হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি?

কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি

Last Updated on: 5th সেপ্টেম্বর 2024, 06:23 পূর্বাহ্ন

হ্যালো বন্ধুরা আজকের এই পোস্টে আমরা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি সেই সম্পর্কে বিশদে আলোচনা করব। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি আলোচনার আগে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়টি কি সেইগুলি প্রথমেই বুঝে নেয়া দরকার।

তো আসুন শুরু করা যাক।

কম্পিউটার হার্ডওয়ার কি ?

প্রথমেই আসি কম্পিউটার হার্ডওয়ার কি সেই সম্পর্কে কম্পিউটার হার্ডওয়ার বলতে মূলত বোঝায় সেই সমস্ত কম্পিউটারের যন্ত্রাংশ যেগুলোকে আমরা বাস্তবিক ভাবে দেখতে এবং ছুঁয়ে দেখতে পারি।

কম্পিউটার হার্ডওয়্যার এর মধ্যে উল্লেখযোগ্য উদহারণ হলো সার্কিট বোর্ড, আইসি ,নেটওয়ার্ক ক্যাবল ,মাদারবোর্ড ,প্রসেসর, কিবোর্ড, মাউস ,মনিটর এই সমস্ত বিষয়। আবার মোবাইল হার্ডওয়্যার সম্পর্কে বলতে গেলে বলতে হয় মোবাইলের ব্যাটারী,মোবাইলের টাচস্ক্রিন,ভলিউম রোকার্স এই সমস্ত বিষয় গুলো।

সাধারণ ভাবে বলতে গেলে হার্ডওয়ার বলতেই আমরা মূলত কম্পিউটারের যন্ত্রাংশ কে বোঝায় যেগুলোর মাধ্যমে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে চলতে পারে।

কম্পিউটার সফটওয়্যার কি ?

এবারে আছি কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে। কম্পিউটার সফটওয়্যার হল কিছু প্রসিডিউর বা নির্দেশ এবং ডকুমেন্টেশন এর মধ্যে তৈরি করা একটি কম্পিউটার প্রোগ্রাম যার মাধ্যমে সহজে কম্পিউটারকে কিছু নির্দেশ দেয়া হয় এবং কম্পিউটার সেইমতো কাজ করে. উদাহরণ দিয়ে বলতে গেলে বলতে হয় আমরা আমাদের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ১০,লিনাক্স এই সমস্ত অপারেটিং সিস্টেমগুলো কম্পিউটার সিস্টেম সফটওয়্যার হিসেবে পরিচিত।

এই সমস্ত কম্পিউটার সফটওয়্যার তথা এপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়ার এর সঙ্গে সমন্বয় সাধন করে কোন একটি নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে।

আমরা প্রতিনিয়ত প্রিন্টার ব্যবহার করি সেটার মধ্যে থাকা সফটওয়ারটি রয়েছে যার সাহায্যে আমরা নির্দিষ্ট ইউজার ইন্টারফেস ব্যবহার করে কোন প্রিন্টার কে নির্দেশ দিতে পারি যে আমাদের কয় কপি রঙিন কিংবা সাদাকালো ফটো চাই কিংবা আমরা কিছু স্ক্যান করতে চাই সেটি হলো কম্পিউটার সফটওয়্যার।

বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে যার সাহায্যে আমরা প্রিন্টার বা অন্যান্য সমস্ত বিষয়ে কাজ করতে পারি।

তাই সফটওয়্যার হলো একটি অ্যাপ্লিকেশন যা প্রোগ্রাম যেগুলি কম্পিউটার হার্ডওয়ারকে নির্দেশ দেয় ঠিক কি কাজ করতে হবে।

 হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য বিস্তারিত :

