Last Updated on: 12th ডিসেম্বর 2024, 10:31 পূর্বাহ্ন
চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল লিখে ওয়েবসাইট-এ প্রকাশ করলে সাইট র্যাঙ্ক করবে কিনা এই প্রশ্ন অনেকের মনেই আছে। বর্তমানে চ্যাটজিপিটি অনেক ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে। কিন্তু শুধু চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল লিখে তা প্রকাশ করে দিলে তা গুগল এ র্যাঙ্ক করবে না এটা হলপ করে বলা যায়।
চ্যাটজিপিটি আসলে একটি লার্জ ল্যাঙ্গুয়েজে মডেল যা তার মধ্যে থাকা ডাটা কে ব্যাবহার করে কন্টেট লেখে। অনেক সময় তা সঠিক তথ্য দেয় না। কারণ চ্যাটজিপিটি যে ওয়েব সার্চ বা তথ্য ব্যাবহার করে তা সবসময় যে সঠিক হবে তার কোন মানে নেই। কোনো ব্যাক্তি যেকোন ওয়েব সার্চ করে কোনো কিছু জানতে চায় বা কোনো কিছু সম্পর্কে নতুন কিছু জানতে চায় সে সবসময় আসল না অরিজিনাল কনটেন্ট ভালোবাসে ।
এখন যদি পুরোপুরি চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল লিখে সেটাই কোনো পরিবর্তন ছাড়া প্রকাশ করে দেয়া হয় তাহলে তার মধ্যে কোনো নতুন জিনিস থাকে না। মনে রাখতে যবে গুগল বা যেকোনো সার্চ ইঞ্জিন সবসময় আসল রিসার্চ ভিত্তিক কনটেন্ট ভালোবাসে আর সেটাকেই র্যাঙ্ক করে।
তাই আপনি যদি কোনো নতুন কন্টেট লেখেন তাতে আপনার নিজস্ব দৃষ্টি ভঙ্গি থাকতে হবে। গুগল কোথায় বলে দেয় নি যে চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল লিখলে সেটা ভালো হবে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এ চ্যাটজিপিটি দিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। কোনো আর্টিকেল লেখার জন্য সেই আর্টিকেল এর গঠন কি হবে, তাতে কোন ও টপিক বা বিষয় আপনি যুক্ত করবেন, কি কি লংটেল কীওয়ার্ড আপনি ব্যাবহার করবেন সেই বিষয়ে সাহায্য করতে পারে।
কিন্তু একটা গোটা আর্টিকেল শুধুমাত্র কপি পেস্ট করে দিলে তাতে আপনার সাইট র্যাঙ্ক তো করবেই না উল্টে ডিইন্ডেক্স ও হয়ে যেতে পারে যাতে করে আপনার ওয়েবসাইট এর ট্রাফিক র্যাঙ্ক দুটো প্রচন্ড ভাবে ক্ষতির মুখে পড়বে।
গুগল ওয়েবমাস্টার এক্সপার্ট জন মুলার ২০২৩ সালে একটি ওয়েবিনার এ বলেছিলেন যে যেকোনো অটোমেটিক কনটেন্ট জেনারেশন সাধারণ ভাবে স্প্যাম ক্যাটাগরি এর মধ্যে পড়ে।
তবে বর্তমানে গুগল এর অটোমেটিক কনটেন্ট জেনারেশন বা AI কনটেন্ট নিয়ে মত ভিন্ন। AI কনটেন্ট যদি সত্যি ভালো মানের হয় আর সেটা যদি সঠিক ভাবে মানুষের কাজে লাগে তবে সেই AI কনটেন্ট ভালো র্যাঙ্ক করতে পারে।
চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল লিখে সেটি গুগল এ র্যাঙ্ক করে কিনা কেনার জন্য প্রায় ৪৮৭ টি AI দিয়ে কনটেন্ট লিখে একটি পরীক্ষা করা হয়েছিল ২০২৪ সালে Nathan Gotch দ্বারা । আপনি নিচের ভিডিও দেখলে ভালো করে বুঝ্তে পারবেন।
এই বিষয়ে অনেক রিসার্চ আর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আশা করি আপনি বিষয় তা ভালো করে বুঝতে পারবেন।
চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল লিখলে গুগল সেটা কিন্ত ঠিকই বুঝতে পারে। গুগল তার মধ্যে থাকা টেক্সট প্যাটার্ন আর এডভান্সড টেকনোলজি দিয়ে বুঝে যায় এটা।