Last Updated on: 7th নভেম্বর 2021, 04:40 অপরাহ্ন
হ্যালো বন্ধুরা আজকের এই পোস্টে আমরা গরিলা গ্লাস কি সেই সম্পর্কে আলোচনা করব। আজকাল আমরা অনেকেই মোবাইল এ গরিলা গ্লাস ব্যাবহার করি কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত ভাবে সঠিক জানি না। তাই সেই সব সমস্যার কথা মেনেই গরিলা গ্লাস কি, গরিলা গ্লাসের ব্যবহার কি, গরিলা গ্লাস এর সাথে অন্যান্য কাঁচের কি পার্থক্য ,গরিলা গ্লাস কোন কোন জায়গাতে ব্যবহৃত হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই পোস্টে।
তো চলুন শুরু করা যাক প্রথমে আলোচনা করে নি।
সূচিপত্র
গরিলা গ্লাস কি ?
গরিলা গ্লাস হল বিশেষ একপ্রকার কাঁচ যেটি বিশেষভাবে রাসায়নিক দ্বারা প্রস্তুত এবং এটি কর্নিং কোম্পানির দ্বারা তৈরি। বর্তমানে গরিলা গ্লাসের অনেক ভার্সন বাজারে চালু আছে তার মধ্যে সবচেয়ে লেটেস্ট ভার্সনটি হলো ৬ জেনারেশন গরিলা গ্লাস ভার্শন। এমনিতে খুবই পাতলা হালকা ওজনের এবং আঘাত প্রতিরোধক হিসেবে কাজ করে।
গরিলা গ্লাস বাজারে প্রচলিত অন্যান্যএই জন্য ঘর্ষণ আর আঘাত প্রতিরোধী কাঁচ যেমন ড্রাগন্ট্রেল আর Schott AG’s Xensation র সমতুল্য। এটি মূলত একপ্রকার অ্যালকালি-অ্যালোমিনোসিলিকেট গ্লাস যেটি সাধারণভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন ,পোর্টেবল মিডিয়াপ্লেয়ার, কম্পিউটার স্ক্রিন ,টেলিভিশন স্ক্রীন এই সমস্ত ডিভাইস এর ডিসপ্লে স্ক্রিন রক্ষা করার জন্য তার উপরে লাগানো হয়ে থাকে।
গরিলা গ্লাস কোথায় তৈরী হয় ?
এটি মূলত Harrodsburg ( Kentucky )কেনটাকিতে তৈরি হয় এছাড়াও এটি কোরিয়া এর আসান এবং আর তাইওয়ান ও তৈরী হয়।
গরিলা গ্লাস এইতো শক্ত মজবুত হয় কেন ?
গরিলা গ্লাস এতো মজবুত হয় এর বিশেষ রাসায়নিক গঠন এর জন্য। মূলত এই গরিলা গ্লাস এত শক্ত হয় তার কারণ এদিকে গরম পটাশিয়াম সল্ট এবং আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে ভালো করে প্রস্তুত করা হয়।
আজকে অনেক জনপ্রিয় হলেও এর একটি সুদূর ইতিহাস রয়েছে এটি ১৯৬০ সালে প্রথম ‘Muscle প্রজেক্ট’ এর অন্তর্গত ভাবে প্রথম প্রচারিত হয়েছিল এরপরে ক্লাস বলে পরবর্তীকালে ১৯৯০ সাল পর্যন্ত বিভিন্ন কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হতো যার মধ্যে ছিল ফার্মাসিটিক্যাল ,এভিয়েশন অথরিটি ইত্যাদি।
পরবর্তীকালে যখন অ্যাপেল আইফোন বাজারে এলো তখনই অ্যাপেল এই কর্নিং কম্পানি কে একটি পাতলা মজবুত গ্লাসের বরাত দিয়েছিলো আর যার পরেই এই গরিলা গ্লাস এর ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
২০১৭ সালের অক্টোবর মাসে হিসেব অনুযায়ী অনুযায়ী পৃথিবীব্যাপী প্রায় ৫ বিলিয়ন গরিলা গ্লাসজক্ত ডিভাইস হয়েছে। যদিও গরিলা গ্লাস মোবাইল ,কম্পিউটার, পিসি এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে বেশি ব্যাবহার রয়েছে আর সিংহভাগ বাজার গরিলা গ্লাস এর দখলে আছে তবুও এর বিভিন্ন প্রতিযোগী যেমন ড্রাগনটাইল , synthetic sapphire.এইগুলিও বেশ ভালো ভাবে ুতে আসছে।
গরিলা গ্লাসের বিভিন্ন রকম ভার্সন রয়েছে গরিলা গ্লাস বর্তমানে গরিলা গ্লাসের সবচেয়ে জনপ্রিয় ভার্সনটি হল গরিলা গ্লাস 6 এটি প্রথমে স্যামসাং গ্যালাক্সি নোট পয়েন্টে ব্যবহার হয়েছিল।
গরিলা গ্লাস কিভাবে তৈরী হয় ?