  • কম্পিউটার হার্ডওয়ার হলো একটি ফিজিক্যাল ডিভাইস যেগুলোর সাহায্যে আমরা কোন সফটওয়্যার চালাতে পারি অপরদিকে কম্পিউটার সফটওয়্যার একটি এমন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলি হাট সঙ্গে সমন্বয় সাধন করে কোন নির্দিষ্ট কাজ সাধন করে.
  • কম্পিউটার হার্ডওয়ার মূলত ফ্যাক্টরি তৈরি হয় কিংবা কোনো ভেন্ডর তৈরি করে আর কম্পিউটার সফটওয়্যার সাধারণত সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করে যেমন ইন্টেল ,নভিদিয়া।
  • হার্ডওয়্যার এর উদাহরণ হল নানা স্টোরএইজ ডিভাইস যেমন হার্ডডিস্ক ,এসএসডি ড্রাইভ, গ্রাফিক্স কার্ড ,কিবোর্ড, মাউস ,আউটপুট ডিভাইস যেমন কম্পিউটার মনিটর এই সমস্ত।
  • কম্পিউটার সফটওয়্যার সফটওয়্যার যেমন জাভা প্রোগ্রামিং লেনগুয়েজ ,সি প্লাস প্লাস ,সফটওয়্যার এডোবে ফটোশপ ,ক্যানভা এই সমস্ত গুলি।
  • কম্পিউটার হার্ডওয়ার আমরা দেখতে পারি স্পর্শ করতে পারি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার ছোঁয়া যায় না শুধুই ভার্চুয়াল।
  • সাধারণভাবে কম্পিউটার হার্ডওয়ার কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না কিন্তু কম্পিউটার সফটওয়্যার অনেক সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে।
  • কম্পিউটার হার্ডওয়্যার খারাপ হয়ে গেলে সেটিকে আমরা রিপ্লেস করতে পারি কিন্তু কম্পিউটার সফটওয়্যার খারাপ হয়ে গেলে সেটি BUG নির্ণয় করে বা সেটিকে নতুন করে রেক্টিফাই করা হয় কিংবা সেটিং নতুন করে সফটওয়্যার রি-ইনস্টল করা হয়।
  • ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে এই কম্পিউটার হার্ডওয়ার ডিভাইসগুলি এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে না। কিন্তু সফটওয়্যার প্রোগ্রামগুলি সহজেই একটি জায়গা থেকে সহজেই চলে যেতে পারে।

সফটওয়্যার আর হার্ডওয়্যার lifecycle এর পার্থক্য

সফটওয়্যার ডেভেলপমেন্ট lifecycle
সফটওয়্যার ডেভেলপমেন্ট lifecycle

 

হার্ডওয়্যার lifecycle
হার্ডওয়্যার lifecycle

কম্পিউটার কি কম্পিউটার হার্ডওয়্যার ছাড়া চলতে পারে?

কম্পিউটার কি কম্পিউটার হার্ডওয়্যার ছাড়া চলতে পারে? কম্পিউটার হার্ডওয়ার চলতে পারে এই প্রশ্নের উত্তর বলতে গেলে বলতে হয় কম্পিউটার কম্পিউটার হার্ডওয়ার ছাড়া স্বাধীনভাবে চলতে পারে না।কম্পিউটার চলতে গেলে মূলত তার হার্ডড্রাইভ, কিবোর্ড ,মেমোরি ,প্রসেসর এবং পাওয়ার সাপ্লাই লাগবে।তবে এর সঙ্গে আমরা সিডি রম , প্রিন্টার এইগুলি অ্যাডিশনাল যুক্ত করলেই কম্পিউটারে কিছু বেশি করার ক্ষমতা পাবে।

পারবে তাই কম্পিউটার হার্ডওয়ার ছাড়া চলতে পারে না যেমন তেমন কম্পিউটার সফটওয়্যার না থাকলেও সীমিতভাবে কম্পিউটার চলতে পারে। কারণ সফটওয়্যার দু রকম ভাবে ভাগ হতে পারে একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং একটি এপ্লিকেশন সফটওয়্যার।

আরো পড়ুন: সেরা ছবি এডিট করার সফটওয়্যার

কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম না থাকলে যেমন কম্পিউটার ঠিক বলতে পারবে না কোনো বেসিক কাজই করতে পারবে না। আবার কম্পিউটার মধ্যে কিছু প্রয়োজনীয় এপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড ,মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, না থাকলে কোনো বিশেষ কাজ কম্পিউটার দ্বারা হবে না।

