুরান বাংলা
বাংলাতে কুরআন পড়তে হলে কুরান বাংলা একটি অনবদ্য অ্যাপ। অসাধারণ অ্যাপটিতে সূরা অডিও, আয়াত ,প্রেয়ার রিমাইন্ডার ,লোকাল প্রেয়ার নোটিফিকেশনে এইসব বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। অ্যাপটির মধ্যে অটো সেটআপ রয়েছে। এছাড়া অ্যাপটির মাধ্যমে আপনি আবদুল্লাহ বাসফার এর করা কুরানএর আরবি আবৃত্তি পারবেন।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা:১০ লক্ষ এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ: ৪.৬
NBR Tax Calculator বাংলাদেশের একটি জনপ্রিয় অ্যাপ।মূলত ইম্পোর্ট ডিউটি ,ডোমেস্টিক ট্যাক্স ,ভ্যাট সংগ্রহ করাই এর প্রধান কাজ। আপনাকে আপনার আয়ের ঠিক কত শতাংশ ট্যাক্স হিসাবে সরকারকে দিতে তা হিসাব করতে অ্যাপটি সাহায্য করে। তাছাড়া অ্যাপটির সাহায্যে সরাসরি রিটার্ন গাইডলাইনস ,স্পট এসেসমেন্ট এর জন্য অ্যাপটি দারুন কার্যকরী।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা: ৫০ হাজার এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ: ৩
Advance Bangla Dictionary: তালিকা তে আরো একটি দারুন অভিধান অ্যাপ। অ্যাপটির কিছু দারুন বৈশ্য এটি কে জনপ্রিয় করে তুলেছে।
এটি একটি offline ডিকশেনারী অ্যাপ। অ্যাপটি তে English-to-Bangla definition ও English-to-English definition দুটি সমান তালে করা যায়। অ্যাপটি offline এ প্রায় ২২০০০ শব্দ সমর্থন করে আর অনলাইন এ এটি প্রায় ৩৫০০০০ শব্দ সমর্থন করে। এছাড়া ওয়ার্ড নোট অপশন,অ্যাডভান্সড ওয়ার্ড সার্চ ফীচার এটি সমর্থন করে।
- গুগল প্লেস্টোরে ডাউনলোড সংখ্যা: ১ লক্ষ এর অধিক
- গুগল প্লেস্টোরে রিভিউ: ৪.৫
আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগলো। আরো অনেক অ্যাপস আছে যেগুলো এখানে উল্লেখ করতে পারলাম না আজ। পরে কোনো সময়ে এই বিষয়ে আরো বলা যাবে। আপনাদের কোন অ্যাপস টি পছন্দ? জানাবেন নিশ্চয়। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা।