১৮টি সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম

ফ্রি ওয়ার্ডপ্রেস থিম

Last Updated on: 15th অক্টোবর 2020, 05:14 অপরাহ্ন

হ্যালো বন্ধুরা এই পোস্টে আমরা কিছু ফ্রি ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে আলোচনা করবো।

আমরা সবাই জানি ব্লগ এ ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কতটা গুরুত্বপূর্ণ।

প্রায় সারা বিশ্বজুড়ে ১৪.৬ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। প্রায় ১০ মিলিয়ন এর ও বেশি ওয়েবসাইট বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে।

ওয়ার্ডপ্রেস একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিএমএস বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রূপে সারা বিশ্বে সমাদৃত কিন্তু আমরা অনেক সময়ই কোনো নতুন ডোমেইন কিনার পর ব্লগিং ক্যারিয়ার স্টার্ট করার সময় বা ব্লগিং ক্যারিয়ার শুরু করার সময় কোন থিম টি আদর্শ হবে সেটা ঠিক বুঝে উঠতে পারি না।

ওয়ার্ডপ্রেসের জন্য ইন্টারনেটে অসংখ্য ফ্রি এবং পেইড থিম রয়েছে কিন্তু তার মধ্যে ভাল টি বেছে নেওয়া সত্যিই খুব দুষ্কর। আমরা আমাদের এই পোস্টটিতে কিছু ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এর কথা আলোচনা করবো যেগুলি আপনার ব্লগের বা ওয়েবসাইট এর জন্য সহায়ক হতে পারে।

আপনি যখন ব্লগিং শুরু করেন তখন সাধারণত তখন আপনার কাছে ততবেশি বাজেট থাকে না। তাই ওয়ার্ডপ্রেস একটি ভালো ফ্রি থিম আপনার জন্য খুবই সহায়ক হতে পারে। ফ্রি থিম বলে কিন্তু এটা মনে হবার কোনো কারণ নেই যে এগুলি পেইড থিম গুলির থেকে কোনো অংশে পিছিয়ে আছে বরং অনেকক্ষেত্রে এগুলো অন্য পেইড থিম গুলি কেও হার মানায়।

তো আসুন শুরু করা যাক।

ওয়ার্ডপ্রেস থিম  এর ক্ষেত্রে কয়েকটি জিনিস আগে মাথায় রাখতে হবে। যে থিম টি আপনি ব্যাবহার করবেন সেটি যেন অবশ্যই রেস্পন্সিভ আর লাইটওয়েট হয় যাতে গুগলের সার্চ ইঞ্জিন এ এটি সহজেই ভালো রাঙ্কিং করতে পারে।

এর কারণ বর্তমানে গুগোল লোডিং স্পীড কে তাদের একটি রেংকিং ফ্যাক্টর এর মধ্যে গণ্য করতে শুরু করেছে তাই আপনার ওয়েবসাইটের থিমটি যত দ্রুত লোড হবে ততই আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ ব্যাংকিংয়ে উপরের দিকে থাকবে।

ফ্রি ওয়ার্ডপ্রেস থিম তালিকা 

১.OceanWP

OceanWP ওয়ার্ডপ্রেসের অন্যতম একটি ফ্রি থিম।

পার্সোনাল ব্লগিং, বিজনেস ব্লগিং ,পোর্টফোলিও এই সমস্ত ওয়েবসাইটের জন্য এই থিমটি আদর্শ।

এই থিমটির অন্যতম বৈশিষ্ট্য হলো এই থিমটি রেস্পন্সিভ এবং এটি Woocommerce সমর্থন করে।

OceanWP এর আরো অনেক সুবিধা রয়েছে। এই থিমটির অনেক ফ্রী এক্সটেনশন রয়েছে যেগুলো আপনি সহজেই ব্যাবহার করতে পারবেন। ফ্রী এক্সটেনশন গুলির মধ্যে স্টিক এনিথিং, উইন্ডো পোস্ট স্লাইডার এগুলি খুবই উল্লেখযোগ্য।

এছাড়াও সোশ্যাল শেয়ারিং, কাস্টম সাইডবার, প্রডাক্ট শেয়ারিং, আপনি ব্যবহার করতে পারেন। এই ফ্রী এক্সটেনশন ছাড়াও আপনি চাইলে কিছু প্রিমিয়াম এক্সটেনশন ব্যাবহার করতে পারেন যেগুলোর মধ্যে ফুলস্ক্রীন পপ-আপ লগিন উল্লেখযোগ্য।

