Huawei কোন দেশের কোম্পানি?

Last Updated on: 10th সেপ্টেম্বর 2022, 07:28 পূর্বাহ্ন

huawei কোন দেশের কোম্পানি?

huawei হুয়াওয়েই টেকনোলোজিস কো. লি মূলত একটি চীনা দেশের সংস্থা যার সদর দপ্তর চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত।
টেলিকমিনিকেশন এর জগতে huawei হুয়াওয়েই একটি অতি পরিচিত নাম।

একটি বহুজাতিক সংস্থা যেটি মূলত স্তৃপ ডিভাইস স্মার্ট চিপ স্মার্ট ডিভাইস কনজিউমার ইলেকট্রনিক্স এই সমস্ত ভোগ্যপণ্য গুলি তৈরি করে থাকে।

হুয়াওয়েই সংক্ষিপ্ত ইতিহাস :

হুয়াওয়েই কোম্পানিটি ১৯৮৭ সালে দাঁড়া প্রতিষ্ঠিত হয়েছিল Ren Zhengfei এর দ্বারা যিনি পিপলস লিবারেশন আর্মির রেজিমেন্টাল হেড ছিলেন। ২০১৯ সালের হিসাব অনুযায়ী সংস্থাটির দেশে-বিদেশে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার কর্মী রয়েছেন।

স্পেশাল ইকোনমিক জোনে এর ভিতর ১৯৮৭ সালে এটি চীন সরকার এর থেকে প্রায় ৮.৫ মিলিয়ন ডলার অনুদান পায় ও সংস্থার প্রথম ১৪ জন কর্মী দিয়ে কোম্পানি এর যাত্রা শুরু করে।

মূলত হুয়াওয়েই কোম্পানিটি তার বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে ১৭০ টিরও বেশি দেশে বর্তমান রয়েছে। এটি ২০১২ সালে এরিকসন কোম্পানি কে ছাপিয়ে পৃথিবীর মধ্যে টেলিকমিউনিকেশন ক্ষেত্রে সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার হিসেবে অনুষ্ঠিত হয়েছিল এবং ২০১৮ সালে অ্যাপেল কোম্পানি কে ছাপিয়ে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি স্মার্টফোন নির্মাণকারী সংস্থা হিসেবে পরিচিত হয় ঠিক স্যামসাং ইলেক্ট্রনিক্সের পরেই।

এটি হয়েছিল ২০২০ সালে স্যামসাংয়ের পৃথিবীজুড়ে স্মার্টফোন বিক্রির মন্দার কারণে হয়েছিল। বর্তমানে হুয়াওয়েই এর ব্যবসা বিশ্বজুড়ে ১০০ বিলিয়ন ডলার এর উপরেই আছে।

তবে এত্ত সাফল্যের পরেও সংস্থাটি অনেক বিতর্ক এর মধ্যেও পড়েছিল বিশেষ করে ফাইভ-জি আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অনেক দেশে সাইবার নিরাপত্তার কারণের জন্য সংস্থাটির অনেক কিছুই নিষিদ্ধ করা হয় যার ফলে নেটওয়ার্ক ইকুইপমেন্ট , স্মার্টফোন ইত্যাদি অনেক কিছু ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এর মতো অনেক দেশ থেকে অনেকাংশে গুটিয়ে নিতে বাধ্য হয়।

যদিও এই নিয়ে সংস্থাটি কড়া প্রতিক্রিয়া দেয় এবং তাদের তৈরি করা নেটওয়ার্কিং ব্যবস্থা এবং ইকুইপমেন্ট গুলি যে পুরোপুরি সাইবার নিরাপত্তা কে মেনে চলে এই বিষয়ে স্পষ্ট করে দেয়।

কিন্তু তারপরেও বিভিন্ন প্রতিযোগীর সংস্থা যেমন সিসকো , নটেল হাওয়াই এর বিরুদ্ধে রিক্ত সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি আবার উপস্থাপন করে এবং যার করে সংস্থাটি অনেক বাধার মুখে পড়ে। হুয়াওয়েই এর ১৭ বোর্ড মেম্বার এর সবই চীনা আর যেহেতু এটি একটি চীন সংস্থা তাই এর সব কিছু বিষয় চীন সরকারের কাছে বাধ্যতামূলক ভাবে জানাতে হয়। বিষয়টি কিন্তু যেকোন বিদেশি সংস্থা বা সরকারের কাছেই উদ্বেগ এর বটেই। তাই না?

তবে স্বস্তির কথা হলো হুয়াওয়েই খোদ চীন দেশে একটি প্রধান গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন সংসদের পরিচিত হয় এবং যাদের সংস্থাটি সফল ব্যবসা করতে পারে এর জন্য সরকার বিভিন্ন কূটনৈতিক মহলে ও দরবার শুরু করে ২০১৯ সালের মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কি ঠান্ডা লড়াই শুরু হয় ভাবি যুক্তরাষ্ট্রের অনেকাংশেই চিনা দ্রব্য বা হাওয়াই এর পণ্য বয়কট শুরু হয়।

কিন্তু এরপরেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এই বাধ্যতামূলক বয়কট ব্যবস্থাকে কিছুটা হালকা করার জন্য দরবার শুরু করে চীন সরকার যার ফলস্বরূপ সংস্থাটির সদর দপ্তর চীন থেকে সরিয়ে কানাডায় নিয়ে যাওয়ার করা হয় এরপর ২০২১ সালে কোম্পানি Tony Podesta কে নিযুক্ত করে বর্তমান যুক্তরাষ্টের বিডেন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য।

হুয়াওয়েই এর ম্যানেজমেন্ট আসলে একটি বিষয় কে খুবই গুরুত্ব দেয় যা হলো তার ট্রেড এর গোপনীয়তা আর তাদের এমপ্লয়ী রিটেনশন পলিসি। হুয়াওয়েই এর যোগ দেয়া প্রত্যেক চীনা কর্মীর কাছেই হুয়াওয়েই এর শেয়ার থাকে যা তাদের কোম্পানি পারফরমেন্স এর উপর রিটার্ন দেয়। এই ভার্চুয়াল শেয়ার শুধুমাত্র কোম্পনি এর চীন এর কর্মীরাই পেতে পারে।

huawei হুয়াওয়েই কিছু জনপ্রিয় পণ্য

huawei হুয়াওয়েই মূলত একুইমেন্ট তৈরী করলেও বর্তমানে ক্লাউড কম্পিউটিং,ডাটা স্টোরেজ ,এন্টারপ্রাইস সল্যুশন এর ও জিনিস তৈরী করে। আর কনসিউমার প্রোডাক্ট এর মধ্যে মোবাইল,ল্যাপটপ,ডেক্সটপ ,wearables,রাউটার তৈরী করে। huawei হুয়াওয়েই তৈরী রাউটার অনেক বাড়িতেই বা অফিস এ দারুন ভাবে জনপ্রিয়।

আর হুয়াওয়েই এর জনপ্রিয় স্মার্ট ফোন গুলির ভিতর Huawei P30 Pro , Huawei P50 Pro, Huawei Mate 40 Pro বেশ জনপ্রিয়।

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা। | দেখুন LinkedIn প্রোফাইল

View all posts by সৌমিক ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।