তাই কম্পিউটার সফটওয়্যার ও কম্পিউটার হার্ডওয়ার দুটি আলাদা বিষয় হলেও একটি অপরের পরিপূরক এবং একে অপরকে ব্যবহার করে.তাই সফটওয়্যার বা হার্ডওয়্যার দুটির মধ্যে একটি না থাকে সাধারণ ভাবে কোনো কম্পিউটার চলতে পারে না। কম্পিউটার সফটওয়্যার হলো একটি ইউসার ইন্টারফেস যা সহজে সবাই কে কম্পিউটার ব্যাবহার করতে সাহায্য করে।

এই প্রসঙ্গে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং এই দুই বিষয়ের মধ্যে কোনটি পেশা হিসাবে বেশি আকর্ষণীয় ?

এই সম্পর্কে বলতে গেলে বলতে হয় কার্যক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজের বিস্তার এবং কাজের সুযোগ হার্ডওয়ার থেকে অনেক বেশি তাই অধিকাংশ মানুষই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশাতে আসতে চান। সঙ্গে নানা বহুজাতিক কোম্পানির আকর্ষণীয় কাজের সুযোগ ,বেতন সব মিলিয়ে বেশ দারুন ব্যাপার।

আরেকটি বিষয় হল যেহেতু কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন আপডেট ডিবাগিং ইত্যাদির মাধ্যমে নানাভাবে সবসময় বিকশিত হতে থাকে তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাহিদার তুলনায় অনেক বেশি হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ফটোশপের কথা।

ফটোশপ সফটওয়্যার টি প্রথম শুরু হয়েছিল ১৯৯০ সালে তখন ভার্শন ছিল ১.০. এরপর ধীরে ধীরে ভার্শন আপডেট হতে হতে বর্তমান ২০২২ সালে এসে গেছে যার মধ্যে বিভিন্ন রকম অ্যাডভান্স পিকচার যেমন স্পেস রোটেশন, মিররিং এই সমস্ত বিষয়গুলি যুক্ত হয়েছে।

তাই এতসব ফিচার দিতে গেলে রীতিমতো ভালো মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দরকার। তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাহিদা চিরকালীন।

অপরদিকে কম্পিউটার হার্ডওয়্যার একবার তৈরি হয়ে গেলে সেটি আপডেট করা খরচসাপেক্ষ আর ব্যায়সাপেক্ষ বটে।

তাই আমার মতে তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছুটা হলেও এগিয়ে রয়েছে তবে মনে রাখতে হবে যে সমস্ত ইন্ডাস্ট্রিস সব সময় পরিবর্তন হতে থাকে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা হার্ডওয়্যার দুটি ক্ষেত্রেই আজ বহুল প্রচলিত এবং যথেষ্ট সম্ভবনাময় এই দুটি ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে প্রচুর।

শেষ কথা :আশা করি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি ব্যাপারটি সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরী হয়েছে। পোষ ভালো লাগলে কমেন্ট করুন। ধন্যবাদ।

সৌমিক ঘোষ

About সৌমিক ঘোষ

সৌমিক ঘোষ একজন ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল, ব্লগার। তিনি ইন্টারনেট মার্কেটিং এ প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন ।ব্লগিং ছাড়াও অবসর সময় এ গান শোনা তার একটি নেশা। | দেখুন LinkedIn প্রোফাইল

View all posts by সৌমিক ঘোষ →

One Comment on “হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি?”

  1. কম্পিউটার নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের একটি পদ্ধতি, যা তথ্য, ফাইল এবং রিসোর্স শেয়ার করতে ব্যবহৃত হয়। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলো একে অপরের সাথে ডাটা আদান-প্রদান করতে পারে। এটি ইন্টারনেট, ল্যান (LAN), ওয়াইফাই, বা অন্যান্য মাধ্যমের মাধ্যমে কাজ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।