২. Astra

Astra ওয়ার্ডপ্রেস এর -এর সবচেয়ে বেশি ব্যবহৃত গুলির মধ্যে অন্যতম। থিমটির ইউজার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। আপনি যদি ওয়েব ডেভেলপার না হন বা থিম কাস্টমাইজেশন করতে কোডিং করতে না চান তবে আপনার জন্য একটি আদর্শ ফ্রি ওয়ার্ডপ্রেস থিম হতে পারে।

একটা খুবই দ্রুত ওয়েবসাইটকে লোড করে প্রায় হাফ সেকেন্ডের মধ্যে সাধারণ ওয়েবসাইট লোড করে দেয়।

দ্রুত লোড হওয়ার কারণে এটি গুগল সার্চ ইঞ্জিন এ ইয়উ অনেক ভালো কাজ করে। গুগল এডসেন্স এর জন্যও এই থিম টি দুর্দান্ত।

Astra ব্যবহার করার অনেকগুলি সুবিধা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফুটার উইজট। তাছাড়া এটি উ-কমার্স সমর্থন করে। সার্চ ইঞ্জিন অপ্টিমিজটিও এর কথা বলতে গেলে এটি স্ট্রাকচার্ড ডাটা বা স্কিমা কোড খুবই সুন্দর ভাবে ব্যবহার করে।

এছাড়া থিমটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর পেজ বিল্ডার সাপোর্ট। এটি অন্যান্য পেজ বিল্ডার যেমন WP বেকারি ,আর্কিটেক্ট এলিমেন্টারি বিল্ডার, গুটেনবার্গ এই সমস্ত পেইজ বিল্ডারের এর স্তাহে খুব সহজে ব্যবহার করা যায়। তাছাড়া থিমটির প্রধান আকর্ষণ এর অসাধারন ডিজাইন সম্ভার।

থিমটি প্রায় ৩৫ টি ইনবিল্ট ডিজাইন সাপোর্ট করে ফ্রি ভার্সন এ.পেইড ভার্সন এর ক্ষেত্রে এত ৭০ টির বেশি ডিজাইন সমর্থন করে।

৩. Storefront(স্টোরফ্রন্ট )

স্টোরফ্রন্ট ওয়ার্ডপ্রেস এর একটি অন্যতম ফ্রি থিম।
থিমটি বিশেষভাবে WooCommerce কে মাথায় রেখে ডিজাইন করা।

থিমটির অন্যতম বৈশিষ্ট হলো এটির সুন্দর রেস্পন্সিভ ডিজাইন, একাধিক উইজেট অপশন, বিভিন্ন কাস্টমাইজেশন অপশন এবং লেআউট অপশন।

এছাড়াও থিমটি WooCommerce এর একটি অফিশিয়াল থিম সেজন্য ফটো অন্যান্য অনেক থিম এর চেয়ে অনেক ভালো এই থিমটি ডাউনলোড করার পর আপনি যদি কোন প্রিমিয়াম এক্সটেনশন ব্যবহার করেন তো আপনার জন্য থিম কর্তৃপক্ষ সর্বোচ্চ মানের কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে।

৪.Zakra

Zakra এটি ওয়ার্ডপ্রেসের ফ্রী থিম। থিমটির মূল বিশেষত্ব হল এটির দ্রুতগতি। এছাড়াওএটি এএম পি(AMP এক্সিলারেটেড মোবাইল পেজেস ) কম্পিটেবল। এছাড়া এটি অন্যান্য বহু ওয়ার্ডপ্রেস প্লাগিন কে সমর্থন করে।

এছাড়া থিমটির মধ্যে আগে থেকে বেশ কিছু (প্রায় ২০টি )ডিজাইন আগে থেকে ইন্সটল করা হয়েছে তাই আপনি চাইলে যেকোনো একটি আপনার ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন।

অন্যান্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সরল কাস্টমাইজেশন অপশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রেডি ডিজাইন ইত্যাদি।

এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো one-click ডেমো ইম্পর্ট ,এলিমেন্টর কম্প্যাটিবিলিটি ইত্যাদি।

