৭০০ টাকার মোবাইল জেনে নিন

৭০০ টাকার মোবাইল

Last Updated on: 13th মার্চ 2022, 04:02 অপরাহ্ন

হ্যালো বন্ধুরা আজকের এই পোস্ট এ আমরা ৭০০ টাকার মোবাইল সম্পর্কে আলোচনা করবো।মোবাইল ফোন আজ সকলের কাছেই অনেক কাজের জিনিস হয়ে উঠেছে। সকলের হাতেই আজ স্মার্টফোন ঘোরা ফেরা করছে। কিন্তু একটা ভালো স্মার্ট ফোন কিনতে কম করলেও ৪-৫ হাজার টাকা লেগে যায়।

কিন্তু সকলের কাছে ওই টাকা থাকে না আবার অনেকে দ্বিতীয় ফোন হিসাবে সস্তার মধ্যে সাধারণ বাটন ফোন খুঁজতে থাকেন। তাদের জন্য আজকের এই পোস্ট। এই পোস্ট এর মধ্যে আমি ৭ টি ৭০০ টাকার মোবাইল সম্পর্কে আলোচনা করবো। এই সব ফোন এর সাহায্যে আপনি সহজেই রোজকার কথা বলা ,ম্যাসেজ আদানপ্রদান করতে পারবেন সহজেই। তাই চলুন শুরু করা যাক।

৭০০ টাকার মোবাইল তালিকা

১. I KALL K23 Premium Keypad Mobile (Dual Sim, 1000 mAh) (Blue)

. I KALL K23 এই মোবাইলটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোবাইল টি দেখতে খুবই সুন্দর এবং এর ডিসপ্ল ১.৮ ইঞ্চ মাল্টিটাচ সাপোর্ট করে এবং ১২৮*১৬০পিক্সেল রিসোলিউশন সাপোর্ট করে। এর মধ্যে 32 মেগাবাইটের RAM র্যাম রয়েছে ৬৪ মেগাবাইট স্টোরিজ রয়েছে যেটি 8 জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যায়।

এটি dual-sim সাপোট মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার এফএম রয়েছে। তাছাড়াও এর ব্যাটারির হাজার ১০০০ এমএএইচ সাপোর্ট করে ফাস্ট চার্জিং সাপোর্ট করে. টকটাইম পরিসীমা সাত থেকে আট ঘণ্টা এবং স্ট্যান্ডবাই টাইম পাঁচ দিন।তাই এই বাজেট এ ছোট বাটন ফোন হিসেবে কোনটি যথেষ্ট ভালো।

আইকল মোবাইল এর দুনিয়াতে তার ডিজিটাল প্রোডাক্ট ২০১১ সাল থেকে দিয়ে আসছে। এছারা কোম্পানির ২০০ প্লাস সার্ভিস সেন্টার রয়েছে তাই সাপোর্ট থেকে ফোনটি কোন প্রবলেম হয় কথা নয়। ফোনটি পলিকার্বনেট হওয়ার জন্য এটি রং খুব সুন্দর হয়ে ফুটে ওঠে এবং স্ক্রাচ পড়ার সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক কম থাকে।

২.Itel it2130 (Black & Red)

Itel it2130 তালিকায় দ্বিতীয় নম্বর থাকা এই ফোনটি ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফোনটির দাম ৭৯০ টাকা মাত্র এবং এটি আপনি ফ্লিপকার্টে এখনই পেয়ে যাবেন। ফোনটির স্পেসিফিকেশন এর মধ্যে রয়েছে ৩২ মেগাবাইট ৩২ মেগাবাইট রম এবং এর ডিসপ্লে সাইজ ১.৮৮ ইঞ্চ।

রিয়ার ক্যামেরা রয়েছে ১.৩ মেগাপিক্সেলের এবং এর ব্যাটারির ক্ষমতা ১০০০ এমএএইচ। এই ফোন ডুয়াল সিম সাপোর্ট করে এবং এটি কালো এবং লাল এই দুইটি কালারে উপলব্ধ। ইন্টারনাল স্টোরেজ 32 মেগাবাইট এবং মেমোরি কার্ডের জন্য একটি ডেডিকেটেড সাপোর্ট রয়েছে। এর ফোন মেমোরি ১০০০ কন্টাক্ট এবং এসএমএস মেমোরি ২০০ টি কন্টাক্ট সাপোট করে এবং এর নেটওয়ার্ক জিএসএম এক বছরের গ্যারান্টি দেয় এবং সব মিলিয়ে এই ফোন টি আকর্ষণীয় বলেই মনে হয়।

আরো পড়ুন :১০টি অল্প দামের সবচেয়ে ভালো এসি কোনগুলি

৩.GFive U707 (Blue & Red)

তালিকায় ৩ নম্বর এ থাকা GFive U707 ফোনটিও এর ফিচারস এবং দামের দিক থেকে বেশ আকর্ষণীয় এই ফোনটি মূলত নীল এবং লাল কালারে পাওয়া যায় এটি একটি ফিচার ফোন তবে এটি dual-sim সাপোট করে না। এটির রেম ৩২ মেগাবাইট এবং এটির এক্সটার্নাল মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।