এবার দেখে নেয়া যাক গরিলা গ্লাস কিভাবে প্রস্তুত করা হয়। গরিলা গ্লাস এতো শক্ত হয় তার কারণ হলো এর মধ্যে থাকা আয়ন এক্সচেঞ্জের তারতম্য। যখন গরিলা গ্লাস তৈরি করা হয় তখন তপ্ত পটাসিয়াম মধ্যে প্রায় ৪০০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দেয়া হয় যার ফলে এ গ্লাসের মধ্যে থাকা কাঁচের অংশগুলি পটাশিয়াম আয়ন দিয়ে পরিবর্তিত হয়ে যায় পটাশিয়াম আয়নগুলি কাঁচের এই গুলা আয়ন থেকে অনেক বেশি সারফেস এরিয়া থাকে যার ফলে যার ফলে এটি অন্যান্য গ্যাসের থেকে অনেক বেশি শক্তপোক্ত এবংসাধারণ আঁচড় আঘাত থেকে অনেক বেশি প্রতিরোধক্ষমতা এর গড়ে ওঠে।
গরিলা গ্লাস চেনার উপায় : কিভাবে জানবেন আপনার ডিভাইস এ গরিলা গ্লাস প্রটেকশন আছে ?
এবারে আসুন দেখে নেয়া যাক কিভাবে আপনি আপনার ফোনটি বা ল্যাপটপ ডিভাইসটি গরিলা গ্লাস আছে কিনা সহজে কি যাবে জেনে নেবেন অনেকক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের ডিভাইসটি গরিলা গ্লাস প্রটেকশন আছে কিনা এটি আমায় চিনতে ভুল হয়ে যায়।
প্রথম উপায় :গুগল সার্চ করুন
বর্তমানে আপনার ফোনে ডিভাইসটিতে গরিলার কাজ আছে কিনা জেলার সবচেয়ে সেরা উপায় হলো গুগল সার্চ। আপনি গুগলে যান এরপর google-এ আপনার ফোন মডেলটি সার্চ করুন।
আপনার ফোন মডেলটির ম্যানুফ্যাকচার ওয়েবসাইটে যান।
সেখানে স্পেসিফিকেশন অংশে গিয়ে ডিসপ্লে অপশন টি দেখুন যদি আপনার ডিসপ্লে স্পেসিফিকেশনের মধ্যে গরিলা গ্লাস এর কথা উল্লেখ থাকে এবং আপনার মডেলটিও ওই স্পেসিফিক মডেল হয় তখন নিশ্চিন্তে আপনার ফোনটি গরিলা গ্লাস যুক্ত।
দ্বিতীয় উপায়
কর্নিং এর অফিসিয়াল ওয়েবসাইট এ সার্চ করুন:
আপনার ডিভাইস এ গরিলা গ্লাস আছে কিনা জানার জন্য আমরা একটি লিঙ্ক দিচ্ছি তোকে অফিশিয়াল লিংকে গিয়ে আপনি এখানে দেখে নিতে পারবেন যে আপনার ডিভাইসটি গরিলা গ্লাস কাছে কিনা।গরিলা গ্লাস প্যার এটি প্রায় 5 বিলিয়ন ডিভাইসে ব্যাবহার করে। এই লিংকে আপনি সব নামি ফোন মডেল এর খোজ পাবেন যেগুলো গরিলা গ্লাস ব্যাবহার করে। খালি দেখে নিন আপনার মডেল টি ওখানে লিস্ট এ আছে কিনা?