৫.Neve

Neve এই থিমটি ওয়ার্ডপ্রেস এর অন্যতম একটি ফ্রি থিম। আপনি যদি ব্লগের জন্য কোন একটি ভালো ফ্রি থিম খুঁজে থাকেন এতবে এই থিমটি উল্লেখযোগ্য। এই থিমটি আপনি ব্লগিং এর সাথে সাথে বিভিন্ন ছোট খাটো অনলাইন স্টোর ,পার্সোনাল পোর্টফোলিও এ সমস্ত কাজের জন্য ব্যবহার করতে পারবেন।

থিমটির বৈশিষ্ট্য হল এর মিনিমালিস্টিক ডিজাইন এবং দ্রুত গতি।

এটিও বিভিন্ন এলিমেন্টর, ভিসুয়াল কম্পোজার এগুলোকে সমর্থন করে।

৬. Hitmag ( হিটম্যাগ )

হিটম্যাগ থিমটি আমার ব্যক্তিগত ফেভারিট। এটি একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থীম তবে এর প্রিমিয়াম ভার্সন রয়েছে আপনি যদি কোডিং এ দক্ষ না হন এবং সহজ একটি ফ্রি থিম চান তবে সহজেই হিটম্যাগ এর সাহায্যে আপনার ব্লগিং শুরু করতে পারেন।

বিভিন্ন অ্যাপিয়ারেন্স সেটিং অপশন, ম্যাগাজিন থিম নির্বাচন, থিমটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট। খুবই সহজেই আপনি থিমটি ডাউনলোড করার ১০ মিনিটের মধ্যেই কোন কোড না লিখে সুন্দর একটি প্রফেশনাল ব্লগ ডিজাইন তৈরি করতে পারবেন।

৭. হেস্টিয়া(Hestia )

Hestia ওয়ার্ডপ্রেস এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রি থিম।এই থিমটি দারুন রেস্পন্সিভ এবং Woocommerce সমর্থন করে। এছাড়া মেগা মেনু ব্যবহার করে আপনি আপনার থেমেটি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন।

যদি আপনি একটি বহুভাষা ভিত্তিক ওয়েবসাইট করতে চান তবে এর মধ্যে থাকা ট্রানসলেশন অপশনটিও উল্লেখযোগ্য। তাছাড়া আপনার কোন সাহায্য এর দরকার হলে এর মধ্যে থাকা টিউটোরিয়াল এবং হেলপ গাইড আপনাকে খুব কাজ করবে।

হেস্টিয়া(Hestia) থিমটি প্রায় ১ লক্ষেরও বেশি বার ইতিমধ্যে ডাউনলোড করা হয়েছে। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এর রয়েছে হল উল্লেখযোগ্য হলো মেটেরিয়াল ডিজাইন ,কাস্টমাইজ ডিজাইন প্যানেল , টাইপোগ্রাফি ইত্যাদি।

৮.Colormag (কালারম্যাগ)

Colormag (কালারম্যাগ) থিমটি ওয়ার্ডপ্রেস এর অন্যতম একটি ব্লগ্গিং থিম। আপনি যদি কোন নিউজ ম্যাগাজিন অথবা কোনো নিউজ ওয়েবসাইট এর জন্য একটি সুন্দর রেস্পন্সিভ ফ্রী থিম খোঁজেন তাহলে এই থিমটি আপনার জন্য আদর্শ।

এই থিমটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে হল টাইপোগ্রাফি , ওয়ান-ক্লিক ডেমো ইম্পোর্ট ইত্যাদি।

৯. Sydney (সিডনি)

সিডনি সিডনি থিমটি জনপ্রিয় একটি ওয়ার্ডপ্রেস ফ্রী থিম। এটি মূলত ফ্রিল্যান্সার ,এজেন্সি এবং বিভিন্ন ই -কমার্স ওয়েবসাইট ব্যবহার করে থাকে।

থিমটির মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ফুল স্ক্রিন স্লাইডার, স্টিকি নেভিগেশন। এছাড়াও থিমটি প্যারালাক্স ডিজাইন , সোশল আইকন আকষর্ণীয়।

১০.Zelle Lite

Zelle Lite এর বর্তমান ইনস্টলেশনের সংখ্যা প্রায় ৯০ হাজারেরও বেশি। কর্পোরেট বিজনেস,ফটোগ্রাফি ওয়েবসাইট , ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির কাজে ব্যবহার করা হয়। এটি একটি ওয়ান পেজ ওয়েবসাইট এর জন্য আদর্শ।

