Last Updated on: 30th এপ্রিল 2022, 07:33 পূর্বাহ্ন
আপনি কি জানেন আপনার কম্পিউটারে ঝুঁকির হাত থেকে রক্ষা করে কোন সফটওয়্যার? হা ঠিকই ধরেছেন এন্টিভাইরাস সফটওয়্যার।
হ্যালো বন্ধুরা এই পোস্ট এ আমরা এন্টিভাইরাস সফটওয়্যার কি ,জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি,ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এই সম্পর্কে বিস্তারে আলোচনা করবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
প্রথমেই বলি এন্টিভাইরাস কি এই সম্পর্কে।
এন্টিভাইরাস সফটওয়্যার হলো মূলত একটি কম্পিউটার বা মোবাইল এর জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা একটি প্রোগ্রাম যেটি কম্পিউটার ভাইরাস,ম্যালওয়্যার,ট্রোজান, ইত্যাদি নানা রকম ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম কে খুঁজে সেগুলি কে নষ্ট আমাদের কম্পিউটার বা মোবাইল টি এই সব বিপদ থেকে রক্ষা পায়।
বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে সাইবার ক্রাইম বা সাইবার জালিয়াতি বহুগুন বৃদ্ধি পেয়েছে। বিখ্যাত তথ্যপ্রযুক্তি কোম্পানি Accenture এর হিসাব অনুযায়ী প্রায় ৬৮% বিসনেস লিডার মনে করেন তাদের সাইবার নিরাপত্তার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
তাই এই বদলে যায় সময়ে ভালো এন্টিভাইরাস সফটওয়্যার আপনার সাইবার নিরাপত্তা কে অনেকটা সুরক্ষিত করতে পারে তো বটেই।
বিশেষ করে সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনে কম্পিউটার বা মোবাইল ব্যাবহার করেন তাদের কাছে একটি ভালো এন্টিভাইরাস থাকলে তারা এই সব ম্যালওয়্যার ,ট্রোজান এই সব থেকে বাঁচতে পারেন। আজকের এই পোস্ট এ আমাদের উদাস তাই কিছু ভালো ফ্রি কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার এর খোঁজ দেয়া যেগো সহজেই সবাই বিনামূল্যে ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।
আবার জেনে নি একটি ভালো এন্টিভাইরাস মূলত কি কাজ করে সেই সম্পর্কে।
আপনি যখন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করেন সেটি মূলত নিজের কাজ গুলি করে থাকে:
- নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডার স্ক্যান করে তার মধ্যে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার প্যাটার্ন কাছে কি তারপর সেগুলি মুছে দেয় বা আলাদা করে রাখে যাতে আপনার কম্পিউটার সুরক্ষিত থাকে।
- ফিসলিং ও অনলাইন ফ্রড চিহ্নিত করে।
- আপনি যখন কোনো ওয়েবসাইট ভিসিট করেন তখন তার প্রতি লিংক খুঁজে সেগুলি ক্ষতিকারক কিন্ বা কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কি না তা খুঁটিয়ে দেখে আর আপনাকে তার সম্পর্কে সচেতন করে যাতে করে আপনি ওই ওয়েবসাইট এ না ভিসিট করেন। কি দারুন তাই না? এ ক্ষেত্রে আপনি কোনো বিপদের মুখোমুখি আগেই তা জেনে গেলেন।
- ডার্ক ওয়েব খুঁজে আপনাকে বলে দেয় আপনার ইমেইল এড্রেস কতটা সুরক্ষিত ,আপনার পাসওয়ার্ড কতটা ভালো বা কতটা নিরাপদ সেই সম্পর্কে আপনাকে জানিয়ে দেয়। এছাড়াও আপনার পাসওয়ার্ড কে এনক্রিপ্ট করে আপনার নিরাপত্তা অনেক বাড়িয়ে দেয়।
- আপনি যখন কোনো ব্যাঙ্কিং ওয়েবসাইট বা ই -কমার্স ওয়েবসাইট এ কোনো টাকা পয়সা লেনদেন করেন তখন আপনার প্রতিটি ট্রানসাকশান খুঁটিয়ে দেখে তা সুরক্ষিত রকে অ্যাডভান্সড এনক্রিপশন এর সাহায্যে।
- আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড ওরেন তা সে গান,ভিডিও,গেম,সফটওয়্যার যে কিছুই হোক সব স্ক্যান করে দেখে ফাইল গুলি ম্যালওয়্যার বা ভাইরাস আক্রান্ত কিনা তারপর উপযুক্ত ব্যাবস্থা নেয়।
এই এতো কিছু সুবিধা আপনি একটি ভালো এন্টিভাইরাস সফটওয়্যার থেকে পেয়ে থাকেন। এখন প্রশ্ন হলো এই সব সুরক্ষা পেট অনেক সময় এন্টিভাইরাস কিনতে হয় বা পেইড সাবস্ক্রিপশন নিতে হয়।
কিন্তু এমন কিছু ভালো ফ্রি জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার ইন্টারনেট এ পাওয়া যায় যেগুলি ব্যাবহার করলেও অপি আপনার অনলাইন সুরক্ষা বা সাইবার নিরাপত্তার সম্পর্কে অনেকটাই নিশ্চিত থাকতে পারেন।
তো আসুন শুরু করি আর জেনে নি জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি আর আপনারা কিভাবে সেগুলি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি বা বিনা মূল্যে।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন সত্যি কি আমার এন্টিভাইরাস সফটওয়্যার আদৌ দরকার?
এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ দরকার ১০০%.আপনিযদি কম্পিউটার এ ইন্টারনেট ব্যাবহার করেন বা ঘন ঘন পেনড্রাইভে এই সব ব্যাবহার করেন তাহলে কোন ভালো এন্টিভাইরাস ছাড়া আপনার কম্পিউটার ব্যাবহার করা একদম উচিত নয়। অনলাইন সাইবার নিরাপত্তা এটি গুরুত্বপূর্ণ যে এন্টিভাইরাস কোম্পানি গুলি দিনে প্রায় হরদম তাদের ডাটাবেস আপডেট করছে।
আর হাঁ প্রতিদিন প্রায় ৬০০০০ নতুন নতুন ম্যালওয়্যার তৈরী হচ্ছে। সংখ্যা তা নেহাত কম নয়। তাই আপনি একটু ভাবুন একটি ভালো কম্পিউটার এন্টিভাইরাস ছাড়া কম্পিউটার চালানো কতটা ঝুঁকির হতে পারে। এবার আসুন সরাসরি তালিকাতে আসি।
সূচিপত্র
জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার
১. এভাস্ট এন্টিভাইরাস ফ্রি ভার্সন
এভাস্ট এন্টিভাইরাস জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার এর মধ্যে অনেক জনপ্রিয়। আমি ব্যাক্তিগত ভাবে প্রায় ১০ বছর যাবৎ এভাস্ট এন্টিভাইরাস আমার কম্পিউটার আর ল্যাপটপ এ ব্যাবহার করে আসছি কোনো সমস্যা ছাড়াই। সত্যি বলতে কি ফ্রি তে এতো ভালো এন্টিভাইরাস আমি আগে ব্যাবহার করিনি। এভাস্ট এন্টিভাইরাস ফ্রি ভার্সন এর ফীচার গুলি আমি নিচে দিলাম কটু দেখুন কি অসাধারণ !
- ৪৩৫ মিলিয়ন ব্যাবহারকারী আর তাদের বিশাল কমিউনিটি।
- রিয়েল টাইম প্রটেকশন যা আপনার পিসি কে সবসময় সুরক্ষিত রাখে।
- অসাধারণ Behavior Shield যা ভাইরাস ম্যালওয়্যার এর পরিবর্তন এর ধরণ এর সাথে নিজেকে বদলে আপনাকে বিশ্বমানের সুরক্ষা দেয়।
- গেম খেলার সময় বিরক্তিকর পপ আপ ,এডস থেকে আপনাকে মুক্তি দেয়।
- আপনার কম্পিউটার কে স্লো করে না।
- Wi-Fi Inspector যা সর্বদা আপনার ইন্টারনেট কানেকশন কে সুরক্ষিত রাখে।
স্মার্ট স্ক্যান সবসময় আপনার সিকিউরিটি কে লক্ষ রাখে আর আপনার পুরানো সফটওয়্যার কে নজর রাখে যাতে নতুন ম্যালওয়্যার আক্রমণ থেকে আপনার পিসি দূরে থাকে।
আর এভাস্ট এন্টিভাইরাস ইনস্টল করতে বেশি হার্ডওয়্যার কনফিগারেশন এর দরকার নেই। এভাস্ট এন্টিভাইরাস ইনস্টল করতে শুধু লাগবে Windows 10, 8.1, 8 or 7*, 1 GB RAM আর ২ GB hard disk space.
এভাস্ট এন্টিভাইরাস ফ্রি ভার্সন ডাউনলোড লিংক
২. Kaspersky সিকিউরিটি ক্লাউড ফ্রি
তালিকার দ্বিতীয় নামটি শুধুমাত্র কোনো এন্টিভাইরাস সফটওয়্যার এর নয় বরং পুরো ইন্টারনেট সিকিউরিটি এর জন্য। Kaspersky সিকিউরিটি ক্লাউড ফ্রি ভার্সন টি ইতোমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে।
Kaspersky সিকিউরিটি ক্লাউড ফ্রি ভার্সন টি মূলত আট ভাগে ভাগ করা যায় যা হলো স্ক্যান ,ডাটাবেস আপডেট ,পিসি ক্লিনার ,পাসওয়ার্ড ম্যানেজার , প্রাইভেসী প্রটেকশন , সেফ মানি , My Kaspersky, ও সিকিউর কানেকশন . এর মধ্যে পিসি ক্লিনার আর সেফ মানি ছাড়া সবই ফ্রি ভার্সন এ ব্যাবহার করা যায়।
Kaspersky সিকিউরিটি ক্লাউড ফ্রি ভার্শনটি নিজে থেকেই এর ভাইরাস ডাটাবেস আপডেট করে নেই ইনস্টল করার পর তাই ম্যানুয়ালি এটিকে আপডেট করা দরকার পড়ে না যেই একটি দারুন ব্যাপার।
এ ছাড়াও আছে সিস্টেম watcher কম্পোনেন্ট ,Network Attack Blocker যেটি আপনার ইন্টারনেট কানেকশন কে সর্বদা সুরক্ষিত রাখে। এছাড়া এর অ্যাডভান্সড AMSI protection সবসময় Kaspersky ল্যাব এ ফাইলস এনালাইসিস এর জন্য পাঠায় যা আপনার পিসি কে অধিক সুরক্ষার জন্য বেশ কার্যকরী।
এছাড়া ক্রোম আর ফায়ারফক্স এর জন্য তৈরী Kaspersky সিকিউরিটি এক্সটেনশন ইনস্টল করা থাকলে আপনাকে সার্চ রেজাল্ট এ ক্ষতিকর আর ম্যালওয়্যার আক্রান্ত ওয়েবসাইট এর লিংক থেকে দূরে থাকতে সাহায্য করে।
Kaspersky সিকিউরিটি ক্লাউড ফ্রি ইনস্টল করার পর ফুল সিস্টেম স্ক্যান করতে প্রায় ৯০ মিনিট সময় লাগে যার পর স্বয়ংক্রিয় ভাবে রিয়েল টাইম প্রটেকশন কাজ শুরু করে দেয়। আপনি চাইলে নিজের ইচ্ছেমতো দৈনিক,সাপ্তাহিক,বা মাসিক হিসাবেও এর schedule স্ক্যান সেট করে নিতে পারেন।
Kaspersky সিকিউরিটি ক্লাউড ফ্রি ডাউনলোড লিংক
৩. AVG এন্টিভাইরাস ফ্রি এডিশন
তালিকার তৃতীয় নামটি হলো AVG এন্টিভাইরাস ফ্রি এডিশন এর. এটি একটি বিশ্বমানের ফ্রি এন্টিভাইরাস সল্যুশন যা কয়েক লক্ষ মিলিয়ন ব্যাবহার করেন। ২০১৬ সালে এভাস্ট ,.AVG এন্টিভাইরাস কে অধিগ্রহণ করে তারপর থেকে .AVG এন্টিভাইরাস,এভাস্ট এর অধীনস্ত হিসাবে কাজ করা শুরু করে একই প্রযুক্তি ব্যাবহার করে।
AVG এন্টিভাইরাস ফ্রি এডিশন এর মূল বৈশিষ্ট গুলি নিচে উল্লেখ করলাম।
- অসাধারণ ম্যালওয়্যার প্রটেকশন
AVG এন্টিভাইরাস এর ম্যালওয়্যার প্রটেকশন এর ক্ষমতা বেশ ভালো। ইন্টারনেট এর কোনো লিংক খোলারজেন এটি জানিয়ে এই সেটি ম্যালওয়্যার আক্রান্ত কিনা। ম্যালওয়্যার আক্রান্ত ওয়েবসাইট এর লিংক তখনি টি ব্লক করে দেয়। আর AVG এন্টিভাইরাস এর নজর এড়িয়ে যদি কোনো ভাবে ম্যালওয়্যার আক্রান্ত ফাইল আপনার পিসি তে ঢুকেও যায় চিন্তার কিছু নেই বরং AVG এন্টিভাইরাস সেট execute করার সময় ব্লক করে সেটিকে সরিয়ে দেয় যাতে আপনার পিসি সুরক্ষিত থাকে.কি অসাধারণ তাই না?
- ফিসলিং প্রটেকশন
AVG এন্টিভাইরাস এর ফিসলিং প্রটেকশন খুব ভালো। ইন্টারনেট ফ্রড ওয়েবসাইট বা সাইবার জালিয়াতি ওয়েবসাইট গুলি এটি খুব সহজে চিহ্নিত করে এটি আপনাকে সুরক্ষা দেয়। AVG এন্টিভাইরাস অ্যাডভান্সড মেশিন লার্নিং ব্যাবহার করে আপনাকে সর্বদা নয়নে নানা বিপদ থেকে
রক্ষা করে।
- Ransomware প্রটেকশন
AVG এন্টিভাইরাস এর একটি আধুনিকতম বৈশিষ্ট হলো এর দারুন Ransomware প্রটেকশন। Ransomware বর্তমানে সাইবার জালিয়াতির একটি কুখ্যাত উদহারণ যেখানে হ্যাকার আপনার কম্পিউটার এর সেনসিটিভ আর গোপন ফাইল গুলির নিয়ন্ত্রণ নিয়ে নেই আর আপনার প্রতিটি গতিবিধির উপর নজর রাখে।
এর বিনিময়ে আপনার কাছে তাদের নানা আতঙ্কজনক বার্তা আসে যেখানে অর্থ দাবি করা হয়। বহু মানুষ এর ফাঁদে পড়েছেন আর বহু অর্থক্ষয় করেছেন।Ransomware প্রটেকশন এর দারুন উত্তর।
Ransomware প্রটেকশন আনার প্রতিটি ফাইল ফোল্ডার এর মডিফিকেশন বা পরিবর্তন করার জন্য যে নির্দেশ আসে সেগুলি কে খুঁটিয়ে দেখে execute করার আগে তাই আপনার Ransomware এর আক্রান্ত হবার সম্ভবনা কমিয়ে দেয়।
- স্মার্ট স্ক্যান
