Last Updated on: 30th এপ্রিল 2022, 07:28 পূর্বাহ্ন
সূচিপত্র
এপ্লিকেশন সফটওয়্যার কি?
হ্যালো বন্ধুরা আজকে এই পোস্টে আমরা এপ্লিকেশন সফটওয়্যার কি(application software কি), সেই সম্পর্কে বিশদ আলোচনা করব। এপ্লিকেশন সফটওয়্যার মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি কোন একটি নির্দিষ্ট কাজ করার জন্যই তৈরি।
এপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার থেকে সম্পূর্ণরূপে আলাদা। সিস্টেম সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম কম্পিউটারকে চালিত করার জন্য ব্যবহার করা হয় তার এই এপ্লিকেশন সফটওয়্যার কিন্তু কোন একটি নির্দিষ্ট কাজ যেমন ওয়ার্ড প্রসেসিং ,মিডিয়া প্লেয়ার ,একাউন্টিং সফটওয়্যার ,গেমিং, ডাটা মাইনিং, ডাটা এনালাইসিস ,ফিনান্সিয়াল হিসাব এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়।
সিস্টেম সফটওয়্যার থেকে আলাদা হওয়ার জন্য এই এপ্লিকেশন সফটওয়্যার গুলি কাজ করে অন্যরকম। অনেক সময় এই এপ্লিকেশন সফটওয়্যার গুলি সিস্টেম সফটওয়্যার সাথে ক্রিস্টল প্যাকেজের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি কিংবা অনেক সময় কোন থার্ডপার্টি কোম্পানি কিংবা ওপেনসোর্স হিসেবেও এই অ্যাপ্লিকেশনগুলি আমরা পেয়ে থাকি।
সফটওয়্যার গুলি মূলত ইউজারদের কথা মাথায় রেখে চিন্তা করে তৈরি করা হয় যার ফলে আমরা দৈনিক জীবনে এই এপ্লিকেশন সফটওয়্যার গুলি বেশি ব্যবহার করি কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হল যেমন মাইক্রোসফট অফিস ,ইন্টার্নেট ব্রাউজার যেমন ফায়ারফক্স, মজিল্লা ,ক্রোম, সাফারি, মিউজিক সফটওয়্যার যেমন প্যানডোরা ,হটস্টার , স্পটিফাই। বিভিন্ন রকম কমিউনিকেশন সফটওয়্যার যেমন স্কাইপে ,জুম্ যেমন এই সমস্ত।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় ধরনের ও কি কি:
এপ্লিকেশন সফটওয়্যার গুলি মূলত পাঁচটি ভাগে ভাগ করা যায় যা নিচে উল্লেখ করা হলো।
১.ইন্টারপ্রাইজ রিসোর্সে প্লানিং ইআরপি
প্রথমটি হলো ইন্টারপ্রাইজ রিসোর্সে প্লানিং ইআরপি। এই এপ্লিকেশন সফটওয়্যার মূলত একটি বিজনেস বা ব্যবসাকে সুন্দরভাবে চালাতে গেলে তার থেকে আসা বিভিন্ন রকম ডাটা রিভিউ স্টোর ম্যানেজমেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট এ সমস্ত কিছুই এই ইআরপি সফটওয়্যার মাধ্যমে হয়ে থাকে।
২.কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম
দ্বিতীয় হলো সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এর আওতায় থাকে। এই সফটওয়্যার গুলি এগুলো মূলত কাস্টমারদের থেকে পাওয়া ডেটা এবং তাদের ম্যানেজমেন্ট করার জন্য ব্যবহার করা হয় এগুলি বিভিন্ন কাস্টমার ইন্টারেকশন সেলস প্রসেস এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই বিষয়ের উপর নির্ভর করে কাজ করে আর এম সফটওয়্যার গুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাম hubspot.com ,zoho .