১১.Vantage(ভেন্টেজ )

আপনি যদি কোন পোর্টফোলিও ওয়েবসাইট কিংবা কোন প্রফেশনাল কোম্পানির ওয়েবসাইট তৈরি করতে চান তবে ভেন্টেজ আদর্শ হতে পারে। থিমটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে হল রেটিনার সাপোর্ট এবং গুগোল ফন্ট ইন্ড ইন্টিগ্রেশন।

১২.Flash (ফ্ল্যাশ)

আপনি যদি একটি ফ্রি থিম চান যার মধ্যে প্রিমিয়াম ফীচার রয়েছে ,তার মধ্যে উল্লেখযোগ্য হলো Flash (ফ্ল্যাশ) .

Flash (ফ্ল্যাশ) এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে হল ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার, built-in পোর্টফোলিও ,ইত্যাদি।

এছাড়াও থিমটির মধ্যে থাকা থিম গ্রিল ডেমো ইম্পোর্টার এটির সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটে এই থিমটি সহজেই ইন্সটল করতে পারবেন।

১৩.Virtue (ভার্চু)

আপনি বিগেনার ইউজার হন কিংবা এক্সপেরিয়েন্স ইউজার Virtue (ভার্চু) আপনাকে অবস্থান করবে আকর্ষণ করবে।
এটি মোবাইল ফ্রেন্ডলি, রেস্পন্সিভ এবং আধুনিকতম HTML ৫,এবং সিএসএস থ্রি দিয়ে তৈরি।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল স্কিমা- মাইক্রো ডাটা ইন্টিগ্রেশন ,যেটি আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য প্রভূত সাহায্য করে।

১৪. Optimizer (অপটিমাইজার)

অপটিমাইজারএই থিমটি মূলত ডায়নামিক ওয়েবসাইট এ কথা মাথায় রেখে তৈরি।

থিমটির মধ্যে রয়েছে ১৩ টি উইজেট ,ডগ ড্রপ ডিজাইন মডিউল, এছাড়াও রয়েছে এমএইচ স্পটলাইট।

১৫. FlatOn

এটি মূলত বিজনেস ওনার এজেন্সি এবং ফ্রিল্যান্সারদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় থিম। থিমটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে অন্যতম হলো বিভিন্ন টাইপোগ্রাফি সাপোর্ট এবং কালার কালেকশন।

১৬.Yatri (ইয়াত্রি)

Yatri থিমটি মূলত পার্সোনাল ব্লগ, অনলাইন স্টোর এবং রেস্টুরেন্ট ওয়েবসাইট এর জন্য উল্লেখযোগ্য।

এই থিমটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলোর মধ্যে হল লেয়ার স্টাইল টাইপোগ্রাফি এবং এলিমেন্টর টেমপ্লেট। এছাড়াও থিমটি রেস্পন্সিভ এবং Woocommerce কে সমর্থন করে।

১৭.Interior Lite (ইন্টেরিয়ার লাইট)

আপনি যদি আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন এবং কোন ফার্নিচার ভিত্তিক ওয়েবসাইট এর জন্য কোন থিম খুঁজে থাকেন তাহলে এই ইন্টেরিয়ার লাইট থিমটি আপনার জন্য আদর্শ হতে পারে। থিমটি চারটি দুর্দান্ত লেআউট ,দুটি কন্টাক্ট পেজ একটি দারুন সংযোজন।
আরো বৈশিষ্ট্য হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং স্ক্রীনসাইজ ট্রানসলেশন।

১৮.Ripple (রিপল )

Ripple (রিপল )একটি ওয়ার্ডপ্রেস এর অন্যতম ফ্রি থিম যেটি সাইট সিঙ্গেল ফেজ ওয়েবসাইট এর জন্য উপযুক্ত। এছাড়াও থিমটির মধ্যে রয়েছে ব্লগ, টিম লোগো ,টেস্টিমোনিয়াল এবং প্রগ্রেস।

শেষ বক্তব্য :

আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস ফ্রী থীম গুলির লিস্ট ভালো লেগেছে। আজকের এই পোস্টটি আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিবে।

আপনারা ওয়ার্ডপ্রেসের কোন থিম ব্যবহার করেন ?

নিচে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না এবং পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পোস্ট শেয়ার করবেন। ধন্যবাদ

 

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা। | দেখুন LinkedIn প্রোফাইল

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।