AVG এন্টিভাইরাস এর স্মার্ট স্ক্যানটি বেশ দারুন। AVG এন্টিভাইরাস ইনস্টল করার পর এর ডিপ স্ক্যানটি একবার অবশ্যই করে নেয়া উচিত যাতে করে পিসি এর মধ্যে থাকা যেকনো ম্যালওয়্যার এটি স্ক্যান করে নির্মূল করতে পারে। একবার ডিপ স্ক্যাপ করতে মোটামুটি AVG এন্টিভাইরাস এর লাগে মোটামুটি ৮১ মিনিট এর মতো।
একবার ডিপ স্ক্যান করার পর এর রিয়েল টাইম প্রটেকশন চালু থাকলেই আপনি বেশ সুরক্ষিত।
- AVG সিকিউর ব্রাউজার
AVG এন্টিভাইরাস ইনস্টল করার পর আপনার পিসি তে AVG সিকিউর ব্রাউজার ইনস্টল হয়ে যায় আপনি চাইলে এই ব্রাউসার ব্যাবহার করে আপনার প্রাইভেসী নিরাপত্তা কিছুটা বাড়িয়ে নিতে পারেন,’Do Not Track’ এই সমস্ত সিকিউরিটি আর প্রাইভেসি সেটিং ব্যাবহার করে।
AVG এন্টিভাইরাস ফ্রি এডিশন ফ্রি ডাউনলোড লিংক
৪. Bitdefender এন্টিভাইরাস ফ্রি এডিশন
Bitdefender এন্টিভাইরাস ও বেশ একটি দারুন জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার। Bitdefender এন্টিভাইরাস একটু দারুন সিকিউরিটি সল্যুশন যারা ফ্রি টি ফাস্ট একটি এন্টিভাইরাস চান। Bitdefender এন্টিভাইরাস এর সব চেয়ে বদ গুন্ হলো এটি খুবই দ্রুত কাজ করে আর অযথা হার্ডওয়্যার রিসোর্স দখল করে না যাতে এই এন্টিভাইরাস ইনস্টল থাকলেও আপনার সিস্টেম কখনো স্লো কাজ করে না।
Bitdefender এন্টিভাইরাস এর মধ্যে কাছে স্মার্ট রিয়েল টাইম ডাটা প্রটেকশন যা ম্যালওয়্যার থেকে আপনার পিসি কে দূরে রাখে ,আছে ওয়েব এটাক প্রেজেন্টিং টেকনোলজি যেটি আপনাকে ক্ষতিকারক ওয়েবসাইট লিংক এর থেকে বাঁচায়। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য এর মধ্যে আছে অন্ত ফিসলিং,আন্টি ফ্রড ,বিটডিফেন্ডার ফোটন যেটি আপনার সিস্টেম কে ভালো রাখতে সাহায্য করে।
Bitdefender এন্টিভাইরাস র আরো একটি দারুন ফীচার হলো এর গ্লোবাল প্রটেকশন নেটওয়ার্ক যেটি আপনাকে আপনার সিস্টেম এর সমস্ত স্ক্যানিং এর কাজ ক্লাউড এর মধ্যে সম্পাদনা করে আপনার সিটেম কে স্লো হওয়া থেকে বাঁচায়।
এছাড়া ইন্টারনেট প্রটেকশন এর জন্য আছে অ্যাডভান্সড থ্রেট ডিফেন্স যেটি আপনার নেটওয়ার্ক এর সুরক্ষা থেকে শুরু করে ম্যালওয়্যার আর Ransomeware এর হাত থেকে বাঁচায়।
Bitdefender এন্টিভাইরাস ফ্রি এডিশন ডাউনলোড লিংক
৫. Panda ফ্রি এন্টিভাইরাস
Panda ফ্রি এন্টিভাইরাস একটি দারুন ফ্রি এন্টিভাইরাস। আপনি যদি lighweight একটি ফ্রি এন্টিভাইরাস এর খোঁজে থাকেন তবে Panda ফ্রি এন্টিভাইরাস আপনাকে হতাশ করবে না।
Panda ফ্রি এন্টিভাইরাস হয়তো অতটা জনপ্রিয় বা চেনা নাম নয় কিন্তু আপনি এটি ব্যাবহার করলে বুঝতে পারবেন এটি কতটা শক্তিশালী। Panda ফ্রি এন্টিভাইরাস এর প্রধান বৈশিষ্ট্য গুলি নিচে বললাম।