৩.ডাটাবেস এপ্লিকেশন সফটওয়্যার
ডাটাবেস এপ্লিকেশন সফটওয়্যার হলো তিন নম্বর প্রকারভেদ। এই ফটওয়্যার মূলত কোন ওয়েবসাইট কিংবা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হওয়া ওয়ার্ড, এক্সেল ,পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট অ্যাকসেস এই সমস্ত বিষয়গুলি ডেটাগুলির ম্যানিপুলেশন এবং স্টোরেজ এই কাজ করে।
আমরা যে দৈনন্দিন ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তার মধ্যে থাকা মাইএসকউল সফটওয়্যার একটি জনপ্রিয় ডাটাবেস এপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় তথ্য, বিভিন্ন রকম পোস্ট, পেজের সমস্ত কিছুই স্টোর করতে পারি এবং ইচ্ছা হলো সেগুলো কি এডিট এবং পুনরায় ব্যবহার করার জন্য এক্সপোর্ট ইমপোর্ট করতে পারি।
আরো পড়ুন: সেরা ছবি এডিট করার সফটওয়্যার
৪.প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার
এরপর নাম হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এর। এ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলি এপ্লিকেশন সফটওয়্যার একটি বিশেষ ভাগ যার মাধ্যমে আমাদের একটি প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট এ ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা যায়।
যখন একটি প্রজেক্টে কাজ শুরু হয় তখন সেই প্রজেক্ট এর অধীনে অনেকগুলি টিম একসাথে কাজ করে। তাই কোন টিমকে কোন কাজ কখন কোন সময় কোন জায়গায় দেয়া হবে বা কাকে দেওয়া হবে তার সমস্ত হিসাবেই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার মাধ্যমে আমরা দিয়ে দেখি। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বেস ক্যাম্প,জিরা।
৫.বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এপ্লিকেশন সফটওয়্যার
এর পরের উদহারণ হলো বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এপ্লিকেশন সফটওয়্যার এর। এই বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট বিভিন্ন রকম বিসনেস মডেলিং ,ইউজার ইন্টারফেস তৈরি এবং ম্যানেজ করার জন্যই ব্যাবহার হয়। এ ছাড়া একটি বিসনেস এর মধ্যে থাকা নানা সম্পর্ক বিশ্লেষণ এবং সেগুলি ব্যবহার সম্পর্কে আলোচনা করে।
এপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে কিছু প্রশ্নোত্তর :
অ্যাপ এবং এপ্লিকেশন সফটওয়্যার কি একই জিনিস?
এর উত্তরে বলতে গেলে বলতে হবে না হয় কি মোবাইল অ্যাপ এবং এপ্লিকেশন সফটওয়্যার দুটি এক জিনিস নয়। দুটির মধ্যে পার্থক্য রয়েছে একটি মোবাইল সফটওয়্যার ইনস্টল করা থাকে মোবাইলে।
যদি একটি মোবাইল অ্যাপ কাজ করা বন্ধ করা যায় আমরা সঙ্গে সঙ্গে অন্য মোবাইলে ব্যবহার করতে পারি। কিন্তু যদি একটি এপ্লিকেশন সফটওয়্যার এর কাজ বন্ধ হয়ে যায় তখন তার সঙ্গে যুক্ত অন্য প্রসেস গুলো থমকে যায়। বলতে গেলে এপ্লিকেশন সফটওয়্যার এর ব্যাপ্তি অনেক বেশি।
অন প্রেমিসে এবং হোস্টেড এপ্লিকেশন সফটওয়্যার মধ্যে তফাৎ কি ?
