Last Updated on: 6th মার্চ 2022, 07:22 পূর্বাহ্ন
আজকে আমরা গুগল ম্যাপ কি আর গুগল ম্যাপ এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাবহার সম্পর্কে আলোচনা করবো। (Talk about The Google Map)
সূচিপত্র
গুগল ম্যাপ কি ?
গুগল ম্যাপ হলো গুগল এর একটা ওয়েব ম্যাপিং প্লাটফর্ম যার সাহায্যে আপনি কোনো জাগার সব বিবরণ যেমন তার ম্যাপ,স্যাটেলাইট ছবি,ভিডিও,৩৬০ ডিগ্রী ইমেজ,যানবাহনের সুবিধা,যানজট এর বর্তমান আর ভবিষ্যৎ যানজট সম্পকে জানতে পারবেন। বর্তমানে প্রায় ১ বিলিয়ন মানুষ প্রতি মাসে বিশ্ব জুড়ে ব্যাবহার করেন।
মজার কথা হলো গুগল ম্যাপ কিন্তু প্রথমে গুগল এর ছিল না। Lars and Jens Rasmussen নামে দুই ভাই ২০০৪ সালে C++ ডেস্কটপ প্রোগ্রাম হিসাবে তৈরী করা হচ্ছিল। পরে ২০০৪ সালে গুগল অক্টোবর মাসে গুগল এটি অধিগ্রহণ করে। গুগল ম্যাপস এর ফ্রন্ট এন্ড XML ,এজাক্স,জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরী আর এটি যেকেনো ওয়েবসাইট এপ্লিকেশন এ এম্বেড ও করা যায়।
আজকের যুগে গুগল ম্যাপ আমাদের কাছে খুব ই প্রয়োজনীয় মাধ্যম।
আজ থেকে তিরিশ বছর আগে কোথাও যেতে হলে, আগে থেকেই বাড়িতে বসে, ম্যাপ দেখে, রাস্তার সমন্ধে সমস্ত জেনে ই তবেই যাত্রার আয়োজন করা হতো। Road Map তখন খুবই প্রয়োজনীয় একটা বিষয় ছিল।
আজকের যুগে আমাদের তাঁর আর প্রয়োজন নেই। গুগল ম্যাপ (Google Map) Launch হয় ফেব্রুয়ারী ৮ তারিখ ২০০৫ সালে।
প্রথম দিকে আমাদের সকলের কাছেই এটা নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ ছিল না।ধীরে ধীরে সবাই এর উপকারী তা জানতে শুরু করি।
গুগল ম্যাপ এর ব্যাবহার (Use) করবেন (How to use the Google Map)
১. সঠিক ঠিকানা নির্দেশ :
প্রথমে নিজের ফোনে গুগল ম্যাপ on করে,দেখতে পাবেন যে আপনার নির্দিষ্ট জায়গা থেকে আপনার গন্তব্যস্থল টার ঠিক কতো টা দূর।
যদি আপনার mobile য়ে গুগল ম্যাপ (Google Map) না থাকে, তাহলে play store থেকে download করতে পারবেন।
গুগল ম্যাপ (Google Map) on করলেই Search option দেখতে পাবেন, একদম ওপরের দিকে। সেটা click করে আপনি আপনার location লিখতে পারেন। সঙ্গে সঙ্গেই গুগল ম্যাপ (Google Map) আপনার গন্তব্যস্থলের যাওয়ার ম্যাপ দেখিয়ে আপনাদের সাহায্য করার জন্য তৈরি হয়ে যাবে। ম্যাপ এর ঠিক নিচে Direction এর option দেখা যাবে।এটা click করলেই গুগল ম্যাপ আপনাকে নির্দেশ দিতে শুরু করে।
গুগল ম্যাপ ( Google Map) এর ঠিক ওপরে আপনি দেখতে পাবেন, যোগাযোগ করার নানারকমের Option।
আপনি কেমন ভাবে আপনার গন্তব্যস্থলে,যেতে চাইছেন, সেটা click করলেই Navigator on হয়ে যাবে। ও আপনাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যাবে। আপনি voice Navigator ও ব্যবহার করতে পারেন, যেটা কিনা আপনাকে রাস্তার বিবরণ, বলে দিতে থাকবে।
২. যানজট এড়াতে গুগল ম্যাপ সাহায্য করে:
গুগল ম্যাপ On করার সাথে সাথে যদি ম্যাপে blue line দেখায়,তাহলে বুঝবেন,রাস্তা ঠিক আছে। Red line এর মানে jam আছে।
৩. সঠিক দূরত্ব নির্দেশ:
আপনি যদি আপনার City থেকে অন্য City এর দূরত্ব দেখতে চান তবে search য়ে গিয়ে অন্য City এর নাম টা লিখলেই,নীচে Direction এর click করলেই দূরত্ব দেখা যাবে।এবং কতদিন লাগবে সেটাও দেখতে পাবেন।
৪. আশে পাশের হোটেল,রেস্টুরান্ট সম্পর্কে জানায়:
আপনি যদি কোন Hotel, restaurant, বা Hospital এর সন্ধান করতে চান, তবে গুগল ম্যাপ সেটাও আপনাকে, খুঁজে দেবে।Search option গিয়ে type করলেই আপনার আশেপাশের সমস্ত ঠিকানা এসে যাবে।সাথে সাথে opening and close এর time ও দেখিয়ে দেবে।
তার সাথেই phone number ও show করবে। সাথে সাথে দূরত্ব ও রাস্তার ও নির্দেশ দিয়ে দেবে।
এক City থেকে অন্য City তে যাবার সময় গুগল ম্যাপ Highway এর নির্দেশ দেবার সময়, রাস্তার উপর কোন কাজ হচ্ছে বা রাস্তা খারাপ আছে, তার ও নির্দেশ ও দিয়ে থাকে। নতুন জায়গার কোন ATM এর দরকার হলে, গুগল ম্যাপ তার ও, খোঁজ দিয়ে থাকে।
গুগল ম্যাপ ছাড়া আজকের যুগে হয়তো, এতো ভালো অনলাইন ফ্রি গাইড পাওয়া দুস্কর। আমাদের জীবন যাত্রার সাথে গুগল ম্যাপ খুবই উপযোগী একটা পথ নির্দেশক।
গুগল ম্যাপ ( Google Map)কেমন করে Help করছে।
৫.অনলাইন ক্যাব ওলা উবের এ ব্যাবহার:
আজকাল অনলাইন ক্যাব বেশ জনপ্রিয়। এই সব ক্যাব এর মধ্যে সঠিক দূরত্ব আর রাস্তা জানার জন্য গুগল ম্যাপ ব্যাবহার করে যেখানে কোনো ঝামেলা ছাড়াই সঠিক রুট বলে দেয়।
গুগল ম্যাপ ওই সব ক্যাব সার্ভিস কে অচেনা রাস্তার বা গন্তব্য স্থলের সঠিক নির্দেশ দিয়ে থাকে। চালক কে সঠিক দিক নির্দেশ করে, অল্প সময়েরপৌঁছতে সহায়তা করে।হাঁটা রাস্তা বা জনগণের জন্য জনবাহনের উপযুক্ত ঠিকানার সন্ধান দিয়ে থাকে।
৬. রিভিউ:
গুগল ম্যাপ এর মাধ্যমে আমরা যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে গুগল ম্যাপস এ সার্চ করেন তবে ওই কোম্পানি এর রিভিউ কত তা দেখতে পাবেন। এই রিভিউ দেখে আপনি ওই প্রতিষ্ঠান সম্পর্কে আগে ভাগে একটি ধারণা পেয়ে যাবেন যে সেটি কতটা ভালো বা তার সার্ভিস মানুষ কতটা পছন্দ করছে। রিভিউ রেটিং আর ছবি দেখে আপনি ওই জায়গা সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন ওই জাগাতে যাবার আগের।
উদহারণ হিসাবে আমি এখানে আমিনিয়া রেস্টুরেন্ট এর কথা বলাম এখানে ছবি দেখে ,রিভিউ দেখে আপনি এর সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন।তাছাড়া আপনি এই রেস্টুরেন্ট এ ব্যাস্ত সময় কোনটা তা জেনে যাবেন সেই সময় দেখে আপনি সেখানে যেতে পারেন যখন ভিড় কম থাকবে।কি অসাধারণ তাই না?
৭.গুগল ম্যাপস এর প্রশ্ন উত্তর:
গুগল ম্যাপস এর প্রশ্ন উত্তর একটি দারুন কাজের জিনিস।এখানে দোকান বা প্রতিষ্ঠান এর মালিক তার বিসনেস সম্পর্কে অনেক তথ্য প্রশ্ন উত্তর সরাসরি দিয়ে থাকেন। যার ফলে আপনি ওই বিসনেস সম্পর্কে আরো নিখুঁত ভাবে জেনে নিতে পারেন।
উদহারণ হিসাবে আমি এখানে আমিনিয়া রেস্টুরেন্ট এর কথা আর একবার বলতে হচ্ছে এখানে। যেমন এখানে এগ চিকেন রোল কত দাম তা জানতে চাওয়া হচ্ছে। তা এই প্রশ্নের উত্তর সহজেই এই গুগল ম্যাপ লিস্টিং এর মালিক দিয়ে এর সমহাদান করে দিতে পারেন।
৮.গুগল ম্যাপস অফ-লাইন ডাউনলোড:
গুগল ম্যাপস ঠিক ভাবে কাজ করার জন্য ইন্টারনেট কানেকশন দরকার। তাই অনেক সময় আপনি জঙ্গল,পাহাড় পর্বতে এমন জায়গাতে যান যেখানে ডাটা সিগন্যাল থাকে না তহন গুগল ম্যাপ কাজ না করতে পারে তখন কিন্তু আপনি গুগল ম্যাপ কে অফ লাইনে সেভ করে রেখে দিতে পারেন যাতে ইন্টারনেট না থাকলেও আপনি ঠিক ম্যাপ ব্যাবহার করতে পারেন।
শেষ কথা :তাহলে আমরা মোটামুটি গুগল ম্যাপ এর ব্যবহার সম্পর্কে একটা বিবরণ পেলাম। গুগল ম্যাপ এর সম্পর্কে আরো প্রশ্ন থাকে নিচে কোমেন্ট করে জানাতে ভুলবেন না।