দারুন Ransomeware আর ম্যালওয়্যার প্রটেকশন
যারা উইন্ডোস ডিফেন্ডার ব্যাবহার করেন তারা যদি Panda ফ্রি এন্টিভাইরাস একবার ব্যাবহার করেন তাহলে তাহলে সহজে বুঝতে পারবেন যে এটি আপনার পিসি থেকে অনেক বেশি ম্যালওয়্যার স্ক্যান করে সেগুলি নির্মূল করতে পারে।
এছাড়া এর একটি দারুন গেম মোড আছে যেটি ব্যাবহার করে আপনি গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় অযাচিত এড ,নোটিফিকেশন এ দূরে রাখতে পারেন।
এছাড়া এর রিয়াল টাইম স্ক্যান ও বেশ গুরুত্বপূর্ণ আর ভালো কাজ করে। Panda ফ্রি এন্টিভাইরাস এর রো একটি দারুন বিষয় হলো এর রেসকিউ কিট যেটি আপনাকে Panda ফ্রি এন্টিভাইরাস একটি bootable ভার্সন পেনড্রাইভে এ স্টোর করে রাখতে সাহায্য করে যাতে করে আপনি সহজেই আপনার ইনফেক্টেড পিসি তে এটি বুট করে আবার চালাতে পারেন সব স্ক্যান করার পর।
একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার আপনাকে এর চেয়ে বেশি আর কি দিতে পারে ?
এছাড়া আপনি চাইলে এর ফ্রি VPN সার্ভিস ব্যাবহার করতে পারেন যেটি আপনাকে দিনে ১৫০ Megabyte ডাটা ব্রাউস করা সুযোগ দেয়।
Panda ফ্রি এন্টিভাইরাস ফ্রি এডিশন ডাউনলোড লিংক
৬. Avira ফ্রি এন্টিভাইরাস
Avira ফ্রি এন্টিভাইরাস এই তালিকাতে শেষ নাম। Avira ফ্রি এন্টিভাইরাস মূলত তৈরী জার্মানি তে ও লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই এটি ব্যাবহার করছেন। Avira ফ্রি এন্টিভাইরাস এর মধ্যে একটি বেসিক এন্টিভাইরাস সিকিউরিটি এর জন্য যা যা দরকার এর সবই আছে। এর বৈশিষ্টগুলি নিচে বললাম ;
রিয়েল টাইম স্ক্যান প্রটেকশন
Avira ফ্রি এন্টিভাইরাস রিয়েল টাইম স্ক্যান প্রটেকশন সহজেই আপনাকে ম্যালওয়্যার,Ransomeware ,ট্রোজান এই সমস্ত ক্ষতিকারক ফাইল থেকে আপনার সিস্টেম কে রক্ষা করে।
উন্নত ভাইরাস ডাটাবেস
এটির উন্নত ডাটাবেস শুধু গতবছরই ৯০ মিলিয়ন একটিভ ফাইল রিপেয়ার করেছে আর ৯৭.৫ মিলিয়ন ফিসলিং আক্রমণ কে রক্ষা করেছে। এর থেকে সহজেই অনুমান করা যায় Avira ফ্রি এন্টিভাইরাস ঠিক কত শক্তিশালী আর কার্যকারী।
Avira ফ্রি এন্টিভাইরাস ফ্রি এডিশন ডাউনলোড লিংক
শেষ কথা :
আশা করি এন্টিভাইরাস সফটওয়্যার সংক্রান্ত পোস্ট আপনাদের ভালো লাগলো। আপনারা কোন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার কেন কমেন্ট বাক্স এ জানান আর পোস্ট ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ।
আরো পড়ুন: সেরা ছবি এডিট করার সফটওয়্যার