Last Updated on: 28th আগস্ট 2021, 05:49 পূর্বাহ্ন
আপনারা কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান? কলকাতার মধ্যে ভালো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট খুঁজছেন?
হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের এই পোস্টে কলকাতার ৭টি সেরা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের সম্পর্কে কথা বলবো।
অনেকেই যারা ডিজিটাল মার্কেটিং এ নিজেদের ক্যরিয়ার শুরু করতে চান তারা প্রথমে বুঝতে পারেন না কোন ইনস্টিউটে তাদের জন্য সেরা হবে। বর্তমান সময়ে কলকাতার বুকে অসংখ্য ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটে রয়েছে এবং প্রতিদিনই নানা ছোট বড় ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট গড়ে উঠছে।
সকলেই দাবি করে তারা সেরা। তাদের মধ্যে তাই আসল ভালো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বেছে নেয়া সত্যিই একটি কঠিন বিষয়।
আসল কথা হলো আপনাকে নিজেকে ভালো করে যাচাই করে নিতে হবে আর সেই জন্যই আজকে আমাদের এই পোস্টটি আশা করি আপনাদের কাজে লাগবে।
ডিজিটাল মার্কেটিং বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের মধ্যে ডিজিটাল মার্কেটিং শুধু ভারতবর্ষে আড়াই লাখ কর্মসংস্থান এর সুযোগ করে দেবে।
তাই সবার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহ আছেই।
যেকোনো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট এর বাছাই করার সময় আপনাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে নইলে আপনার সময় আর অর্থ দুটি অপচয় হবে ।
আপনি যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট টি বাছাই করছেন সেগুলি কি নিচের সুবিধাগুলি দেয়?
- ইনস্টিটিউট কি লাইভ প্রজেক্টে কাজ করায় ?
- ইনস্টিটিউটটি কত পুরানো?
- ইনস্টিটিউটটির বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এ রিভিউ কেমন?
- ইনস্টিটিউটটির প্লেসমেন্ট সেল আছে কিনা?
- ইনস্টিটিউটটির কোর্স ফী কত?
- ইনস্টিটিউটটির ফ্যাকাল্টি কেমন?
- কোর্স শেষে তারা ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন করায় কিনা?
- ইনস্টিটিউটটি কি ডেমো ক্লাস করে?
উপরের প্রশ্ন গুলির উত্তর যদি সন্তোষজনক হয় তবেই আপনি ওই ইনস্টিটিউট এ ভর্তি হন নইলে নয়।
তো আসুন শুরু করা যাক।
সূচিপত্র
কলকাতার সেরা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট
১. Vision Upliftment Academy
Vision Upliftment Academy কলকাতার বুকে একটি অন্যতম বিখ্যাত ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট। এটি লাইভ ক্লাস রুম ট্রেনিং করে। স্টুডেন্ট ,ওয়াকিং প্রফেশনালদের জন্য এটি উল্লেখযোগ্য।
এদের ডিজিটাল মার্কেটিং কোর্স ২৪টি মডিউলে ভাগ করা আছে। মৌদুলে গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং,ইউটিউব মার্কেটিং ,সোশ্যাল মিডিয়া মার্কেটিং ,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ,অ্যাফিলিয়েট মার্কেটিং ,ইমেইল মার্কেটিং।
- কোর্স ফী :১৫০০০/-
- যোগাযোগের ঠিকানা : RDB Boulevard, Regus, 8th Floor, Plot -K1, Sector V, Block – EP & GP, Salt, Lake, Kolkata, West Bengal 700091
- ইমেইল : contact@visionupliftment.com
- ফোন : 098303 67183
- ওয়েবসাইট : www.visionupliftment.com
২. Acesoftech Academy
Acesoftech Academy কলকাতার একটি নামি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। এরা তিন মাসের ডিজিটাল মার্কেটিং কোর্স করায়।
এটি Suhanasoftech Pvt. Ltd.নামে কলকাতার একটি Web Design সংস্থার অংশ।
মডিউলে মধ্যে অন্তর্ভুক্ত হলো ওয়েবসাইট প্লানিং, সার্চ ইঞ্জিন Optimization ,SEM ,ইমেইল মার্কেটিং,Affiliate মার্কেটিং,মোবাইল ওয়েব মার্কেটিং,ব্লগ ।
- যোগাযোগের ঠিকানা : Ground, 4A, Golam Jilani Khan Road, Topsia Al Hayat Residency, G, Kolkata, West Bengal 700039
- ইমেইল : enquiry@acesoftech.com
- ফোন :085839 59528
৩. PromozSEO
PromozSEO ,২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০০০ স্টুডেন্টকে সফল প্লেসমেন্ট দিয়েছে।
সিলিকন ইন্ডিয়ার মতে ,এটি ভারতের ১০ টি সেরা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট এর মধ্যে অন্যতম।
PromozSEO এর কোর্স টি মোটামুটি ৭মাসের লম্বা এবং এটি ভাগ করা হয়েছে ১৭টি চ্যাপ্টার ,৬৪টি মডিউল এ।
আরো পড়ুন:এসইও করে আয়
অনলাইন ট্রেনিং এবং ক্লাসরুম ট্রেনিং দুটি মাধ্যম এ ট্রেনিং এর সুযোগ আছে.আপনি আপনার পছন্দমতো বেছে নিতে পারবেন।
মডিউল এ উল্লেখযোগ্য বিষয় গুলি হলো ডিজিটাল মার্কেটিং, এডভান্স এসইও, ইমেইল মার্কেটিং ,ভিডিও মার্কেটিং ,লিড জেনারেশন ,ফ্রীল্যানসিং ,রেপুটেশন ম্যানেজমেন্ট। কোর্স আমার মতে অন্যতম একটি সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স যেখানে আপনি একসাথে অনেক বিষয় শেখার সুযোগ পাচ্ছেন।
- যোগাযোগের ঠিকানা : PromozSEO Web Marketing Academy, Sodepur, Kolkata, West Bengal, 700114, India.