লিংক:https://www.corning.com/gorillaglass/worldwide/en/full-product-list.html
এছাড়া আরেকটি উপায় হল সবসময় ব্র্যান্ডেড নথিভুক্তিকরণ করা স্টোর থেকে মোবাইল কেনা উচিত। সব সময় কোন আসল কোম্পানির শোরুম থেকেই ফোন বা আপনার ডিভাইসটিকে নিবেন যাতে আপনার আপনি থেকে না যান। করুন অনেক সময় কিছু টাকা কম করার জন্য আমরা যেকোন জায়গা থেকে মোবাইল কিনে নি যা ঠিক নয় মোটেই।
গরিলা গ্লাস ব্যাবহার এর সুবিধা :
এবার আসুন জেনে নিই গরিলা গ্লাস ব্যবহার করার কয়েকটি বিশেষ সুবিধা।
গরিলা গ্লাস পরিষ্কার করা খুবই সহজ হয়
সহজে ঘষে যায় না বলে যেকোনো পরিষ্কার কাপড় বা লেন্স স্ক্রীন সলিউশন দিয়েও আপনি এটি পরিষ্কার করতে পারেন।
হাত থেকে পড়ে গেলেও দাগ পড়ে না
যেহেতু গরিলা গ্লাস বেশ শক্তপোক্ত তাই গরিলা গ্লাস আপনার দৈনন্দিন ব্যবহারের ফলে কোন স্ক্র্যাচ প্রায় পড়ে না যেহেতু আপনার ডিভাইসটিকে এটি কোন সাধারণ আঘাত থেকে রক্ষা করার জন্য তৈরি তাই আপনার ডিভাইস যদি ছোটখাটো কোনো উপায়ে পড়ে যায় বা পাঁচ ফুট উচ্চতা এই রকম জায়গা থেকে পড়ে যায় তবে কিন্তু আপনার ডিভাইসটি অক্ষত থাকবে।
গরিলা গ্লাস খুব নমনীয়
গরিলা গ্লাস খুবই নমনীয় হয় বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ২৭০ ডিগ্রি পর্যন্ত এত বাকিয়ে দিলেও গরিলা গ্লাস কিন্তু সহজে ভাঙে না তাই আপনার দৈনন্দিন ব্যবহারের ফলে আপনি দেখতে পারবেন যে গরিলা গ্লাস লাগানো আপনার ফোনটি সহজে ভাঙবে না।
এবার জেনে নিন গরিলা গ্লাস সম্পর্কে কয়েকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
গরিলা গ্লাস ব্যবহার করলে কি আপনার মোবাইলে ওজন বেড়ে যাবে ?
আগেই বলা হয়েছে যে গরিলা গ্লাস খুবই পাতলা এবং এটি ০.৫ মিলিমিটার পাতলা মাত্র। যেটি আমাদের সাধারন চুলের চারগুণ পাতলা তাই গরিলা গ্লাস ব্যবহার করলে আপনার ডিভাইসের ওজন কখনোই বাড়বে না বরং আপনার ডিভাইসটিকে ভালোভাবে প্রটেক্ট করবে।
গরিলা গ্লাস কি সত্যি ভাঙে না?
না গরিলা গ্লাস ভাঙে না এটি ভুল। একটু শক্তপোক্ত কাঁচ হলেও যদি প্রচন্ড পরিমানে চাপ এবং আঘাত লাগে তৈরি গরিলা গ্লাস ভেঙে যেতে পারে তাই কিন্তু দৈনন্দিন ছোটখাটো ব্যবহার এবং দৈনন্দিন জীবনের মোবাইল ডিভাইস ব্যবহারের জন্য এটি আদর্শ।
গরিলা গ্লাস এর ফিউশন ড্র প্রসেস এর সুবিধা কি?
গরিলা গ্লাস এর ফিউশন ড্র প্রসেস একটি প্রোপাইটার প্রসেস যা সারফেস কোয়ালিটি কে অনেক খুবই উন্নত করে যার ফলে এটি অসাধারণ ডাইমেনশন , চকচকে এবং মসৃণ হয়ে থাকে।
গরিলা গ্লাস এবং CORNING’S LCD GLASS SUBSTRATES কি ?
গরিলা গ্লাস যেমন এক্সটার্নাল ডিভাইস এর ডিসপ্লের জন্য ব্যবস্থা তেমনি এসিডিক গ্লাস সাবস্ট্রেট গুলি ব্যবহার করা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে উপর যদিও অনেক ক্ষেত্রেই ডিভাইসের মধ্যে কলিং প্লাস এবং EAGLE XG® দুটোই থাকে। কিন্তু তবুও ব্যাবহার এর দিক থেকে দুটো জিনিস আলাদা যেখানে গরিলা গ্লাস তৈরি হয় অ্যালকালি বেসড হয় সেখানে EAGLE XG® অ্যালোমিনোসিলিকেট বেসড হয়ে থাকে।
গরিলা গ্লাস কি কনসিভ ইলেকট্রনিক্স মোবাইল ছাড়া আর কোথায় ব্যাবহার হয়?
যদিও গরিলা গ্লাস বর্তমানে ইলেকট্রনিক্স মোবাইল এই বেশি ব্যাবহার হচ্ছে তবে হ্যা এটা সত্যি যে গরিলা গ্লাস ভবিষ্যতে বিভিন্ন রকম সুবিধার জন্য এটি নানারকমরিসার্চ কাজের জন্য ব্যবহার হচ্ছে ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আশা করা যায়।
গরিলা গ্লাস ফোনকে প্রোটেকশন দিয়ে থাকে এবং সহ মোবাইলের স্ক্রিন ফেটে যায় না। গরিলা যেমন শক্তিশালী তেমনিভাবে এই গ্লাসও সাধারন স্ক্রিনের চেয়ে শক্তিশালী।
সাব্বির ভাই একদম ঠিক কথা বলেছেন।পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।