অন প্রেমিসে এবং হোস্টিং অ্যাপেল সফটওয়্যার দুটি সম্পূর্ণ পৃথক জিনিস। অন প্রেমিসেঅ্যাপ্লিকেশনগুলি হল সেই সফটওয়্যার যেগুলি কোন কোম্পানির ফিজিক্যাল লোকেশন বা কোন একটি অফিস লোকেশন এগিয়ে ইন্সটল এবং ম্যানেজ করা হয় যেগুলি সেই সমস্ত কোম্পানির আইটি টিম ম্যানেজ করে।
কিন্তু হোস্টেড এপ্লিকেশন সফটওয়্যার এর ব্যাপার অন্যরকম। এই সমস্ত হোস্টেড সফটওয়্যারগুলি ক্লাউড প্ল্যাটফর্ম এর মাধ্যমে রিমোটলি ম্যানেজ করা হয় এই সমস্ত হোস্টেড সফটওয়্যার গুলি ব্যবহার করার জন্য অনলাইনে স্থান বা কম্পানি সংশ্লিষ্ট ভেন্ডার সাথে সাবস্ক্রিপশন বা মাসিক চুক্তির মাধ্যমে কাজ করে।
অন প্রেমিসে সফটওয়্যারগুলি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে যার মধ্যে একটি হলো এটি কোন কোম্পানির তার প্রয়োজন মতো নিজের ইনফ্রাস্ট্রাকচার ছাড়াও ব্যবহার করে এবং যার জন্য সেটি একটি ন্যূনতম মাসিক চার্জ দিলেই হয়ে যায়।
এখানে উদহারণ হিসাবে আমরা গুগল এনালিটিক্স এর কথা বলতে পারি। আপনার ওয়েবসাইটে গুগল এনালিটিক্স ইন্সটল করার জন্য নিজের ফিজিক্যাল লোকেশন কোন দরকার পড়ে না। আমরা গুগল সিস্টেম ব্যবহার করে শুধু নিজের ওয়েবসাইটে একটি কোড ব্যবহার করে এপ্লিকেশন সফটওয়্যার ব্যাবহার করতে পারি।
অ্যাসিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্লাটফর্ম কি একই জিনিস মোটেই এক জিনিস নয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত একটি নির্দিষ্ট কাজে ব্যবহার করে এবং এর উদাহরণ গুলি হল ডাটাবেজ প্রোগ্রাম, একটি ওয়েব ব্রাউজার। অপরদিকে অ্যাপ্লিকেশন প্লাটফর্ম একগুচ্ছ সফটওয়্যার সার্ভিস দিয়ে তৈরি এগুলি একসাথে অনেকগুলো প্রগ্রামে একসাথে কাজ করে।
এপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
এপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার সম্পূর্ণ আলাদা। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ফর্ম এর তফাৎ হলো কি সিস্টেম সফটওয়্যার হলো সেটি যা কম্পিউটার হার্ডওয়ারকে চলতে সাহায্য করে এবং কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজার এর মধ্যে একটি ইউসার ইন্টারফেস তৈরী করে। সিস্টেম সফটওয়্যার এর উদহারণ হলো আমাদের কম্পিউটার এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোস ১০ বা উইন্ডোস ৮ বা লিনাক্স,ম্যাক ওস।
আর অপরদিকে এপ্লিকেশন সফটওয়্যার হলো একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরী বিশেষ প্রোগ্রাম। যেমন আমরা যেমন প্রিন্টিংয়ের কাজ করি তখন আমরা প্রিন্টিং প্রোভাইডার সফটওয়্যার যেমন এইচপি প্রিন্টার এর মধ্যে থাকা এপ্লিকেশন সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে আমরা প্রিন্ট করি।
সঠিক এপ্লিকেশনসফটওয়্যার কি ভাবে বেছে নেবেন?
এবারে আসি সঠিক এপ্লিকেশন সফটওয়্যার আপনি কিভাবে বেছে নেবেন ? এপ্লিকেশন সফটওয়্যার এর বাছাই খুব গুরুত্বপূর্ণ কাজ যার উপর আপনার কোম্পানি বা ওয়েবসাইট এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করে। সঠিক একটা সফটওয়্যার ব্যবহারের জন্য কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে যেমন তার ফাংশানাল বিষয় ,সাপোর্ট , ইনফ্রাস্ট্রাকচার , তার প্রাইস এবং রিটার্ন অফ ইনভেসমেন্ট।
উদহারণ রূপে যখন আমরা ওয়েব এনালিটিক্স ব্যাবহার করি তখন সর্বপ্রথম গুগল এনালিটিক্স এর কোথায় আমাদের মনে আসে যেহেতু এটি গুগল এর প্রোডাক্ট আর বিশ্বমানের সাপোর্ট। সারা পৃথিবীতে প্রায় ২৯ মিলিয়ন ওয়েবসাইট এটি ব্যাবহার করছে।