- ইমেইল : info@promozseo.com
- ফোন :072785 81909
- ওয়েবসাইট : www.promozseo.com
৪. Calcutta Media Institute (CMI)
২০১১ সালে তৈরি হয়েছিল Calcutta Media Institute (CMI) এবং এটি এবিপি প্রাইভেট লিমিটেড একটি অন্তর্গত একটি প্রতিষ্ঠান। Calcutta Media Institute (CMI),পিজিডিএম নামে একটি ডিজিটাল মার্কেটিং কোর্স করায় যেটি বেশ জনপ্রিয়।
এই কোর্সটির মূল বিষয় আপনাকে একটি দক্ষ ডিউটির মার্কেটার হিসাবে গড়ে তোলা। বর্তমানে এরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সোশ্যাল মিডিয়া করাচ্ছে।
কোর্সটি ১০০% প্রাকটিক্যাল ও প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের একটি অন্যতম নামি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট।
- কোর্স ফী:২.৫ লক্ষ
- যোগাযোগের ঠিকানা : 501, Elgin Chambers, 5th Floor, 1A, Ashutosh Mukherjee Rd, Sreepally, Bhowanipore, Kolkata, West Bengal 700020
- ইমেইল : directorcmioffice@cmi.net.in
- ফোন :033 4057 6601
৫. W3 Web school
W3 Web schoolও কলকাতার বুকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। W3 Web school যে কোর্সটি আছে সেটি ৮০% প্র্যাকটিকাল।
কোর্সটির মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং,সোশ্যাল মিডিয়া মার্কেটিং,ব্লোগ্গিং, পিপিসি ,ইমেইল মার্কেটিং,গুগল এডস সম্পর্কে ভালো ধারণা পাবেন। কোর্স এর মেয়াদ ৩ মাস থেকে ৬ মাস।
- কোর্স ফী:৯০০০-১৫০০০/-
- যোগাযোগের ঠিকানা : Indira maidan, Dum Dum Rd, Kolkata, West Bengal 700074
- ইমেইল : w3webschools@gmail.com
- ফোন :078901 49401
৬. White hat academy
White hat academy মূলত গুগল এডস এর জন্য বিখ্যাত। আপনি যদি পিপিসি বা পেইড ডিজিটাল মার্কেটিং এর জুন কোনো ইনস্টিটিউট এর খোঁজ করে থাকেন তবে White hat academy আপনার জন্য বেশ ভালো হতে পারে।
আপনি এখানে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল ও ডিজিটাল মার্কেটিং এর আরো সব বিষয় সম্পর্কে জানতে পারবেন।এছাড়াও বর্তমানে ডিজিটাল এনালিটিক্স সম্পর্কেও আপনি এখানে কোর্স করতে পারবেন।
- যোগাযোগের ঠিকানা : DN Block, Sector V, Bidhannagar, Kolkata, West Bengal 700091
- ইমেইল : contact@white-hat.in
- ফোন :099031 94492
৭. SevenBoats academy
SevenBoats academy কলকাতার মধ্যে সবচেয়ে অন্যতম সেরা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিটিউট। আপনারা অনেক সময় গুগল সার্চ এ SevenBoats academy এর এডস দেখতে পাবেন।
অনলাইন ট্রেনিং আর ক্লাসরুম ট্রেনিং ছাড়াও নানারকম ওয়ার্কশপ করে যেটা বর্তমানে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য খুবই উপযোগী একটি মাধ্যম।
৩মাস ,৬ মাসের কোর্স ছাড়াও এদের সবচেয়ে জনপ্রিয় কোর্সটি হলো ১ বছরের পিজিডিম কোর্স টি। কোর্সে উল্লেখযোগ্য বিষয় গুলি হলো ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস,লোকাল প্রমোশন ,ecommerce মাকেটিং, ভিডিও মার্কেটিং,লিড জেনারেশন ,ল্যান্ডিং পেজ optimisation ইত্যাদি।
- যোগাযোগের ঠিকানা : Unit No.304, Diamond Arcade 1/72, Cal, Jessore Rd, Kolkata, West Bengal 700055
- ইমেইল :info@7boats.com
- ফোন :080170 49042
আরো পড়ুন :সামাজিক নেটওয়ার্ক এর সুফল ও কুফল
শেষ বক্তব্য :
আশা করি আমাদের এই পোস্ট আপনাদের ভালো লেগেছে। তবে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে শুধু ভালো ইনস্টিটিউটে এ ভর্তি হলেই হবে না আপনাকে এ বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে।
মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং এর বিষয় বস্তু প্রতিদিনই হচ্ছে।তাই আজ যা শিখছেন সেটা কাল নাও কাজে লাগতে পারে তাই আপনাকেই সবসময় এই বিষয় সম্পর্কে নিজেকে আপডেট রাখতে হবে।
আপনি যদি নিজে মনে করেন তবে ডিজিটাল মার্কেটিং নিজেও শিখতে পারেন। অনলাইন অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটিং ব্লগ আছে। উদহারণ হিসাবে বলা যাই সার্চ ইঞ্জিন ল্যান্ড ,সার্চ ইঞ্জিন জার্নাল ,backlinko ইত্যাদি।
আপনাকে এইসব ওয়েবসাইট অনুসরণ করতে হবে। তাছাড়া তো শেখার জন্য ইউটিউব তো আছেই।
পোস্ট ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন আর আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করতে ভুলবেন না। ধন্যবাদ।