এর রিয়ার ক্যামের ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করে.এর ডিসপ্লে ১.৮৩ ইঞ্চি এবং এর ব্যাটারি ক্যাপাসিটি ৯৫০ মিলি এম্পিয়ার। তবে এই বাজেটের মধ্যে কোনটির মধ্যে কিছু আকর্ষণীয় ফিচার যেমন ব্লুটুথ, ওয়ারলেস এফএম, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার ,ভিডিও রেকর্ডার ,ফেসবুক, টুইটার, ইয়াহু এই সমস্ত পরিষেবা করতে পারবেন। এছাড়াও এরমধ্যে টর্চ রয়েছে এবং এর দেখতেও বেশ আকর্ষণীয়।

৪.Snexian Guru 313, Dual Sim, Gold

Snexian Guru এটি একটি তুলনামূলক নতুন কোম্পানির ফোন। তবে ফিচারস দিক থেকে ফোনটি আকর্ষণীয়। ফোনটির মডেলের নাম Snexian Guru 313 এবং এটির ডিসপ্লে সাইজ ১.৮৩ ইঞ্চি। ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের।এটি dual-sim সাপোট করে এবং ব্যাটারির মধ্যে ১০০০এমএএইচ সাপোর্ট করে।

টর্চলাইট রয়েছে এবং এর এক্সপেন্ডেবল মেমোরি ১৬জিবি পর্যন্ত বাড়িয়নেয়া যায়। এটি মাল্টিমিডিয়া ,ভিডিও প্লেয়ার সাপোর্ট করে এবং তিনমাস গ্যারান্টি আছে. এটি সিম্বিয়ান ৯.১ ওস এ চলে এবংএর ওজন মাত্র ১৫০ গ্রাম তাই সহজেই আপনি এটি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন। ফোনটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার সিমের সাথে কাজ করে তাই আপনি যে সিম কার্ড ব্যাবহার করুন না কেন কোনো অসুবিধা নেই।

৫.I KALL K48 Premium Keypad Mobile

I KALL K48 এটিও আই কল কোম্পানি এর ফোন। তবে এই ফোনটি সবচেয়ে বৈশিষ্ট্য হল এর বড় ব্যাটারি। ৭০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ১৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এছাড়াও এর আরো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর ১.৮ ইঞ্চি এর ডিসপ্লে। ৩২ মেগাবাইট RAM, ৬৪ মেগাবাইট ইন্টার্নাল মেমোরি যেটি আপনি সহজেই ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। সঙ্গে রয়েছে এফএম ,টর্চ লাইট, ব্লুটুথ ক্যামেরা।

এর বড় ব্যাটারী থাকার জন্য এটি আপনি সাত থেকে আট ঘণ্টার মতো টকটাইম পেয়ে যাবেন এবং স্ট্যান্ডবাই টাইম পাঁচ দিনের মতো। সঙ্গে পাচ্ছেন আপনি এক বছরের ওয়ারেন্টি এবং এটি ভারতেই তৈরি। ওজন সর্বসাকুল্যে ১৭০ গ্রাম তাই সেকেন্ডারি ফোন হিসাবে আপনি সহজেই আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন।

আরো পড়ুন:মোবাইলে আবহাওয়ার খবর কি ভাবে জানবেন?

৬.Inovu A7i Dual Sim

তালিকায় পরের Inovu A7i Dual Sim ফোনটি হল বেশ আকর্ষণীয় এটি বিআইএস স্বীকৃত। এই ফোনটির অ্যাডভান্সড ফীচারগুলির মধ্যে রয়েছে অটোমেটিক কল রেকর্ডিং, ওয়ারলেস এফএম, ভাইব্রেটার।তবে এই ফোনটির মধ্যে কোন ক্যামেরা নেই। এই ফোনটি কালো এবং নিলেই দুটি রঙে পাওয়া যাবে।

এটির ডিসপ্লে সাইজ ১.৭৭ইঞ্চি এবং এটি ২২টি আঞ্চলিক ভাষা সাপোর্ট করে। এটির এক্সটার্নাল মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। ব্যাটারি ক্ষমতা ১০০০ এমএএইচ। এটি ডুয়াল সিম সাপোর্ট করে এবং টকটাইম প্রায় ৬ ঘন্টা। অন্যান্য বিষয়গুলির মধ্যে geo-tagging কল ফরওয়ার্ডিং, কল ওয়েটিং সার্ভিস, ব্ল্যাকলিস্ট , ফোনবুক ব্যাকআপ ডাটা প্রটেক্টর, ফাইল ম্যানেজার ,হ্যান্ডসেট লক ।

৭.I KALL K100 Dual Sim

I KALL K100 Dual Sim তালিকা তে থাকা ৭ নম্বর ফোন। ফোন টি মূলত লাল এবংকালো ওই দুই রং এ পাওয়া যাচ্ছে। ফোনটির ডিসপ্লে সাইজ ১.৮ ইঞ্চ এবং এটি ৩২ মেগাবাইট RAM এবং ৬৪ মেগাবাইট ইন্টারনেট মেমরি রয়েছে। এটির ব্যাটারির ক্ষমতা ১০০০ হাজার এমএএইচ। তবে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এর টকটাইম সাত থেকে আট ঘণ্টা এবং স্ট্যান্ডবাই টাইম পাঁচ দিন। এর ওজন ১৪০ গ্রাম।

শেষ কথা :আপনি কোন ফোন ব্যাবহার করেন ? আশা করি ৭০০ টাকার মধ্যে মোবাইল পোস্ট আপনার ভালো লাগলো ?আপনার কোনো কমেন্ট থাকলে নিচে কমেন্ট বাক্স এ জানাবেন।

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা। | দেখুন LinkedIn প্রোফাইল

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।