Last Updated on: 27th জুন 2021, 06:10 পূর্বাহ্ন
হ্যালো বন্ধুরা এই পোস্ট এ আমরা জানবো আধার কার্ড সংশোধন কোথায় হয় আর কিভাবে আপনি সহজেই অনলাইন এর মাধ্যমে ঘরে বসেই আপনার নাম, আধার কার্ড সংশোধন অথবা সম্পর্ণ নতুন আধার কার্ড তৈরির জন্য আগে থেকেই নথিভুক্ত করতে পারেন আধার এনরোলমেন্ট সেন্টার এ।
আধার কার্ড বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ব্যাঙ্ক,পোস্টঅফিস ,রেশন কার্ড থেকে শুরু করে নানা প্রয়োজনীয় বিষয়ে আধার কার্ড আজ আবশ্যক। কিন্তু অনেক সময় আমাদের আধার কার্ড এ নানা ভুল থাকে যেগুলো যেগুলো ঠিক করে নেয়া একান্ত দরকার।
তাহলে আসুন শুরু করি।
সূচিপত্র
আধার কার্ড সংশোধন কোথায় হয় ?
প্রথমেই বলে নেয়া ভালো যে আধার কার্ড সংশোধন শুধুমাত্র হতে পারে UDAI এর অনুমোদিত আধার এনরোলমেন্ট সেন্টার এ। আপনি নিজে নিজে এটি করতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট কেন্দ্রে যেতে হবে। এখন প্রশ্ন হলো কি ভাবে আপনি জানবেন যে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার কোথায়। এটি জানার জন্য আপনি নিচের স্টেপগুলি দেখে নিতে পারেন।
স্টেপ ১. প্রথমেই আপনি যান https://uidai.gov.in/ ওয়েবসাইট এ.
স্টেপ ২ তারপর ‘Locate an Enrolment Center’ তে ক্লিক করুন।
স্টেপ ৩ তারপর আপনি আপনার রাজ্য ‘State’ তে ক্লিক করুন।
স্টেপ ৪ তারপর আপনি আপনার সঠিক (জেলা,এলাকা,গ্রাম ,নগর) ‘District ‘ , ‘Sub District ‘ , ‘Village /Town /City ‘ বেছে নিন। এরপর ‘Locate’ বাটন এ ক্লিক করুন। এরপরেই আপনি পেয়ে যাবেন আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার এর নাম ঠিকানা।
আমি এমন নিচে দেখলাম আমার নিজের আধার কার্ড সংশোধন কোথায় হচ্ছে।
এই ভাবেই আপনি ও সহজেই জেনে নিতে পারবেন।
এবার জানাই কি ভাবে আপনি আগে থেকেই আপনার নাম, আধার কার্ড সংশোধন অথবা সম্পর্ণ নতুন আধার কার্ড তৈরির জন্য নথিভুক্ত করতে পারেন যাতে আপনার আরো সুবিধা হয়।
- এর জন্য আপনাকে আবার https://uidai.gov.in/ এর ওয়েবসাইট এ যেতে হবে।
- এর পর আপনাকে এবার ‘Book an Appointment ‘ এ ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে আপনার লোকেশন বা বা এলাকা বেছে নিতে হবে।
এর পরের ধাপে আপনাকে আপনার মোবাইল নম্বর আর ক্যাপচা কোড দিলে অপার মোবাইল এ OTP যাবে আর আপনার নাম আগে থেকে নথিভুক্ত হয়ে যাবে আধার এনরোলমেন্ট কেন্দ্রে। এরপর আপনি আরো সহজেই আপনার নতুন আধার কার্ড বা আধার কার্ড সংশোধন করতে পারেন।
আরো পড়ুন :কি ভাবে করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন